ETV Bharat / state

Sukanta Majumdar: অপরাধীদের ইডি-সিবিআইয়ের থেকে বাঁচাতেই সিআইডির তৎপরতা, তোপ সুকান্তের - কয়লা পাচার কাণ্ড

অপরাধীরা যাতে ইডি এবং সিবিআইয়ের হাতে ধরা না পড়ে সে জন্যই রাজ্য সরকার সিআইডিকে দিয়ে তড়িঘড়ি তদন্ত করাচ্ছে ৷ রাজ্যে কয়লা কাণ্ডে (Coal scam case) সিআইডির তৎপরতা (CID activity) নিয়ে এ কথা বললেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

sukanta-majumdar-slams-state-govt-over-cid-activity-in-coal-scam-case
থাম্বনেইল
author img

By

Published : Sep 27, 2022, 8:06 PM IST

হাওড়া, 27 সেপ্টেম্বর: অপরাধীরা যাতে ইডি ও সিবিআই-এর হাত ধরা না পড়ে, সে জন্যই রাজ্য সরকার সিআইডি-কে দিয়ে তড়িঘড়ি তদন্ত করাচ্ছে ৷ রাজ্যে কয়লা পাচার কাণ্ডে (Coal scam case) সিআইডির তৎপরতা নিয়ে এ ভাবের রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)৷

আজ হাওড়ার শিয়ালডাঙা এলাকার ইচ্ছাপুরে দলীয় কর্মসূচিতে এসে রাজ্য সরকারকে একহাত নেন সুকান্ত মজুমদার । তিনি বলেন, "রাজ্যে কয়লা ও অন্যান্য দুর্নীতিতে অভিযুক্তরা যাতে কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই-এর হাতে ধরা না পড়ে, সে জন্যই রাজ্য সরকার সিআইডি দিয়ে তদন্ত শুরু করেছে । সবাই যদি কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার হয়, তাহলে সরকার কে চালাবে ?"

তিনি আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ইডি ও সিবিআই নির্দিষ্ট প্রোটোকল অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে । তবে বাতানুকূল গাড়িতে কেন তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে, এই প্রসঙ্গে সুকান্ত বলেছেন, বিষয়টি আদালতের বিচারাধীন । তাঁরাই এটা দেখবেন ।

আরও পড়ুন: একডালিয়া এভারগ্রিনে 'সুব্রতদা'কে সামনে রেখে কেন্দ্রীয় এজেন্সিকে তোপ মমতার

আজ মুখ্যমন্ত্রীর মিম করার অপরাধে গ্রেফতারের ঘটনার নিন্দা করেছেন সুকান্ত ৷ তাঁর মতে, এটা বাক-স্বাধীনতার উপরে হস্তক্ষেপ । পাশাপাশি তিনি দাবি করেন, তাঁর নামেও শাসক দলের নেতারা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেন । আর মুখ্যমন্ত্রী নিজেও প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে হোঁদল কুতকুত-সহ বিভিন্ন ভাষায় অপমান করেছেন । তাহলে তাঁকেও গ্রেফতার করা উচিত বলে মত বিজেপির রাজ্য সভাপতির । এই রাজ্যে গণতন্ত্র অবশিষ্ট নেই বলে দাবি করেছেন তিনি ।

এ দিন যোগ্য চাকরি প্রার্থীদের দাবিকে পূর্ণ সমর্থন জানিয়ে সুকান্ত বলেন, "সকলে যখন মাতৃ বন্দনাতে মেতে উঠতে চলেছে, তখন চাকরি প্রার্থীরা তাঁদের সন্তান-সন্ততিদের বাড়িতে ফেলে রেখে ধর্নায় বসে আছেন । এটা খুবই দৃষ্টিকটূ ।" এছাড়াও মদন মিত্রকে জোকার বলে দাবি করে সুকান্ত বলেন, মন্ত্রিত্ব না পেয়ে তাঁর মাথা খারাপ হয়ে গিয়েছে ।

হাওড়া, 27 সেপ্টেম্বর: অপরাধীরা যাতে ইডি ও সিবিআই-এর হাত ধরা না পড়ে, সে জন্যই রাজ্য সরকার সিআইডি-কে দিয়ে তড়িঘড়ি তদন্ত করাচ্ছে ৷ রাজ্যে কয়লা পাচার কাণ্ডে (Coal scam case) সিআইডির তৎপরতা নিয়ে এ ভাবের রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)৷

আজ হাওড়ার শিয়ালডাঙা এলাকার ইচ্ছাপুরে দলীয় কর্মসূচিতে এসে রাজ্য সরকারকে একহাত নেন সুকান্ত মজুমদার । তিনি বলেন, "রাজ্যে কয়লা ও অন্যান্য দুর্নীতিতে অভিযুক্তরা যাতে কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই-এর হাতে ধরা না পড়ে, সে জন্যই রাজ্য সরকার সিআইডি দিয়ে তদন্ত শুরু করেছে । সবাই যদি কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার হয়, তাহলে সরকার কে চালাবে ?"

তিনি আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ইডি ও সিবিআই নির্দিষ্ট প্রোটোকল অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে । তবে বাতানুকূল গাড়িতে কেন তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে, এই প্রসঙ্গে সুকান্ত বলেছেন, বিষয়টি আদালতের বিচারাধীন । তাঁরাই এটা দেখবেন ।

আরও পড়ুন: একডালিয়া এভারগ্রিনে 'সুব্রতদা'কে সামনে রেখে কেন্দ্রীয় এজেন্সিকে তোপ মমতার

আজ মুখ্যমন্ত্রীর মিম করার অপরাধে গ্রেফতারের ঘটনার নিন্দা করেছেন সুকান্ত ৷ তাঁর মতে, এটা বাক-স্বাধীনতার উপরে হস্তক্ষেপ । পাশাপাশি তিনি দাবি করেন, তাঁর নামেও শাসক দলের নেতারা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেন । আর মুখ্যমন্ত্রী নিজেও প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে হোঁদল কুতকুত-সহ বিভিন্ন ভাষায় অপমান করেছেন । তাহলে তাঁকেও গ্রেফতার করা উচিত বলে মত বিজেপির রাজ্য সভাপতির । এই রাজ্যে গণতন্ত্র অবশিষ্ট নেই বলে দাবি করেছেন তিনি ।

এ দিন যোগ্য চাকরি প্রার্থীদের দাবিকে পূর্ণ সমর্থন জানিয়ে সুকান্ত বলেন, "সকলে যখন মাতৃ বন্দনাতে মেতে উঠতে চলেছে, তখন চাকরি প্রার্থীরা তাঁদের সন্তান-সন্ততিদের বাড়িতে ফেলে রেখে ধর্নায় বসে আছেন । এটা খুবই দৃষ্টিকটূ ।" এছাড়াও মদন মিত্রকে জোকার বলে দাবি করে সুকান্ত বলেন, মন্ত্রিত্ব না পেয়ে তাঁর মাথা খারাপ হয়ে গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.