ETV Bharat / state

শ্যামপুরে 14 দিনের কন্যাসন্তানের রহস্যমৃত্যু, পুকুর থেকে দেহ উদ্ধার - শ্যামপুরে সদ্যজাতের দেহ উদ্ধার

গতকাল ভোরবেলায় পুকুর থেকে উদ্ধার হয় সদ্যোজাত শিশুকন্যার দেহ ৷ হাওড়ার শ্যামপুরের ঘটনা ৷ তদন্তে নেমেছে পুলিশ ৷

shyampur
শ্যামপুরে কন্যা সন্তানের রহস্য মৃত্যু
author img

By

Published : Aug 26, 2020, 2:31 PM IST

শ্যামপুর, 26 অগাস্ট : বাড়ির পাশের পুকুর থেকে সদ্যোজাত শিশুকন্যার দেহ উদ্ধার ৷ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ৷ দেহ ময়নাতদন্তের জন্য পুলিশ ঝুমঝুমি ব্লক হাসপাতালে পাঠিয়েছে ৷ ঘটনাটি গ্রামীণ হাওড়া জেলার শ্যামপুরের মর্শাল গ্রামের তেঁতুলতলায় ৷

তেঁতুলতলায় বাড়ি সায়ন মাঝির ৷ তাঁর স্ত্রী সানিয়া মাঝি ৷ দোতলার বাড়ির উপরতলায় 14 দিনের কন্যাসন্তানকে নিয়ে থাকতেন ৷ নিচের তলায় থাকতেন সায়ন মাঝির বাবা ও মা ৷ পরিবার সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে সানিয়া মাঝি বাথরুমে যান ৷ ফিরে এসে দেখেন বিছানায় কন্যাসন্তান নেই ৷ চারিদিকে খোঁজাখুঁজি করতে শুরু করে পরিবারের সদস্যরা ৷

স্থানীয়রা জানায়, পরে ভোরের দিকে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির নিথর দেহ ভাসতে দেখা যায় ৷ খবর দেওয়া হয় শ্যামপুর থানায় ৷ পুলিশ এসে শিশুর দেহ উদ্ধার করে ৷ ময়নাতদন্তে পাঠায় ৷ ঘটনায় সায়ন মাঝি ও তাঁর বাবাকে পুলিশ আটক করেছে ৷ কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে থানায় জিজ্ঞাসাবাদ চলছে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

শ্যামপুর, 26 অগাস্ট : বাড়ির পাশের পুকুর থেকে সদ্যোজাত শিশুকন্যার দেহ উদ্ধার ৷ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ৷ দেহ ময়নাতদন্তের জন্য পুলিশ ঝুমঝুমি ব্লক হাসপাতালে পাঠিয়েছে ৷ ঘটনাটি গ্রামীণ হাওড়া জেলার শ্যামপুরের মর্শাল গ্রামের তেঁতুলতলায় ৷

তেঁতুলতলায় বাড়ি সায়ন মাঝির ৷ তাঁর স্ত্রী সানিয়া মাঝি ৷ দোতলার বাড়ির উপরতলায় 14 দিনের কন্যাসন্তানকে নিয়ে থাকতেন ৷ নিচের তলায় থাকতেন সায়ন মাঝির বাবা ও মা ৷ পরিবার সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে সানিয়া মাঝি বাথরুমে যান ৷ ফিরে এসে দেখেন বিছানায় কন্যাসন্তান নেই ৷ চারিদিকে খোঁজাখুঁজি করতে শুরু করে পরিবারের সদস্যরা ৷

স্থানীয়রা জানায়, পরে ভোরের দিকে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির নিথর দেহ ভাসতে দেখা যায় ৷ খবর দেওয়া হয় শ্যামপুর থানায় ৷ পুলিশ এসে শিশুর দেহ উদ্ধার করে ৷ ময়নাতদন্তে পাঠায় ৷ ঘটনায় সায়ন মাঝি ও তাঁর বাবাকে পুলিশ আটক করেছে ৷ কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে থানায় জিজ্ঞাসাবাদ চলছে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.