ETV Bharat / state

ধর্মঘটে ট্রাক ও টেম্পো মালিকরা - tempo

রাজ্যের বিভিন্ন জেলায় অনির্দিষ্টকালের জন্য ট্রাক ও টেম্পো ধর্মঘট ।

ধর্মঘটে ট্রাক ও টেম্পো মালিকরা
author img

By

Published : Aug 19, 2019, 3:56 PM IST

শালিমার ও দাঁতন, 19 অগাস্ট : একাধিক দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে ট্রাক ও টেম্পো মালিকরা ৷ আজ সকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ধর্মঘট শুরু হয়েছে ৷ হাওড়ায় শালিমার ট্রাক ও টেম্পো অ্যাসোসিয়েশান এই ধর্মঘটে সামিল হয়েছে ৷ তাদের মুখ্য দাবি, পণ্যের অতিরিক্ত ওজন সংক্রান্ত মোটর ভেহিকেলস আইন বন্ধ করতে হবে ৷ অন্য দাবিগুলি হল , পেট্রোল ডিজেলের উপরে GST চালু, থার্ড পার্টি ইনসুরেন্সের খরচ কমানো, ডাকবাবু, সিভিক পুলিশ, RTO-র জুলুমবাজি বন্ধ করা, 2019 এর বাজেট অধিবেশনে ভারত সরকারের পেট্রোল ও ডিজেলের অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করা । যতদিন এই সমস্যার সমাধান না হবে ততদিন এই ধর্মঘট চলবে জানিয়েছেন সংগঠনের সহ সভাপতি বীরেন দাস সিং ।

বীরেন বলেন, "মানুষের অসুবিধা হলেও আমরা বাধ্য হয়েই এই ধর্মঘটে শামিল হয়েছি । মূলত ৬ দফা দাবিকে সামনে রেখেই আমাদের এই ধর্মঘট ৷ শালিমারে ১০০০ টি ট্রাক, টেম্পো শামিল হয়েছে এই ধর্মঘটে । অভিযোগ, রাস্তায় গাড়ি বের করলে পুলিশের জুলুম এত বেড়েছে যে গাড়ি চালানো দুঃসাধ্য হয়ে পড়েছে । অথচ কোথাও বন্যা হলে, ভূমিকম্প হলে ট্রাক মালিকরা নিজেরাই এগিয়ে যায় । আমরাই যদি না বাঁচি তাহলে কী করে মানুষকে সাহায্য করব ৷ আজ তাদের ন্যূনতম সম্মানটুকুও নেই ।"

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের দাঁতনের উড়িষ্যা সীমান্ত সংলগ্ন সোনাকনিয়াতে প্রায় কয়েক হাজার ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায় ৷ আজ ট্রাক মালিকরা ব্যানার ও ফেস্টুন লাগিয়ে রাস্তা অবরোধ করেন ৷ সকাল সাতটা নাগাদ এই অবরোধ শুরু হয় ৷এদিকে, ট্রাক ধর্মঘট চললে বাড়তে পারে জিনিসের দাম । বাড়তে পারে সবজি ও আমদানিকৃত মাছের দাম । যা দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে ব্যবসায়ীদের কপালে৷

শালিমার ও দাঁতন, 19 অগাস্ট : একাধিক দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে ট্রাক ও টেম্পো মালিকরা ৷ আজ সকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ধর্মঘট শুরু হয়েছে ৷ হাওড়ায় শালিমার ট্রাক ও টেম্পো অ্যাসোসিয়েশান এই ধর্মঘটে সামিল হয়েছে ৷ তাদের মুখ্য দাবি, পণ্যের অতিরিক্ত ওজন সংক্রান্ত মোটর ভেহিকেলস আইন বন্ধ করতে হবে ৷ অন্য দাবিগুলি হল , পেট্রোল ডিজেলের উপরে GST চালু, থার্ড পার্টি ইনসুরেন্সের খরচ কমানো, ডাকবাবু, সিভিক পুলিশ, RTO-র জুলুমবাজি বন্ধ করা, 2019 এর বাজেট অধিবেশনে ভারত সরকারের পেট্রোল ও ডিজেলের অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করা । যতদিন এই সমস্যার সমাধান না হবে ততদিন এই ধর্মঘট চলবে জানিয়েছেন সংগঠনের সহ সভাপতি বীরেন দাস সিং ।

বীরেন বলেন, "মানুষের অসুবিধা হলেও আমরা বাধ্য হয়েই এই ধর্মঘটে শামিল হয়েছি । মূলত ৬ দফা দাবিকে সামনে রেখেই আমাদের এই ধর্মঘট ৷ শালিমারে ১০০০ টি ট্রাক, টেম্পো শামিল হয়েছে এই ধর্মঘটে । অভিযোগ, রাস্তায় গাড়ি বের করলে পুলিশের জুলুম এত বেড়েছে যে গাড়ি চালানো দুঃসাধ্য হয়ে পড়েছে । অথচ কোথাও বন্যা হলে, ভূমিকম্প হলে ট্রাক মালিকরা নিজেরাই এগিয়ে যায় । আমরাই যদি না বাঁচি তাহলে কী করে মানুষকে সাহায্য করব ৷ আজ তাদের ন্যূনতম সম্মানটুকুও নেই ।"

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের দাঁতনের উড়িষ্যা সীমান্ত সংলগ্ন সোনাকনিয়াতে প্রায় কয়েক হাজার ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায় ৷ আজ ট্রাক মালিকরা ব্যানার ও ফেস্টুন লাগিয়ে রাস্তা অবরোধ করেন ৷ সকাল সাতটা নাগাদ এই অবরোধ শুরু হয় ৷এদিকে, ট্রাক ধর্মঘট চললে বাড়তে পারে জিনিসের দাম । বাড়তে পারে সবজি ও আমদানিকৃত মাছের দাম । যা দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে ব্যবসায়ীদের কপালে৷

Intro: অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে শালিমার ট্রাক ও টেম্পো এসোসিয়েশান। সংগঠনের সহ সভাপতি জানান মানুষের অসুবিধা হলেও তারা বাধ্য হয়েই এই ধর্মঘটে সামিল হয়েছেন। মূলত ৬ দফা দাবি কে সামনে রেখে তাদের এই ধর্মঘট চলছে। তাদের মুখ্য দাবি ভারতে মোটর ভেহিকাল আইন অনুযায়ী যে অতিরিক্ত ওজন বহন করা যায় সেটা লাগু করা, অবিলম্বে পেট্রোল ডিজেলের উপরে জিএসটি চালু করা, থার্ড পার্টি ইন্সুরেন্স এর খরচ কমানো, ডাকবাবু, সিভিক পুলিশ, আরটিওর জুলুমবাজি অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি আরো জানান যতদিন না তাদের এই সমস্যার সমাধান না হবে ততদিন এই ধর্মঘট চলবে। সংগঠনের তরফে জানানো হয়েছে শালিমারে ১০০০ টি ট্রাক, টেম্পো শামিল হয়েছে। ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক এসোসিয়েশনের ডাকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তাতে তারাও শামিল হয়েছেন। তাদের আরো অভিযোগ রাস্তায় গাড়ি বের করলে পুলিশের জুলুম এত বেড়েছে যে গাড়ি চালানো দুঃসাধ্য হয়ে পড়েছে। অথচ কোথাও বন্যা হলে, ভূমিকম্প হলে ট্রাক মালিকেরাই এগিয়ে যায়। আজ তাদের নূন্যতম সন্মান টুকুও নেই। মানুষের অসুবিধা হলেও তারা বাধ্য হয়ে এই ধর্মঘটে শামিল হয়েছেন। এই ধর্মঘট চালু থাকবে সমস্যাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত।এদিকে এই ট্রাক ধর্মঘট চললে বাড়তে পারে জিনিসের দাম। বাড়তে পারে সবজি ও আমদানিকৃত মাছের দাম। যা দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে ব্যবসায়ীদের কপালেBody:BConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.