ETV Bharat / state

প্রতিবেশীদের বাড়িতে তালা লাগিয়ে চুরি শিবপুরে - police

হাওড়ার শিবপুর থানা এলাকার একটি বাড়িতে অভিনব কায়দায় চুরি। প্রতিবেশিদের বাড়িতে তালা লাগিয়ে একটি বাড়িতে চুরি করে ছাদের দরজা খুলে চম্পট দেয়।

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Feb 12, 2019, 9:31 PM IST

হাওড়া, ১২ ফেব্রুয়ারি : অভিনব কায়দায় চুরি হল হাওড়ার শিবপুরে। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটে শিবপুর থানা এলাকার ৭১ নম্বর বৈষ্ণবপাড়া লেনের একটি বাড়িতে। বাড়ির মালিক লক্ষ্মীকান্ত মশা কিছুদিন আগে চিকিৎসার জন্য বেঙ্গালুরু গেছেন। কয়েকদিন ধরে তাই তালাবন্ধ ছিল বাড়িটি।

আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান ওই বাড়ির দরজার সামনের তালা ভাঙা। কিন্তু দরজাটি ভিতর থেকে বন্ধ। এরপর খবর পেয়ে ঘটনাস্থানে আসে শিবপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়েছিল। তারপর চুরি করে ছাদের দরজা খুলে চম্পট দেয়।

এছাড়া যে বাড়িটিতে চুরি হয়েছে সেটির আশপাশের কয়েকটি বাড়িতেও দুষ্কৃতীরা বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছিল।

হাওড়া, ১২ ফেব্রুয়ারি : অভিনব কায়দায় চুরি হল হাওড়ার শিবপুরে। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটে শিবপুর থানা এলাকার ৭১ নম্বর বৈষ্ণবপাড়া লেনের একটি বাড়িতে। বাড়ির মালিক লক্ষ্মীকান্ত মশা কিছুদিন আগে চিকিৎসার জন্য বেঙ্গালুরু গেছেন। কয়েকদিন ধরে তাই তালাবন্ধ ছিল বাড়িটি।

আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান ওই বাড়ির দরজার সামনের তালা ভাঙা। কিন্তু দরজাটি ভিতর থেকে বন্ধ। এরপর খবর পেয়ে ঘটনাস্থানে আসে শিবপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়েছিল। তারপর চুরি করে ছাদের দরজা খুলে চম্পট দেয়।

এছাড়া যে বাড়িটিতে চুরি হয়েছে সেটির আশপাশের কয়েকটি বাড়িতেও দুষ্কৃতীরা বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছিল।

Mumbai, Feb 11 (ANI): After regaling fans with several chart toppers in recent years, singer-rapper Badshah will soon be seen in debutant director Shilpi Dasgupta's upcoming film starring Sonakshi Sinha. The yet untitled project is being produced by Bhushan Kumar, Mahaveer Jain and Mrighdeep Singh Lamba and is being written by Gautam Mehra. The cast has already started shoot in Punjab from January 25. Badshah, who will be essaying a character close to his real self, said, "I am extremely nervous however I have taken the leap. He adds, "The character is basically who I am in real life - a singer-rapper from Punjab who is happy go lucky, likes humour. All this and after lots of convincing I gave in and have agreed to do the role. The team has started shooting for the film in Punjab. The cast of the film includes Sonakshi Sinha along with Varun Sharma, Annu Kapoor, Kulbhushan Kharbanda and Nadira Babbar. The film is supposed to hit theatres on August 2.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.