ETV Bharat / state

যাঁদের তালাক দেওয়া হচ্ছে, তাঁদের পাশে সিদ্দিকুল্লাহর দাঁড়ানো উচিত : ইশরাত - Ishrat react on siddiqullah comment

যাঁদের তালাক দেওয়া হচ্ছে,তাঁদের পাশে  সিদ্দিকুল্লাহ চৌধুরির দাঁড়ানো উচিত । মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরির তিন তালাক আইন নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে জবাব দিলেন BJP নেত্রী ইশরাত জাহান ।

ইশরাত জাহান
author img

By

Published : Aug 3, 2019, 11:33 PM IST

Updated : Aug 3, 2019, 11:44 PM IST

হাওড়া, 3 অগাস্ট: যাঁদের তালাক দেওয়া হচ্ছে,তাঁদের পাশে সিদ্দিকুল্লাহ চৌধুরির দাঁড়ানো উচিত । আজ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরির তিন তালাক আইন নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে জবাব দিলেন BJP নেত্রী ইশরাত জাহান ।

আজ BJP নেত্রী বলেন, "যাঁদের তালাক দেওয়া হচ্ছে, ওঁর তাঁদের পাশে দাঁড়ানো উচিত । সেটা ও করলে মুসলিম মহিলাদের কোর্টের দরজায় কড়া নাড়তে হত না । কিন্তু তবুও আদালতের দরজায় তাঁদের গিয়ে দাঁডা়তে হয় । কারণ তাঁরা বিপদে পড়েন ।" তিনি আরও বলেন, "আমার যখন তালাক হয়েছিল, তখন বিচার পাওয়ার আশায় মুখ্যমন্ত্রীকে একাধিকবার চিঠি লিখেছিলাম । কিন্তু উনি মহিলা হয়েও নীরব থেকেছেন । আমি তাৎক্ষণিক তালাকের বিরোধী । তালাক নিয়ে দুপক্ষেরই সমান অধিকার আছে । " হাওড়া BJP যুবমোর্চার নেত্রী জানান, আসলে নতুন আইনে তিন বছরের সাজার কথা বলা হয়েছে । সেটা নিয়েই সমস্যা ।

শুনুন ইশরাতের বক্তব্য

আরও পড়ুন : "মহিলাদের কষ্ট বুঝলেন না দিদি", প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ ইশরাত

উল্লেখ্য, আজ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি বলেন, তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল মানেন না ৷ শরিয়তের নিয়ম মেনেই বজায় থাকবে তিন তালাক ৷

হাওড়া, 3 অগাস্ট: যাঁদের তালাক দেওয়া হচ্ছে,তাঁদের পাশে সিদ্দিকুল্লাহ চৌধুরির দাঁড়ানো উচিত । আজ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরির তিন তালাক আইন নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে জবাব দিলেন BJP নেত্রী ইশরাত জাহান ।

আজ BJP নেত্রী বলেন, "যাঁদের তালাক দেওয়া হচ্ছে, ওঁর তাঁদের পাশে দাঁড়ানো উচিত । সেটা ও করলে মুসলিম মহিলাদের কোর্টের দরজায় কড়া নাড়তে হত না । কিন্তু তবুও আদালতের দরজায় তাঁদের গিয়ে দাঁডা়তে হয় । কারণ তাঁরা বিপদে পড়েন ।" তিনি আরও বলেন, "আমার যখন তালাক হয়েছিল, তখন বিচার পাওয়ার আশায় মুখ্যমন্ত্রীকে একাধিকবার চিঠি লিখেছিলাম । কিন্তু উনি মহিলা হয়েও নীরব থেকেছেন । আমি তাৎক্ষণিক তালাকের বিরোধী । তালাক নিয়ে দুপক্ষেরই সমান অধিকার আছে । " হাওড়া BJP যুবমোর্চার নেত্রী জানান, আসলে নতুন আইনে তিন বছরের সাজার কথা বলা হয়েছে । সেটা নিয়েই সমস্যা ।

শুনুন ইশরাতের বক্তব্য

আরও পড়ুন : "মহিলাদের কষ্ট বুঝলেন না দিদি", প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ ইশরাত

উল্লেখ্য, আজ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি বলেন, তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল মানেন না ৷ শরিয়তের নিয়ম মেনেই বজায় থাকবে তিন তালাক ৷

Intro:যাদের তালাক দেওয়া হচ্ছে তাদের কাছে গিয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত সিদ্দিকুল্লা চৌধুরীর। উনি সেটা করেন না। সেটা উনি করলে মুসলিম মহিলাদের কোর্টের দরজায় কড়া নাড়তে হত না। কিন্তু আদালতের দরজায় তাদের গিয়ে দাঁড়াতে হয় কারণ তারা বিপদে পড়েন। তাদের পাশে দাঁড়ায় না কেউ। আজ শিলিগুড়িতে তিন তালাক নিয়ে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা সিদ্দিকুল্লা চৌধুরীর সাংবাদিক সম্মেলন প্রসঙ্গে এই কথাই বলেন তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টে পিআইএল করি ইশরাত জাহান।
ETV ভারতের মুখোমুখি হয়ে তিনি বলেন, যখন আমার তালাকের ঘটনা ঘটেছিল আমি বিচার পাওয়ার আশায় মুখ্যমন্ত্রী মমতাদিদিকে একাধিক চিঠি লিখেছিলাম। কিন্তু উনি মহিলা হয়েও নীরব থেকেছেন একজন মহিলার দুঃখ দেখে। আমি কখনোই বলছি না তালাক হবে না। আমি তাৎক্ষণিক তালাকের বিরোধী। স্বামী স্ত্রী সামনাসামনি বসে তালাক নিয়ে যৌথ সিদ্ধান্ত নিক। দুপক্ষেরই সমান অধিকার আছে তালাক নিয়ে। Body:আমার কাছে এমন বহু কেস এসেছে যেখানে আমি তালাক নিয়ে স্বামী স্ত্রীর মীমাংসা করতে চেয়েছি। কিন্তু প্রত্যেকবারই স্বামী পক্ষ রাজি হয়নি। ফলে মহিলাদের বিপদের মুখে পড়তে হয়। সিদ্দিকুল্লা চৌধুরীর উচিত কেউ অকারণে তাৎক্ষণিক তালাক দিলে সবার আগে সেই মহিলার পাশে গিয়ে দাঁড়ানো। তাকে বিচার পাইয়ে দেওয়া তার কর্তব্য। আমি যখন এই কেস লড়া শুরু করি তখন উনি পাশে দাঁড়ালে আজ এই আইনের প্রয়োজন হত না। কেন আসেননি তিনি। কিসের ভয় রয়েছে তার মনে?আমাদের সমাজের পুরুষদেরকে ভয় পান তিনি? আসলে সমস্যা হয়েছে যেহেতু তাৎখনিক তালাক দিকে ৩ বছরের সাজা হচ্ছে। এটাই মূল সমস্যা। এছাড়াও আরশাদ ওয়েসীর মন্তব্য নিয়েও সমালোচনা করেন ইশরাত। তিনি বলেন, বিয়ে যদি কন্ট্রাক্ট হয় তবে সেটা কতদিনের? মাত্র ১০% লোক তালাক দেয়। তাহলে এই মুষ্টিমেয় সংখ্যার কাছেই কি বিয়ে একটা কন্ট্রাক্ট। বাকিদের কাছে নয়? নিকাহর সময় তো এনিয়ে কিছু লেখা হয়না।Conclusion:null
Last Updated : Aug 3, 2019, 11:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.