ETV Bharat / state

Sukanta Majumdar on Howrah amendment bill: গর্হিত অপরাধ করেছে রাজ্য, হাওড়া সংশোধনী বিল নিয়ে তোপ সুকান্তের - সুকান্ত মজুমদার

হাওড়া সংশোধনী বিল নিয়ে রাজ্যের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar on Howrah amendment bill)।

Sukanta Majumdar slams Bengal govt over Howrah civic body amendment bill
গর্হিত অপরাধ করেছে রাজ্য, হাওড়া সংশোধনী বিল নিয়ে তোপ সুকান্তের
author img

By

Published : Dec 26, 2021, 4:37 PM IST

হাওড়া, 26 ডিসেম্বর: রাজ্য সরকার (Sukanta Majumdar slams Bengal govt) হাইকোর্টে মিথ্যে কথা বলে গর্হিত অপরাধ করেছে ৷ হাওড়া সংশোধনী বিল নিয়ে রাজ্যকে এই ভাষাতেই একহাত নিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar on Howrah amendment bill)।

আজ হাওড়া সদর বিজেপির দলীয় অনুষ্ঠানে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপির রাজ্য সভাপতি । তিনি দাবি করেন, তাঁর সঙ্গে এ বিষয়ে রাজ্যপালের কথা হয়েছে । তিনি ওই বিলে (Howrah civic body amendment bill news) এখনও সই করেননি । সুকান্তের দাবি, বিলে রাজ্যপালের সই হয়ে গিয়েছে - একথা বলে হাইকোর্টে মিথ্যাচার করেছে রাজ্য সরকার ।

আরও পড়ুন: HMC (Amendment) Bill : হাওড়া পৌরনিগম সংশোধনী বিল বিবেচনাধীন, বিভ্রান্তি দূর করে জানালেন রাজ্যপাল

গতকাল বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে 5 জন বিধায়ক বেরিয়ে যান । যা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে দলবদল নিয়ে জল্পনা শুরু হয়েছে । সেই জল্পনায় জল ঢেলে সুকান্ত মজুমদার দাবি করেন যে, ওই 5 জনের সঙ্গেই তাঁর কথা হয়েছে । তাঁরা স্বীকার করেছেন তাঁদের সঙ্গে দলের ভুল বোঝাবুঝি হয়েছে । তাঁরা আলোচনা করে এই ভুল বোঝাবুঝি মেটানোর আবেদন করেছেন তাঁর কাছে । শিগগিরই ওই পাঁচজনের সঙ্গে বসে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিজেপি সভাপতি ।

হাওড়ায় বিজেপির দলীয় অনুষ্ঠানে সুকান্ত

আরও পড়ুন : Suvendu Adhikari on Howrah civic bill : হাওড়া-বিলে রাজ্যপালের সই নিয়ে বিভ্রান্তি, রাজ্যের দাবি খারিজ শুভেন্দুর

বিজেপি মতুয়াদের যথাযথ মর্যাদা দেয়নি বলে যে অভিযোগ বিভিন্ন মহলে উঠেছে, সে প্রসঙ্গে সুকান্ত মজুমদারের যুক্তি, বনগাঁর নির্বাচিত সাংসদ তথা মতুয়া সম্প্রদায়ের বিশিষ্ট নেতা শান্তনু ঠাকুরকে দল কেন্দ্রীয় মন্ত্রীত্বে নিয়ে এসেছে । পাশাপাশি আরেকজন মতুয়া সম্প্রদায়ের নেতা ডা. মুকুটমণি অধিকারীকে রাষ্ট্রীয় কার্যকরী কমিটির সদস্য করা হয়েছে । যদি দল মতুয়া সম্প্রদায়কে সম্মান না দিত, তাহলে এঁদেরকে গুরুত্ব দিত না বলেই দাবি করেন তিনি । তিনি আরও বলেন, ‘‘এখনও বিজেপির রাজ্য কমিটি তৈরি সম্পূর্ণ হয়নি । শুধুমাত্র মূল 31 জনের রাজ্য কমিটি তৈরি হয়েছে । মোট রাজ্য কমিটি 100 জন সদস্য নিয়ে তৈরি হয় ।’’ শিগগিরই তা তৈরি হয়ে যাবে বলে দাবি করেন সুকান্ত মজুমদার ।

হাওড়া, 26 ডিসেম্বর: রাজ্য সরকার (Sukanta Majumdar slams Bengal govt) হাইকোর্টে মিথ্যে কথা বলে গর্হিত অপরাধ করেছে ৷ হাওড়া সংশোধনী বিল নিয়ে রাজ্যকে এই ভাষাতেই একহাত নিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar on Howrah amendment bill)।

আজ হাওড়া সদর বিজেপির দলীয় অনুষ্ঠানে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপির রাজ্য সভাপতি । তিনি দাবি করেন, তাঁর সঙ্গে এ বিষয়ে রাজ্যপালের কথা হয়েছে । তিনি ওই বিলে (Howrah civic body amendment bill news) এখনও সই করেননি । সুকান্তের দাবি, বিলে রাজ্যপালের সই হয়ে গিয়েছে - একথা বলে হাইকোর্টে মিথ্যাচার করেছে রাজ্য সরকার ।

আরও পড়ুন: HMC (Amendment) Bill : হাওড়া পৌরনিগম সংশোধনী বিল বিবেচনাধীন, বিভ্রান্তি দূর করে জানালেন রাজ্যপাল

গতকাল বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে 5 জন বিধায়ক বেরিয়ে যান । যা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে দলবদল নিয়ে জল্পনা শুরু হয়েছে । সেই জল্পনায় জল ঢেলে সুকান্ত মজুমদার দাবি করেন যে, ওই 5 জনের সঙ্গেই তাঁর কথা হয়েছে । তাঁরা স্বীকার করেছেন তাঁদের সঙ্গে দলের ভুল বোঝাবুঝি হয়েছে । তাঁরা আলোচনা করে এই ভুল বোঝাবুঝি মেটানোর আবেদন করেছেন তাঁর কাছে । শিগগিরই ওই পাঁচজনের সঙ্গে বসে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিজেপি সভাপতি ।

হাওড়ায় বিজেপির দলীয় অনুষ্ঠানে সুকান্ত

আরও পড়ুন : Suvendu Adhikari on Howrah civic bill : হাওড়া-বিলে রাজ্যপালের সই নিয়ে বিভ্রান্তি, রাজ্যের দাবি খারিজ শুভেন্দুর

বিজেপি মতুয়াদের যথাযথ মর্যাদা দেয়নি বলে যে অভিযোগ বিভিন্ন মহলে উঠেছে, সে প্রসঙ্গে সুকান্ত মজুমদারের যুক্তি, বনগাঁর নির্বাচিত সাংসদ তথা মতুয়া সম্প্রদায়ের বিশিষ্ট নেতা শান্তনু ঠাকুরকে দল কেন্দ্রীয় মন্ত্রীত্বে নিয়ে এসেছে । পাশাপাশি আরেকজন মতুয়া সম্প্রদায়ের নেতা ডা. মুকুটমণি অধিকারীকে রাষ্ট্রীয় কার্যকরী কমিটির সদস্য করা হয়েছে । যদি দল মতুয়া সম্প্রদায়কে সম্মান না দিত, তাহলে এঁদেরকে গুরুত্ব দিত না বলেই দাবি করেন তিনি । তিনি আরও বলেন, ‘‘এখনও বিজেপির রাজ্য কমিটি তৈরি সম্পূর্ণ হয়নি । শুধুমাত্র মূল 31 জনের রাজ্য কমিটি তৈরি হয়েছে । মোট রাজ্য কমিটি 100 জন সদস্য নিয়ে তৈরি হয় ।’’ শিগগিরই তা তৈরি হয়ে যাবে বলে দাবি করেন সুকান্ত মজুমদার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.