ETV Bharat / state

আভিজাত্যের অর্ধশতক পেরিয়ে আজও রাজকীয় রাজধানী এক্সপ্রেসের - TRAIN

রাজধানী এক্সপ্রেসের ৫০ বছর পূর্তিতে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়েছিল হাওড়া স্টেশনে। কেক কেটে সবুজ পতাকা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব রেলের জেনেরাল ম্যানেজার হরেন্দ্রর রাও। যাত্রীদের হাতে গোলাপ ফুল, গ্রিটিংস কার্ড তুলে দেওয়া হয়।

ফাইল ফোটো
author img

By

Published : Mar 3, 2019, 11:32 PM IST

হাওড়া, ৩ মার্চ : ১০টি কোচ নিয়ে সেদিন হাওড়া থেকে নিউ দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল সে। প্রযুক্তিগত কারণে কানপুর, মোঘলসরাই ও গোমোতে থামলেও আভিজাত্যে সে ছিল পুরোদস্তুর ননস্টপ। তারপর কেটে গেছে ৫০ বছর। পরিষেবা থেকে গতি, সবকিছুতেই এসেছে পরিবর্তন। আশপাশে প্রতিযোগী এখন অনেক। তবু আভিজাত্যে, মর্যাদায় সে এখনও শিখরে। দেশের প্রথম রাজধানী এক্সপ্রেসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ বিশেষ অনুষ্ঠানের সাক্ষী ছিল হাওড়া স্টেশন।

সালটা ১৯৬৯ সালের ৩ মার্চ। দেশের প্রথম রাজধানী এক্সপ্রেস রওনা হয় হাওড়া থেকে নিউ দিল্লির উদ্দেশে। ১০ টি কামরার মধ্যে দুটি এসি ফার্স্ট ক্লাস, চারটি এসি চেয়ার কার, দুটি প্যান্ট্রি ও মালপত্রের কামরা ও দুটি পাওয়ার কার। গতি ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। প্রথমে হাওড়া থেকে চালু হলেও পরে গোটা দেশকে জুড়ে ছিল রাজধানী এক্সপ্রেস।

দেখতে দেখতে কেটে গেছে ৫০ বছর। সেদিনের সেই মুহূর্তকে মনে রাখতে আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে পূর্ব রেল। কেক কেটে সবুজ পতাকা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব রেলের জেনেরাল ম্যানেজার হরেন্দ্রর রাও। যাত্রীদের হাতে গোলাপ ফুল, গ্রিটিংস কার্ড তুলে দেওয়া হয়। রাজধানী এক্সপ্রেসে আজ যাত্রীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছিল রেল।
পূর্ব রেলের জেনেরাল ম্যানেজার হরেন্দ্রর রাও জানান, আগামীদিনে এই ট্রেনকে আরও উন্নত করা হবে। নজর দেওয়া হবে যাত্রী স্বাচ্ছন্দেও। তবে ৫০ বছরের উদযাপন এক নতুন অনুভূতি আনবে রেলকর্মী ও যাত্রীদের মধ্যে।

undefined

হাওড়া, ৩ মার্চ : ১০টি কোচ নিয়ে সেদিন হাওড়া থেকে নিউ দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল সে। প্রযুক্তিগত কারণে কানপুর, মোঘলসরাই ও গোমোতে থামলেও আভিজাত্যে সে ছিল পুরোদস্তুর ননস্টপ। তারপর কেটে গেছে ৫০ বছর। পরিষেবা থেকে গতি, সবকিছুতেই এসেছে পরিবর্তন। আশপাশে প্রতিযোগী এখন অনেক। তবু আভিজাত্যে, মর্যাদায় সে এখনও শিখরে। দেশের প্রথম রাজধানী এক্সপ্রেসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ বিশেষ অনুষ্ঠানের সাক্ষী ছিল হাওড়া স্টেশন।

সালটা ১৯৬৯ সালের ৩ মার্চ। দেশের প্রথম রাজধানী এক্সপ্রেস রওনা হয় হাওড়া থেকে নিউ দিল্লির উদ্দেশে। ১০ টি কামরার মধ্যে দুটি এসি ফার্স্ট ক্লাস, চারটি এসি চেয়ার কার, দুটি প্যান্ট্রি ও মালপত্রের কামরা ও দুটি পাওয়ার কার। গতি ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। প্রথমে হাওড়া থেকে চালু হলেও পরে গোটা দেশকে জুড়ে ছিল রাজধানী এক্সপ্রেস।

দেখতে দেখতে কেটে গেছে ৫০ বছর। সেদিনের সেই মুহূর্তকে মনে রাখতে আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে পূর্ব রেল। কেক কেটে সবুজ পতাকা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব রেলের জেনেরাল ম্যানেজার হরেন্দ্রর রাও। যাত্রীদের হাতে গোলাপ ফুল, গ্রিটিংস কার্ড তুলে দেওয়া হয়। রাজধানী এক্সপ্রেসে আজ যাত্রীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছিল রেল।
পূর্ব রেলের জেনেরাল ম্যানেজার হরেন্দ্রর রাও জানান, আগামীদিনে এই ট্রেনকে আরও উন্নত করা হবে। নজর দেওয়া হবে যাত্রী স্বাচ্ছন্দেও। তবে ৫০ বছরের উদযাপন এক নতুন অনুভূতি আনবে রেলকর্মী ও যাত্রীদের মধ্যে।

undefined
Intro:রাস্তার ধারে দাঁড়ানো এক কিশোরকে ধাক্কা মারল মন্ত্রী অরূপ রায়ের গাড়ি। আজ বিকেলে ঘটনাটি ঘটেছে হাওড়া ময়দান এলাকায়। এই ঘটনায় ওই কিশোর জখম হয়। তার নাম মোক্তার মোল্লা(১২)। ঘটনার পর কিছু স্থানীয় মানুষের উদ্যোগে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয় হাওড়া হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে। এদিকে আহত শিশুটিকে দেখতে হাসপাতালে আসেন মন্ত্রী অরূপ রায়।


Body:প্রত্যেকদিনের মত এদিনও বিকেলে হাওড়া করপোরেশনের মাঠে হাটতে যাচ্ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। কিন্তু হাওড়া ময়দান এলাকায় তার গাড়ি যাওয়ার সময় বিকেল ৪টে নাগাদ হঠাৎই ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়ানো একটি বছর বারোর কিশোরকে। তার পায়ের উপর দিয়ে চলে যায় মন্ত্রীর গাড়ির চাকা। ঘটনাস্থলে চিৎকার করে ওঠে ওই কিশোর। অভিযোগ, আহতকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ওই কিশোরের মা মন্ত্রীর গাড়ির চালককে আবেদন জানান। কিন্তু প্রত্যুত্তরে 'না' জবাব আসে তাদের কাছে। এমনকি গাড়ির চালক ৫০০ টাকা দিয়ে দায় ঝাড়ার চেষ্টাও করে বলেও অভিযোগ। এদিকে আহত কিশোরটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে আসেন কিছু স্থানীয় মানুষ। সেখানেই চিকিৎসার জন্য ভর্তি করা হয় আহতকে। অন্যদিকে, এই ঘটনার প্রায় ঘন্টা দুয়েক পর হাসপাতালে আহত কিশোরটিকে দেখতে আসেন মন্ত্রী। সেখানে মোক্তারের সঙ্গে কথা বলেন তিনি। চিকিৎসার সমস্ত রকম আশ্বাস দেন আহতের পরিবারকে। পাশাপাশি এই ধরণের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এতে চালকের দোষ ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। এমনকি ৫০০ টাকা দিয়ে যে দায় ঝাড়ার চেষ্টা করেছে তাজে শনাক্ত করে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনাস্থল থেকে কেন মন্ত্রীর গাড়ি আহতকে হাসপাতালে নিয়ে এলোনা বা হাসপাতালে এত দেরিতে কেন মন্ত্রী এলেন তা নিয়ে উঠছে প্রশ্ন।


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.