ETV Bharat / state

Bharat Gaurav Train: ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেনে 'দক্ষিণ ভারত' যাত্রার ব্যবস্থা - ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেনে

ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেনে 'দক্ষিণ ভারত' যাত্রার ব্যবস্থা পূর্ব রেলের। পুজোর পরেই যাত্রা শুরু ৷ ইকনমি ক্লাসে 580টি আসন, স্ট্যান্ডার্ড ক্লাস (থ্রি এসি) 70টি আসন, কমফর্ট ক্লাস (থ্রি এসি ) 140টি আসনের ব্যবস্থা রয়েছে 'ভারত গৌরব' পর্যটক স্পেশাল ট্রেনটিতে ।

Etv Bharat
ভারত গৌরব
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 6:53 AM IST

Updated : Sep 8, 2023, 8:14 AM IST

হাওড়া, 7 সেপ্টেম্বর: পর্যটক টানতে বড় পদক্ষেপ রেলের ৷ 'ভারত গৌরব' পর্যটক স্পেশাল ট্রেন চালুর কথা ঘোষণা করল রেল ৷ ঝাড়খন্ড থেকে দক্ষিণ ভারত যাওয়ার ব্যবস্থা হল। 'এক ভারত শ্রেষ্ঠ ভারত' এবং 'দেখো আপনা দেশ' প্রকল্পের অধীনে এই স্পেশাল টুরিস্ট ট্রেনে তিরুপতি মন্দির থেকে শুরু করে মীনাক্ষী মন্দির-রামেশ্বরম - কন্যাকুমারী -ত্রিবান্দ্রম দর্শন করা যাবে। বৃহস্পতিবার আইআরসিটিসি-র গ্রুপ জেনারেল ম্যানেজার জাফর আজম ও পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এমনটাই জানিয়েছেন ৷

গোদ্দা স্টেশন থেকে এই সফর 25 অক্টোবর শুরু হবে । 12 দিন 11 রাতের যাত্রাতে ভাগলপুর, কাহালগাঁওন, সাহিবগঞ্জ, বাড়হারোয়া, পাকুড়, রামপুরহাট ,বোলপুর, শান্তিনিকেতন, বর্ধমান, কলকাতা, খড়্গপুর, বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর, খুড়দা রোড জংশন স্টেশনে যাত্রীরা ওঠা-নামা করতে পারবেন । আপাতত এই ট্রেনে তিনটি প্যাকেজ রাখা হয়েছে । ইকনমি ক্লাসের জন্য থাকছে 580টি আসন। স্ট্যান্ডার্ড ক্লাসে (থ্রি এসি) থাকছে 70টি আসন। পাশাপাশি, কমফর্ট ক্লাসে (থ্রি এসি ) থাকছে 140টি আসনের ব্যবস্থা রয়েছে 'ভারত গৌরব' পর্যটক স্পেশাল ট্রেনটিতে ।

আরও পড়ুন: পুজোর ছুটিতে প্রকৃতির আরও কাছে যাবেন ? ডেস্টিনেশন হোক অপরূপ সুন্দর পাহাড়ি গ্রাম দাঁড়াগাঁও

পর্যটকদের জন্য হোটেল থেকে শুরু করে চারপাশটা ঘুরে দেখার ব্যবস্থা করেছে রেল ৷ ইকনমি ক্লাসের যাত্রীর জন্য থাকছে নন-এসি বাজেট হোটেল ৷ পাশাপশি স্ট্যান্ডার্ড এবং কমফোর্ট বিভাগে বাতানকুল হোটেলের বন্দোবস্ত রয়েছে। ট্রেন থেকে নেমে পর্যটকদের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা।

ইকনমি এবং স্ট্যান্ডার্ড শ্রেণির যাত্রীরা নন-এসি বাসের সুবিধা পাবেন। কমফর্ট ক্লাসের ক্ষেত্রে বাতানকুল বাসের ব্যবস্থা থাকবে ৷ যাত্রীদের জন্য থাকবে সুস্বাদু নিরামিষ খাবার । এছাড়াও একজন দক্ষ ট্যুর গাইড, হাউসকিপিং স্টাফ , আনআর্মড সিকিউরিটি , সার্ভেলান্স ক্যামেরা, ট্রাভেল ইন্সুরেন্সের ব্যবস্থা রাখা হয়েছে। ইকনমি ক্লাসের প্যকেজ মূল্য জনপ্রতি 21 হাজার 300 টাকা। স্ট্যান্ডার্ড ক্লাসের প্যাকেজের খরচ 33 হাজার 300 টাকা। কমফর্ট ক্লাসের জন্য খরচ 36 হাজার 400 টাকা ধার্য করা হয়েছে। বিস্তারিত আরও তথ্যের জন্য 8595904077/ 8595904082 নম্বরে যোগা যোগ করতে হবে ৷

হাওড়া, 7 সেপ্টেম্বর: পর্যটক টানতে বড় পদক্ষেপ রেলের ৷ 'ভারত গৌরব' পর্যটক স্পেশাল ট্রেন চালুর কথা ঘোষণা করল রেল ৷ ঝাড়খন্ড থেকে দক্ষিণ ভারত যাওয়ার ব্যবস্থা হল। 'এক ভারত শ্রেষ্ঠ ভারত' এবং 'দেখো আপনা দেশ' প্রকল্পের অধীনে এই স্পেশাল টুরিস্ট ট্রেনে তিরুপতি মন্দির থেকে শুরু করে মীনাক্ষী মন্দির-রামেশ্বরম - কন্যাকুমারী -ত্রিবান্দ্রম দর্শন করা যাবে। বৃহস্পতিবার আইআরসিটিসি-র গ্রুপ জেনারেল ম্যানেজার জাফর আজম ও পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এমনটাই জানিয়েছেন ৷

গোদ্দা স্টেশন থেকে এই সফর 25 অক্টোবর শুরু হবে । 12 দিন 11 রাতের যাত্রাতে ভাগলপুর, কাহালগাঁওন, সাহিবগঞ্জ, বাড়হারোয়া, পাকুড়, রামপুরহাট ,বোলপুর, শান্তিনিকেতন, বর্ধমান, কলকাতা, খড়্গপুর, বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর, খুড়দা রোড জংশন স্টেশনে যাত্রীরা ওঠা-নামা করতে পারবেন । আপাতত এই ট্রেনে তিনটি প্যাকেজ রাখা হয়েছে । ইকনমি ক্লাসের জন্য থাকছে 580টি আসন। স্ট্যান্ডার্ড ক্লাসে (থ্রি এসি) থাকছে 70টি আসন। পাশাপাশি, কমফর্ট ক্লাসে (থ্রি এসি ) থাকছে 140টি আসনের ব্যবস্থা রয়েছে 'ভারত গৌরব' পর্যটক স্পেশাল ট্রেনটিতে ।

আরও পড়ুন: পুজোর ছুটিতে প্রকৃতির আরও কাছে যাবেন ? ডেস্টিনেশন হোক অপরূপ সুন্দর পাহাড়ি গ্রাম দাঁড়াগাঁও

পর্যটকদের জন্য হোটেল থেকে শুরু করে চারপাশটা ঘুরে দেখার ব্যবস্থা করেছে রেল ৷ ইকনমি ক্লাসের যাত্রীর জন্য থাকছে নন-এসি বাজেট হোটেল ৷ পাশাপশি স্ট্যান্ডার্ড এবং কমফোর্ট বিভাগে বাতানকুল হোটেলের বন্দোবস্ত রয়েছে। ট্রেন থেকে নেমে পর্যটকদের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা।

ইকনমি এবং স্ট্যান্ডার্ড শ্রেণির যাত্রীরা নন-এসি বাসের সুবিধা পাবেন। কমফর্ট ক্লাসের ক্ষেত্রে বাতানকুল বাসের ব্যবস্থা থাকবে ৷ যাত্রীদের জন্য থাকবে সুস্বাদু নিরামিষ খাবার । এছাড়াও একজন দক্ষ ট্যুর গাইড, হাউসকিপিং স্টাফ , আনআর্মড সিকিউরিটি , সার্ভেলান্স ক্যামেরা, ট্রাভেল ইন্সুরেন্সের ব্যবস্থা রাখা হয়েছে। ইকনমি ক্লাসের প্যকেজ মূল্য জনপ্রতি 21 হাজার 300 টাকা। স্ট্যান্ডার্ড ক্লাসের প্যাকেজের খরচ 33 হাজার 300 টাকা। কমফর্ট ক্লাসের জন্য খরচ 36 হাজার 400 টাকা ধার্য করা হয়েছে। বিস্তারিত আরও তথ্যের জন্য 8595904077/ 8595904082 নম্বরে যোগা যোগ করতে হবে ৷

Last Updated : Sep 8, 2023, 8:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.