হাওড়া, 21 ফেব্রুয়ারি : আজ বিকেলে আচমকাই উদ্ধার হল মৃত ছাত্র আনিশের (Student Leader Anish Khan Death) হারিয়ে যাওয়া মোবাইল । আজ তাঁর বাড়ির চৌহদ্দির মধ্যেই সেই মোবাইল উদ্ধার হয়েছে বলে জানা যায় । ওই মোবাইল থানাতে জমা দিতে বলেছে পুলিশ । যদিও পরিবারের তরফে জানানো হয়েছে, আনিশের মোবাইল তাঁরা পুলিশকে দেবে না । কারণ পুলিশের উপরে বিন্দুমাত্র ভরসা তাদের নেই । ওই মোবাইল পুলিশের হাতে গেলে তারা অন্য কোনও সিমকার্ড মোবাইলে ঢুকিয়ে তাদের ছেলেকে ডাকাত সাজিয়ে দিতে পারে বলে অভিযোগ করেছে আনিশের পরিবার । নিজেদের বাঁচাতে পুলিশ সব করতে পারে বলে দাবি তাদের ।
আনিশের (Anish Khan's missing mobile recovered) পরিবার স্পষ্ট জানিয়েছে, আদালত চাইলে বা সিবিআই চাইলে তারা মোবাইল জমা দেবে, তবে পুলিশকে কিছুতেই সেই মোবাইল দেওয়া হবে না । পুলিশি তদন্ত নিয়েও বিরক্ত আনিশের পরিবার । পুলিশ এখনও কোনও তদন্তই করেনি বলে তাদের অভিযোগ । তাই তারা জানিয়েছে, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে ৷ কোর্টের নির্দেশে তারা আদালত বা সিবিআই-এর হাতে মোবাইল জমা করবেন । তাই আমতা থানার আধিকারিকদের এ দিন খালি হাতেই ফিরতে হয় ।
আরও পড়ুন: Student Leader Anish Khan Death: আনিশ মৃত্যু তদন্তে সিট গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর
এ দিকে, আজ বিকেলে ভাঙড়ের বিধায়ক আইএসএফের নৌশাদ আলি সিদ্দিকী যান আনিশের (Anish Khan latest news) বাড়িতে । আনিশের পরিবারের (Howrah news) স্পষ্ট বক্তব্য, পুলিশ তাদের ছেলের মৃত্যুর সঠিক তদন্ত করছে না, তাই তাদের পরিবারের থেকেও কোনও সহযোগিতা পুলিশকে করা হবে না । আনিশের বাড়ি থেকে বেরনোর সময় পুলিশকে ফের এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়তে হয় । আচমকাই আজ আনিশের বাড়ির সামনের রাস্তার মোড়ে চারিদিকে নজর রাখার জন্য সিসিটিভি ক্যামেরা বসিয়েছে পুলিশ । যদিও পুলিশের এই পদক্ষেপে বিরক্ত আনিশের পরিবার ৷ তাদের অভিযোগ, তাদের সঙ্গে কারা দেখা করতে আসছেন সেটা জানার জন্যই এই সিসিটিভি ক্যামেরা বসিয়েছে পুলিশ ।
আরও পড়ুন:Student Leader Anish Khan Death : আনিশ কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা কলকাতা হাইকোর্টের
শুক্রবার গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে হাওড়ার আমতার যুবক আনিশ খানকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে খুন করা হয় ৷ এমনই অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে বিভিন্ন মহলে ৷ ঘটনার দু'দিন পরও অধরা দোষীরা । যা নিয়ে কলেজ স্ট্রিট থেকে দিল্লির বঙ্গভবনে বিক্ষোভ দেখায় এসএফআই ।