হাওড়া, 25 সেপ্টেম্বর: মহালয়ার দিন অর্থাৎ রবিবার দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর ছবি নিয়ে তর্পণ করেন মদন মিত্র (Suvendu adhikari slams Madan Mitra on Mahalaya Tarpan issue) ৷ সেই ইস্যুতে এবার মদন মিত্রকে একহাত নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "পিতৃ ও মাতৃকুলের উদ্দেশ্যে তর্পণ করে মানুষ ৷ সেই দিক থেকে দেখতে গেলে আমি আর দিলীপ ঘোষ তৃণমূলের বাপের জায়গাতে চলে গিয়েছি ৷ তাই আজকে আমাদের ছবি নিয়ে তর্পণ করেছে ৷"
রবিবার উত্তর হাওড়ায় দলীয় কর্মসূচিতে (Suvendu Adhikari at Howrah) এসে তিনি আরও জানান, এই পঞ্চায়েত নির্বাচনে যদি কোথাও মনোনয়ন দিতে শাসকদল আটকায় । সেখানে তিনি নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা করাবেন ।
তাঁর কথায়, "হিন্দু বুথে বিজেপি জিতবে ৷ তবে সংখ্যালঘু বুথে যেই জিতুক না কেন সংখ্যালঘুরা তৃণমূলকে ভোট দেবে না । এদের শুধু ব্যবহার করছে শাসকদল । মানুষ এখন চায় 'ঘুষ মুক্ত মেধাযুক্ত কর্মসংস্থান'। দুর্নীতি আর চুরি এবারে সবচেয়ে বড় ইস্যু ।"
আরও পড়ুন : 'ডিসেম্বরের পরে এই সরকার চলবে না, চলতে দেওয়া হবে না', হুংকার শুভেন্দুর