হাওড়া, 25 জুন: নচিকেতার গানের কথায়, 'সকলে সমস্বরে, একরাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর, চোর, চোর, চোর, চোর '। এ যেন ঠিক তাই । সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসকদল তৃণমূলের নেতা নেত্রীরা পঞ্চায়েত ভোটের প্রচারে গেলেই যাত্রা পথে 'চোর চোর ' বলে স্লোগান উঠেছে । এই স্লোগান থেকে বাদ যাননি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় নিজেও । ঠিক সেভাবেই শাসকদলের প্রার্থীর নামে চোর লেখা পোস্টার পড়ল । এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকাতে ।
ঘটনাটি হাওড়ার ডোমজুড় ব্লকের বাঁকড়া- 2 অঞ্চলের ৷ সেখানকার তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী শামসুল আলম তরফদারের বিরুদ্ধে এবার 'চোর' লেখা পোস্টার পড়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে বাঁকড়া এলাকায় উত্তেজনা ছড়ায় । কে বা কারা এই চোর লেখা পোস্টার দিয়েছে, তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা এলাকায় । যদিও এই ঘটনা প্রসঙ্গে হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ বলেন, "এটা বিরোধীদের কাজ । তারাই আমাদের সঙ্গে না পেরে উঠে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে । তবে এই কাজ যেই করে থাকুক উপযুক্ত তদন্ত করে অপরাধীদের সনাক্ত করা হবে ।"
আরও পড়ুন: 'পুলিশকে দিয়ে তৃণমূলের হার্মাদদের এনকাউন্টার করাব', হুঁশিয়ার বিজেপি বিধায়কের
যদিও হাওড়া জেলা পরিষদের ওই প্রার্থীর বিরুদ্ধে দলীয় নির্দেশ অবমাননা করার অভিযোগ উঠেছিল । পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে কোনও পোস্টারে বা প্রচারে কোনও প্রার্থী তাঁর নিজের ছবি ব্যবহার করতে পারবেন না । যদিও এক্ষেত্রে শামসুল আলম তরফদার তাঁর প্রচারে নিজের ছবি ব্যবহার করেছিলেন বলেও অভিযোগ ওঠে । যদিও সেই অভিযোগকে গুরুত্ব না দিয়ে এই প্রসঙ্গে জেলা সদর সভাপতি কল্যাণ ঘোষ বলেন, "প্রার্থী পরিচিতির জন্য উনি ছবি ব্যবহার করেছেন । এছাড়া অন্য কোনও ক্ষেত্রে ছবি ব্যবহার করা যাবে না ।" এছাড়া এই বিষয়ে আর কিছু বলতে চাননি সদর সভাপতি ।
তবে সদর সভাপতির অভিযোগকে উড়িয়ে দিয়ে বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই দাবি করেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই রাতের অন্ধকারে তাঁদের দলের প্রার্থীর দেওয়াল লিখনে চোর লিখে দিচ্ছে । শাসকদলের গোষ্ঠী দ্বন্দ্বের জন্যই এটা হচ্ছে । উমেশ আরও দাবি করেন, "চোরকে চোর ছাড়া আর কি লিখবে ! যার নামে লেখা হয়েছে খোঁজ নিলে দেখা যাবে তাঁর ভাবমূর্তি নিশ্চই ওই ধরনেরই আছে । তাই তাঁদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে । আর সঠিক তদন্ত হলে জানা যাবে চোরকে চোর কে লিখেছে ।"
আরও পড়ুন: নির্বাচনী প্রচারে তিনদিনের উত্তরবঙ্গ সফরে মমতা
প্রসঙ্গত, জেলা পরিষদের প্রার্থী শামসুল আলম তরফদার বাঁকড়া অঞ্চলের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি । শামসুল আলমের বিরুদ্ধে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ রয়েছে ৷ পাশাপাশি পঞ্চায়েতের মনোনয়ন পর্বের দিন আইএসএফ প্রার্থীকে মনোনয়ন দিতে বাধার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে । তিনি আইএসএফ প্রার্থীকে মারধর করেছিলেন বলেও অভিযোগ করা হয় ।