জগাছা, 5 এপ্রিল : জীর্ণ শরীরে নির্যাতনের ক্ষতচিহ্ন ৷ পালিত বাবা-মায়ের অত্যাচার সহ্য করতে না পেরে ঘরছাড়ার সিদ্ধান্ত নিল ভাই ও বোন । শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে জগাছা থানার অন্তর্গত উনসানি আনন্দনগরে ।
পুলিশ সূত্রে খবর অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী অচিন্ত্যকুমার দাস তার স্ত্রীকে নিয়ে একটি দোতলা বাড়িতে থাকেন । 2013 সালে তাঁদের একমাত্র পুত্র আত্মহত্যা করে । এরপর 2014 সালে অচিন্ত্যবাবু যাবতীয় সরকারি নিয়ম মেনে লিলুয়া হোম থেকে একটি ছেলে ও একটি মেয়েকে দত্তক নেযন । এরপর ওই দুই ভাই-বোন ওই বাড়িতে থেকেই পড়াশোনা চালাতে থাকে । মেয়েটি একাদশ শ্রেণীতে পড়ে এবং ছেলেটি ষষ্ঠ শ্রেণীতে পড়ে । ওই দুজনের অভিযোগ বেশ কিছুদিন ধরে তাঁদের উপর অকথ্য শারীরিক এবং মানসিক অত্যাচার চালাত তাদের পালিত বাবা-মা ।
মারের চোটে সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে । তাদের আরও অভিযোগ ঠিকমতো খাবার দেওয়া হত না । প্রতিবেশীদের নজরে গোটা ঘটনাটা আসে । কিছুদিন আগে জগাছা থানার পুলিশ এসে ওই দুই বৃদ্ধ-বৃদ্ধাকে সতর্ক করে দিয়ে যায় । তাতেও সমস্যা মেটেনি । গতকাল অত্যাচার চরমে ওঠে । ওই দুই ভাই-বোনকে কাঁদতে দেখলে প্রতিবেশীরা ছুটে আসে ।
এক প্রতিবেশীর বক্তব্য, এ ঘটনা আজকের নয়, তিন-চার বছর ধরে চলছে অত্যাচার ৷ প্রতিবেশীরা সাবধান করেছে বহুবার, পুলিশও এসেছে দুবার, ফল হয়নি তাতে ৷ জগাছা থানায় খবর দেওয়া হয় । পুলিশ এসে ওই দুজনকে উদ্ধার করে নিয়ে যায় ।
পুলিশ সূত্রে খবর, দু'জনকেই চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে সরকারি হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । ওই দুই ভাই বোনকে মারধরের কথা স্বীকার করেছেন অচিন্ত্যবাবু । গোটা ঘটনাটা খতিয়ে দেখছে পুলিশ ।