ETV Bharat / state

রাতে বাড়ি ফেরার সময় তৃণমূলকর্মীকে কুপিয়ে খুন

প্রকাশ্যে খুন তৃণমূল কর্মী। অভিযোগের তীর BJP-র দিকে। BJP-র দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন।

howrah
author img

By

Published : Mar 24, 2019, 3:21 AM IST

হাওড়া, ২৪ মার্চ : তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে রাস্তায় কুপিয়ে খুন করা হল। তার নাম গোবিন্দ প্রামাণিক (৩৮)। এই ঘটনায় অভিযোগের তির স্থানীয় BJP নেতা-কর্মীদের দিকে। গোবিন্দর বাড়ি রাজাপুর থানা এলাকার কমলাচকে। সে পেশায় অটোচালক ছিল।

গোবিন্দ গতকাল রাতে অটো নিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় দুষ্কৃতীরা তার উপর হামলা চালায়। গোবিন্দকে তারা মারধর করার পর ধারালো অস্ত্র দিয়ে কোপায়। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থানে ছুটে গেলে দুষ্কৃতীরা চম্পট দেয়।

স্থানীয় বাসিন্দারা গোবিন্দকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।


গোবিন্দর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই গোবিন্দ তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিল। BJP-র নেতা-কর্মীরাই গোবিন্দকে খুন করেছে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

যদিও BJP-র তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের হাওড়া গ্রামীণ জেলার জেনেরাল সেক্রেটারি প্রত্যূষ মণ্ডলের পালটা দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই গোবিন্দকে খুন করা হয়েছে।

হাওড়া, ২৪ মার্চ : তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে রাস্তায় কুপিয়ে খুন করা হল। তার নাম গোবিন্দ প্রামাণিক (৩৮)। এই ঘটনায় অভিযোগের তির স্থানীয় BJP নেতা-কর্মীদের দিকে। গোবিন্দর বাড়ি রাজাপুর থানা এলাকার কমলাচকে। সে পেশায় অটোচালক ছিল।

গোবিন্দ গতকাল রাতে অটো নিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় দুষ্কৃতীরা তার উপর হামলা চালায়। গোবিন্দকে তারা মারধর করার পর ধারালো অস্ত্র দিয়ে কোপায়। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থানে ছুটে গেলে দুষ্কৃতীরা চম্পট দেয়।

স্থানীয় বাসিন্দারা গোবিন্দকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।


গোবিন্দর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই গোবিন্দ তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিল। BJP-র নেতা-কর্মীরাই গোবিন্দকে খুন করেছে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

যদিও BJP-র তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের হাওড়া গ্রামীণ জেলার জেনেরাল সেক্রেটারি প্রত্যূষ মণ্ডলের পালটা দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই গোবিন্দকে খুন করা হয়েছে।

প্রকাশ্য রাস্তায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, অভিযোগের তির বিজেপির দিকে উলুবেড়িয়া, ২৩ মার্চ: প্রকাশ্য রাস্তায় এক তৃনমূল কর্মীকে কুপিয়ে খুন। অভিযোগের তীর স্থানীয় বিজেপির দিকে। মৃত তৃণমূল কর্মীর নাম গোবিন্দ প্রামাণিক (৩৮)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি রাজাপুর থানা এলাকার কমলাচক এলাকার বাসিন্দা। পাশাপাশি আরো জানা গিয়েছে, পেশায় অটোচালক গোবিন্দ আজ রাতে অন্য দিনের মতোই নিজের অটো নিয়ে বাড়ি ফিরছিল। কিন্তু সেই সময় রাস্তার উপর ধারালো অস্ত্র নিয়ে তার উপর ঝাপিয়ে পড়ে এলাকার‌ই কয়েকজন দূস্কৃতি। এরপর গোবিন্দকে বেধড়ক মারধোরের পর ধারালো অস্ত্র দিয়ে কোপায় ওই দুষ্কৃতীরা। অন্যদিকে ততক্ষনে বিষয়টি দেখে কিছু স্থানীয় বাসিন্দা ছুটে এলে দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয়। এরপর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর মৃত গোবিন্দর পরিবারের লোকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরেই গোবিন্দ তৃনমূল করতো। এলাকায় সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিল সে। কিন্তু তার সক্রিয়তার কারণে বিজেপি সেভাবে উঠে দাঁড়াতে পারছিল না। তাই এলাকায় বি জে পি কে আনার জন্য‌ই গোবিন্দ প্রামাণিক কে খুন করা হয়েছে। যদিও বি জে পি পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপি হাওড়া গ্রামীণ জেলার জেনারেল সেক্রেটারি প্রত্যূষ মন্ডল জানিয়েছেন, তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই গোবিন্দ প্রামাণিক খুন হয়েছে। এই ঘটনার সঙ্গে বিজেপি কোনোভাবেই যুক্ত নয়।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.