হাওড়া, 12 ডিসেম্বর: রবিবার হাওড়ার শিবপুর থেকে দলীয় মিছিলে অংশ নিয়ে পঞ্চায়েত বিরোধী শূন্য করার কথা জানালেন সমবায় মন্ত্রী অরূপ রায় । তিনি জানান, পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে বিরোধী শূন্য করতে হবে । পাশাপাশি তিনি দাবি করেন, হাওড়া পৌর নিগম নির্বাচনেও তারা বিপুল ভোটে জয়ী হবেন ((State Minister Arup Roy Over Panchayet Election) ।
এছাড়াও মন্ত্রী জানান, রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বৈষম্য মূলক আচরণ ও বঞ্চনার বিরুদ্ধে তাঁরা পথে নেমেছেন । তাই আজকে শিবপুর থেকে ময়দান অবধি তাঁদের এই মিছিল চলছে । এর সঙ্গে পঞ্চায়েত অথবা পৌর নিগমের নির্বাচনের যোগ না থাকলেও মন্ত্রীর সাফ দাবি, তাঁরা পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুত । রাজ্যে বিরোধী শূন্য করে তারা পঞ্চায়েত দখল করবেন । এছাড়াও মন্ত্রী দাবি করেন, রবিবারের মিছিলে তিরিশ থেকে চল্লিশ হাজার কর্মী সমর্থকেরা উপস্থিত হয়েছেন ।
আরও পড়ুন: ভাষণে বেফাঁস মনোজ তিওয়ারি, চাইলেন ক্ষমা
যদিও মন্ত্রীর দাবিকে চ্যালেঞ্জ করে বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই জানান, আগামী পঞ্চায়েত নির্বাচনে বিরোধী শূন্য করার ডাক দিচ্ছেন মন্ত্রী অরূপ রায় ৷ এটা স্বাভাবিক, এর অর্থ আগের বারের মতো এবারও তৃণমূল বোমা, গুলি ও গুন্ডাবাহিনীকে কাজে লাগিয়ে পঞ্চায়েত দখল করার পরিকল্পনা করছে । বিগত 10 বছরের মধ্যে পঞ্চায়েতের মাধ্যমে জনগণের টাকা লুট করেছে তৃণমূল । চাল, ত্রিপল, রাস্তা, বাড়ি সব কিছুতেই দুর্নীতি করছে তৃণমূল । আবার সেই টাকা লুট করার জন্য যে কোনওভাবে পঞ্চায়েত দখল করতে চায় শাসক দল । অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে আর্থিক বেনিয়মের জন্যই টাকা আটকেছে কেন্দ্রীয় সরকার । প্রধানমন্ত্রী আবাস যোজনা, সড়ক যোজনা আর মনরেগা প্রকল্পে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তার জন্যই কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে বলে দাবি বিজেপি নেতার । এর পেছনে কোনও চক্রান্ত নেই । বরং সাধারণ মানুষের করে অর্থ যাতে লুট না হয় কেন্দ্রীয় সরকার সেই চেষ্টাই করছে ।