ETV Bharat / state

Howrah Hooch Death: হাওড়া বিষমদকাণ্ডে অভিযুক্তর 10 দিনের পুলিশি হেফাজত, মৃতের সংখ্যা চাপা দেওয়ার অভিযোগ সুকান্তর - হাওড়া বিষমদকাণ্ড

হাওড়া বিষমদকাণ্ডের প্রধান মাথা প্রতাপ কর্মকারকে বুধবার গোলাবাড়ি থানার পুলিশ গ্রেফতার করে। অভিযুক্তের 10 দিনের পুলিশি হেফাজত হয়েছে (Howrah Hooch Death Update) ৷

Howrah Hooch Death
হাওড়া বিষমদকাণ্ডে অভিযুক্তর 10 দিনের পুলিশি হেফাজত
author img

By

Published : Jul 21, 2022, 8:38 PM IST

হাওড়া, 21 জুলাই: হাওড়াতে বিষমদকাণ্ডে অভিযুক্তকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের । বিষ মদকাণ্ডের প্রধান মাথা প্রতাপ কর্মকারকে বুধবার গোলাবাড়ি থানার পুলিশ গ্রেফতার করে। বৃহস্পতিবার তাঁকে হাওড়া আদালতে তোলা হয় । বিচারক তাঁকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।

ধৃতের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির 271,273, 304, 120বি, 46এএ ধারাতে মামলা রুজু করেছে মালি পাঁচঘড়া থানার পুলিশ । প্রসঙ্গত বুধবার হাওড়ার মালি পাঁচ ঘড়া থানার অন্তর্গত ঘুশুড়ি এলাকার গজানন্দ বস্তিতে বিষমদ খেয়ে মৃত্যু হয় 10 জনের ৷ অসুস্থ হন তিরিশ জন ৷ অসুস্থদের মধ্যে অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন ।

আরও পড়ুন: হাওড়ার বিষমদকাণ্ডে মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার দাবি বিজেপি'র

হাওড়া বিষমদকাণ্ডে মৃতের সংখ্যা চাপা দেওয়ার অভিযোগ সুকান্তর

ঘটনায় অভিযুক্ত প্রতাপ কর্মকার দীর্ঘদিন ধরেই ওই এলাকায় চোলাইয়ের ঠেক চালাতেন বলে অভিযোগ । বৃহস্পতিবার ওই এলাকার সাধারণ মানুষ ও অসুস্থদের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার । তিনি মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন ৷ ময়নাতদন্ত না করে সরকার মৃতের সংখ্যা কমাতে চাইছে বলে এদিন অভিযোগ করেছেন রাজ্য বিজেপি সভাপতি () ৷

হাওড়া, 21 জুলাই: হাওড়াতে বিষমদকাণ্ডে অভিযুক্তকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের । বিষ মদকাণ্ডের প্রধান মাথা প্রতাপ কর্মকারকে বুধবার গোলাবাড়ি থানার পুলিশ গ্রেফতার করে। বৃহস্পতিবার তাঁকে হাওড়া আদালতে তোলা হয় । বিচারক তাঁকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।

ধৃতের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির 271,273, 304, 120বি, 46এএ ধারাতে মামলা রুজু করেছে মালি পাঁচঘড়া থানার পুলিশ । প্রসঙ্গত বুধবার হাওড়ার মালি পাঁচ ঘড়া থানার অন্তর্গত ঘুশুড়ি এলাকার গজানন্দ বস্তিতে বিষমদ খেয়ে মৃত্যু হয় 10 জনের ৷ অসুস্থ হন তিরিশ জন ৷ অসুস্থদের মধ্যে অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন ।

আরও পড়ুন: হাওড়ার বিষমদকাণ্ডে মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার দাবি বিজেপি'র

হাওড়া বিষমদকাণ্ডে মৃতের সংখ্যা চাপা দেওয়ার অভিযোগ সুকান্তর

ঘটনায় অভিযুক্ত প্রতাপ কর্মকার দীর্ঘদিন ধরেই ওই এলাকায় চোলাইয়ের ঠেক চালাতেন বলে অভিযোগ । বৃহস্পতিবার ওই এলাকার সাধারণ মানুষ ও অসুস্থদের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার । তিনি মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন ৷ ময়নাতদন্ত না করে সরকার মৃতের সংখ্যা কমাতে চাইছে বলে এদিন অভিযোগ করেছেন রাজ্য বিজেপি সভাপতি () ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.