হাওড়া, 5 ডিসেম্বর: মঙ্গলবার হাওড়ায় দলীয় কর্মসূচিতে এসে মমতা সরকারের 'রাজ্য সংগীত' চালু করার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে 'জাতীয়তা বিরোধী' বলে মন্তব্য করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন আক্রমণাত্মক সুরে তিনি বলেন, "রবীন্দ্রনাথ ঠাকুর 135 কোটি দেশবাসীর জন্য জাতীয় সংগীত লিখে গিয়েছেন, যা আমরা গেয়ে থাকি। আর উনি পাকিস্তানে ভারত এয়ার স্ট্রাইক করলে তার প্রমাণ চান। রাজ্যে সেনাবাহিনী মহড়া করলে নবান্নে বসে বলেন আমার রাজ্য দখল করে নিচ্ছে। ওনার কাজে এটা প্রমাণিত উনি 'জাতীয়তা বিরোধী'।"
এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজার সঙ্গে তুলনা করে শুভেন্দু আরও বলেন, "মুখ্যমন্ত্রীর পরিবারের বিবাহে উপস্থিত থাকতে 28 জন সরকারি হাসপাতালের চিকিৎসকদের রাজ বৈদ্যের মতো পাঠানো হয়েছে। আমরা আগে রাজার জন্য রাজ বৈদ্যর কথা পড়েছি। এখন সরকারি হাসপাতালের 28 জন চিকিৎসককে সরকারি নির্দেশ জারি করে কার্শিয়াং পাঠানো হয়েছে।"
সোমবার রাজ্যের মন্ত্রী এনসিআরবি রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ অপেক্ষাকৃত কম অপরাধপ্রবণ রাজ্য বলে দাবি করেন ৷ এদিন সেই বক্তব্য কার্যত উড়িয়ে দিয়ে শুভেন্দু পালটা প্রশ্ন তোলেন, "আমি থিয়োরিতে বিশ্বাসী নয়, বিশ্বাস করি বাস্তবকে। 2021-এর নির্বাচন হওয়ার পর এক লক্ষ হিন্দুকে কেন ঘর ছাড়া হতে হয়েছিল, কেন মানস সাহা-সহ 57 জন বিজেপি কর্মীর হত্যা হয়েছিল ? পঞ্চায়েত নির্বাচনে 55 জনের মৃত্যু হয়েছে কেন ? যেখানে দেশে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন সম্পন্ন হলেও কারও মাথাও ফাটেনি, সেখানে এই রাজ্যে নির্বাচনে এত হিংসা কেন জানতে চাই।"
এছাড়াও মঙ্গলবার শুভেন্দু 'ইন্ডিয়া' জোট প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, "ইন্ডিয়া জোটের পিন্ডি চটকে গিয়েছে। আমি ওই জোটের নেতাদের বলব গয়াতে গিয়ে পিন্ডি দেওয়ার কাজটা শেষ করে আসুন।" তিনি আরও বলেন, "আমরা বলছি মমতা চোর। রাজ্যে ও কেন্দ্রে মন্ত্রিসভার গঠন কাদের নিয়ে হবে সেটা সেই রাজ্যের বা কেন্দ্রের সাংবিধানিক প্রধান ঠিক করেন। এখানে রাজ্যপাল হস্তক্ষেপ করতে পারেন না। রাজ্যে যে চুরি ও দুর্নীতি হয়েছে তার দায় মুখ্যমন্ত্রীকেও নিতে হবে। মমতার মন্ত্রিসভা বলে ক্ষীর খাব, আর তাঁর মন্ত্রীদের অধীনে থাকা দফতরে দুর্নীতি হলে তার দায় নেব না ! এক যাত্রায় পৃথক ফল হয় না।"
আরও পড়ুন