বাগনান, 17 জানুয়ারি : "চোরও কো আতি হে নজর সারি, জাহা চোর হে"। এভাবেই বিজেপির ভ্যাকসিন চোরের প্রতিক্রিয়া নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের । আজ নবাসন ফুটবল মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় । সেখানে তিনি যোগ দেন । তারপরে বাগনানে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে বিজেপিকে তোপ দাগেন মন্ত্রী ।
ফিরহাদ হাকিম বলেন, "কোরোনা ভ্যাকসিন বিজেপির বাপের টাকায় তৈরি নয় । কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে যে কর, জিএসটি, সেস সংগ্রহ করে সেই টাকায় কেনা হয়েছে এই ভ্যাকসিন । তাই কোরোনার ভ্যাকসিন পাওয়া এই রাজ্যের মানুষের মৌলিক অধিকার ।" তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, "ভ্যাকসিন নিয়ে বিজেপি নোংরা রাজনীতি করছে । এটা অশিক্ষিতদের রাজনীতি ।" তিনি আরও দাবি করেন, "যে পরিমাণ ভ্যাকসিন এই রাজ্যে পাঠানো হয়েছে তা প্রয়োজনের তুলনায় যৎসামান্য । অবিলম্বে আরও বেশি পরিমাণ ভ্যাকসিন এই রাজ্যে পাঠানো উচিত ।" তিনি অভিযোগের সুরে বলেন, "রাজ্যের মানুষকে বঞ্চিত করতে চাইছে কেন্দ্রীয় সরকার । আর বিজেপি এই ভ্যাকসিনকে কেন্দ্র করে নোংরা রাজনীতি করছে ।"
আরও পড়ুন : কোরোনার টিকা নিলেন করণদিঘির বিধায়ক মনোদেব সিংহ
তিনি কেন্দ্রীয় সরকারকে ফের হুঁশিয়ারি দিয়ে বলেন, "যদি তারা অবিলম্বে পর্যাপ্ত সংখ্যায় ভ্যাকসিন না পাঠাতে পারে, তাহলে বলে দিক । মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের মানুষের জন্য ভ্যাকসিন কেনার ব্যবস্থা করবে ।" গতকাল থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে । রাজ্যে কিছু জেলায় তালিকায় নাম না থাকার পরেও দলীয় নেতারা ভ্যাকসিন নেন । সেই প্রসঙ্গে মন্ত্রী বলেন, "এটা নিন্দনীয় কাজ । এটা হওয়া উচিত নয় । বড়ে বড়ে দেশো মে অ্যাইসি ছোটি ছোটি বাতে হোতি ব়্যাহেতি হে ।"
বাবুল সুপ্রিয় শাসকদলকে ভ্যাকসিন চোর বলে কটাক্ষ করেছেন । সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন, "যদি রাজ্যের মানুষকে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার কাজে বিজেপি তাদের চোর অপবাদ দেয়, তাতে তৃণমূল কংগ্রেস খুশি ।" পাশাপাশি আগামীকাল মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সফরে অধিকারী পরিবারের উপস্থিত না থাকা প্রসঙ্গে তিনি বলেন, "ওটা ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত ।"