হাওড়া, 3 অগাস্ট: যাঁদের তালাক দেওয়া হচ্ছে,তাঁদের পাশে সিদ্দিকুল্লাহ চৌধুরির দাঁড়ানো উচিত । আজ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরির তিন তালাক আইন নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে জবাব দিলেন BJP নেত্রী ইশরাত জাহান ।
আজ BJP নেত্রী বলেন, "যাঁদের তালাক দেওয়া হচ্ছে, ওঁর তাঁদের পাশে দাঁড়ানো উচিত । সেটা ও করলে মুসলিম মহিলাদের কোর্টের দরজায় কড়া নাড়তে হত না । কিন্তু তবুও আদালতের দরজায় তাঁদের গিয়ে দাঁডা়তে হয় । কারণ তাঁরা বিপদে পড়েন ।" তিনি আরও বলেন, "আমার যখন তালাক হয়েছিল, তখন বিচার পাওয়ার আশায় মুখ্যমন্ত্রীকে একাধিকবার চিঠি লিখেছিলাম । কিন্তু উনি মহিলা হয়েও নীরব থেকেছেন । আমি তাৎক্ষণিক তালাকের বিরোধী । তালাক নিয়ে দুপক্ষেরই সমান অধিকার আছে । " হাওড়া BJP যুবমোর্চার নেত্রী জানান, আসলে নতুন আইনে তিন বছরের সাজার কথা বলা হয়েছে । সেটা নিয়েই সমস্যা ।
আরও পড়ুন : "মহিলাদের কষ্ট বুঝলেন না দিদি", প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ ইশরাত
উল্লেখ্য, আজ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি বলেন, তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল মানেন না ৷ শরিয়তের নিয়ম মেনেই বজায় থাকবে তিন তালাক ৷