ETV Bharat / state

Sarasvati River save : সরস্বতী নদী বাঁচাতে পথে নামল পড়ুয়ারা - Sarasvati River save

সরস্বতী নদীর অস্তিত্বকে টিকিয়ে রাখতে পথে নামল এক ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীরা ৷ প্ল্যাকার্ড হাতে মিছিল করে স্থানীয় মানুষদের সচেতন করার উদ্দেশ্যে কর্মসূচি পালন করে তারা (Students rally to save Sarasvati River)।

Sarasvati River save news
সরস্বতী নদী বাঁচাতে পথে পড়ুয়ারা
author img

By

Published : May 4, 2022, 4:26 PM IST

হাওড়া, 4 মে: নদীটি কীভাবে ছিল, এখন কীভাবে রয়েছে সেটা নিয়ে সাধারণ মানুষের বিশেষ কৌতূহল নেই । যদিও ইতিহাসবিদদের এই নদীটিকে নিয়ে কৌতুহল চিরকালের । তাঁদের গবেষণাতে বারেবারে উঠে এসেছে এই সরস্বতী নদী ৷ এবার এই নদীর অস্তিত্বকে টিকিয়ে রাখতে এগিয়ে এল একটি ইংরেজি মাধ্যম স্কুলের কচিকাঁচারা (Students rally to save Sarasvati River) ।

রীতিমত মিছিল করে প্ল্যাকার্ড হাতে স্থানীয় মানুষের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে কর্মসূচি পালন করে তারা । সরস্বতী নদীকে বাঁচিয়ে রাখতে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে তারা আবেদন রাখে । হাতে ঝাড়ু নিয়ে নদীর ধারের ময়লা আবর্জনা পরিষ্কার করে প্যাকেটে আবর্জনা ভরে মানুষকে সচেতন করার কাজ করে । নদী আগামী প্রজন্মের ভবিষ্যত এমনটাই জানায়, আজকের কর্মসূচিতে আসা নবম শ্রেণির এক ছাত্রী দিয়া ঘোষ । সে বলে, পরিবেশে নদীর গুরুত্ব অপরিসীম । একে আমাদের বাঁচিয়ে রাখতে হবে । আগামী প্রজন্মের কাছে এর ভবিষ্যত আরও উজ্জ্বল হোক, এটাই চাই ।

আরও পড়ুন : Kolkata pond filling: হট মিক্স প্লান্টের রাবিশে শহরের জলা ভরাটের অভিযোগ

স্কুলের প্রধান শিক্ষিকা সুনিতা আরোরা দাবি করেন, তাদের স্কুল পরিবেশ সচেতনতা বাড়ানোর কাজে যুক্ত রয়েছে । স্কুলের পাশ দিয়েই সরস্বতী নদী বয়ে গিয়েছে । তাই তাঁরা চান এই নদী বেচেঁ থাকুক । তিনি আরও জানান, তাঁরা কেন্দ্রীয় জল মন্ত্রকের 'জল শক্তি' প্রকল্প নমানি গঙ্গের সঙ্গে যুক্ত । প্রতি বছর তাঁরা গঙ্গা দূষণ রোধে অনেক কর্মসূচি পালন করেন । আর যেহেতু সরস্বতী বিদ্যার দেবী তাই ঐতিহাসিক এই নদীকে বাঁচিয়ে রাখা খুবই জরুরি বলেই দাবি করেন তিনি। তাঁর দাবিকে সমর্থন জানিয়ে কলকাতা উচ্চ আদালতের আইনজীবী ও পরিবেশবিদ সৌমেন সরকার জানান, এই নদীকে তার অতীতের চেহারাতে ফিরিয়ে আনা খুবই জরুরি । এই নদী এই অঞ্চলের আর্থ-সামাজিক পট পরিবর্তন করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে । মনসা মঙ্গলের মত কাব্যে চাঁদ সওদাগরের উপাখ্যানে এই নদীর উল্লেখ ছিল ।

তিনি আরও জানান, তিনি খুব শীঘ্র উচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করতে চলেছেন । পাশাপাশি বর্তমানে নদীর এই খারাপ অবস্থার জন্য স্থানীয় মানুষদের সচেতনতার অভাব ও কিছু অসাধু নির্মাণকারী ব্যবসায়ীদের দায়ী করেন । এছাড়াও জেলার প্রশাসনিক স্তরেও এই নদীকে কেন্দ্র করে কোনও হেলদোল নেই বলেই আক্ষেপ করেন তিনি ।

সরস্বতী নদী বাঁচাতে পথে পড়ুয়ারা

আরও পড়ুন : Illegale Construction In Kanksa : কাঁকসায় পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ, ক্ষুব্ধ এলাকাবাসী

তবে এখনও সরস্বতীর অস্তিত্ব আছে ত্রিবেণী সঙ্গমেই । এখান থেকে গঙ্গা, যমুনা ও সরস্বতী 'মুক্তবেণী' হয়ে ছুটে চলেছে বঙ্গোপসাগরের দিকেই । এলাহাবাদের প্রয়াগের 'যুক্তবেণী', অর্থাৎ যেখানে গঙ্গা, যমুনা ও সরস্বতী মিশেছে ৷ যদিও ত্রিবেণীতে এর ঠিক উলটো ৷ এখানে তিনটি নদী জট ছাড়িয়ে স্বতন্ত্র অস্তিত্ব গ্রহণ করে । বর্তমানে কিছু কিছু এলাকায় এই নদী এত সরু যে প্রায় খালের আকার ধারণ করেছে । কিছু জায়গায় সংস্কারের অভাবে বুজে এসেছে । আন্দুল রাজবাড়ির পাশ দিয়ে একদা বয়ে যাওয়া খরস্রোতা এই নদী এখন নালার চেহারা নিয়েছে । তবু সে তার নদীর স্বভাব আজও বজায় রেখেছে । অমাবস্যা ও পূর্ণিমাতে আজও তাতে চলে জোয়ার ভাটার খেলা ।

হাওড়া, 4 মে: নদীটি কীভাবে ছিল, এখন কীভাবে রয়েছে সেটা নিয়ে সাধারণ মানুষের বিশেষ কৌতূহল নেই । যদিও ইতিহাসবিদদের এই নদীটিকে নিয়ে কৌতুহল চিরকালের । তাঁদের গবেষণাতে বারেবারে উঠে এসেছে এই সরস্বতী নদী ৷ এবার এই নদীর অস্তিত্বকে টিকিয়ে রাখতে এগিয়ে এল একটি ইংরেজি মাধ্যম স্কুলের কচিকাঁচারা (Students rally to save Sarasvati River) ।

রীতিমত মিছিল করে প্ল্যাকার্ড হাতে স্থানীয় মানুষের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে কর্মসূচি পালন করে তারা । সরস্বতী নদীকে বাঁচিয়ে রাখতে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে তারা আবেদন রাখে । হাতে ঝাড়ু নিয়ে নদীর ধারের ময়লা আবর্জনা পরিষ্কার করে প্যাকেটে আবর্জনা ভরে মানুষকে সচেতন করার কাজ করে । নদী আগামী প্রজন্মের ভবিষ্যত এমনটাই জানায়, আজকের কর্মসূচিতে আসা নবম শ্রেণির এক ছাত্রী দিয়া ঘোষ । সে বলে, পরিবেশে নদীর গুরুত্ব অপরিসীম । একে আমাদের বাঁচিয়ে রাখতে হবে । আগামী প্রজন্মের কাছে এর ভবিষ্যত আরও উজ্জ্বল হোক, এটাই চাই ।

আরও পড়ুন : Kolkata pond filling: হট মিক্স প্লান্টের রাবিশে শহরের জলা ভরাটের অভিযোগ

স্কুলের প্রধান শিক্ষিকা সুনিতা আরোরা দাবি করেন, তাদের স্কুল পরিবেশ সচেতনতা বাড়ানোর কাজে যুক্ত রয়েছে । স্কুলের পাশ দিয়েই সরস্বতী নদী বয়ে গিয়েছে । তাই তাঁরা চান এই নদী বেচেঁ থাকুক । তিনি আরও জানান, তাঁরা কেন্দ্রীয় জল মন্ত্রকের 'জল শক্তি' প্রকল্প নমানি গঙ্গের সঙ্গে যুক্ত । প্রতি বছর তাঁরা গঙ্গা দূষণ রোধে অনেক কর্মসূচি পালন করেন । আর যেহেতু সরস্বতী বিদ্যার দেবী তাই ঐতিহাসিক এই নদীকে বাঁচিয়ে রাখা খুবই জরুরি বলেই দাবি করেন তিনি। তাঁর দাবিকে সমর্থন জানিয়ে কলকাতা উচ্চ আদালতের আইনজীবী ও পরিবেশবিদ সৌমেন সরকার জানান, এই নদীকে তার অতীতের চেহারাতে ফিরিয়ে আনা খুবই জরুরি । এই নদী এই অঞ্চলের আর্থ-সামাজিক পট পরিবর্তন করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে । মনসা মঙ্গলের মত কাব্যে চাঁদ সওদাগরের উপাখ্যানে এই নদীর উল্লেখ ছিল ।

তিনি আরও জানান, তিনি খুব শীঘ্র উচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করতে চলেছেন । পাশাপাশি বর্তমানে নদীর এই খারাপ অবস্থার জন্য স্থানীয় মানুষদের সচেতনতার অভাব ও কিছু অসাধু নির্মাণকারী ব্যবসায়ীদের দায়ী করেন । এছাড়াও জেলার প্রশাসনিক স্তরেও এই নদীকে কেন্দ্র করে কোনও হেলদোল নেই বলেই আক্ষেপ করেন তিনি ।

সরস্বতী নদী বাঁচাতে পথে পড়ুয়ারা

আরও পড়ুন : Illegale Construction In Kanksa : কাঁকসায় পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ, ক্ষুব্ধ এলাকাবাসী

তবে এখনও সরস্বতীর অস্তিত্ব আছে ত্রিবেণী সঙ্গমেই । এখান থেকে গঙ্গা, যমুনা ও সরস্বতী 'মুক্তবেণী' হয়ে ছুটে চলেছে বঙ্গোপসাগরের দিকেই । এলাহাবাদের প্রয়াগের 'যুক্তবেণী', অর্থাৎ যেখানে গঙ্গা, যমুনা ও সরস্বতী মিশেছে ৷ যদিও ত্রিবেণীতে এর ঠিক উলটো ৷ এখানে তিনটি নদী জট ছাড়িয়ে স্বতন্ত্র অস্তিত্ব গ্রহণ করে । বর্তমানে কিছু কিছু এলাকায় এই নদী এত সরু যে প্রায় খালের আকার ধারণ করেছে । কিছু জায়গায় সংস্কারের অভাবে বুজে এসেছে । আন্দুল রাজবাড়ির পাশ দিয়ে একদা বয়ে যাওয়া খরস্রোতা এই নদী এখন নালার চেহারা নিয়েছে । তবু সে তার নদীর স্বভাব আজও বজায় রেখেছে । অমাবস্যা ও পূর্ণিমাতে আজও তাতে চলে জোয়ার ভাটার খেলা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.