ETV Bharat / state

Howrah Durga Puja Carnival: হাওড়ায় দুর্গাপুজোর কার্নিভালে বানান বিভ্রাট ঘিরে বিতর্ক - বিজেপি

শুক্রবার হাওড়ায় দুর্গাপুজোর কার্নিভাল হয় (Howrah Durga Puja Carnival) ৷ সেখানে দুর্গা বানান ভুল লেখা হয়েছে বলে অভিযোগ ৷ এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ৷

Spelling goof-up in Howrah Durga Puja Carnival creates controversy
Howrah Durga Puja Carnival: হাওড়ায় দুর্গাপুজোর কার্নিভালে বানান বিভ্রাট ঘিরে বিতর্ক
author img

By

Published : Oct 8, 2022, 8:02 PM IST

হাওড়া, 8 অক্টোবর : দুর্গাপুজোর কার্নিভালের (Durga Puja Carnival) মঞ্চে বানান বিভ্রাট ৷ শুক্রবার ঘটনাটি ঘটে হাওড়ার কার্নিভালকে (Howrah Durga Puja Carnival) ঘিরে ৷ সেখানে মূলমঞ্চের উপরে দুর্গা বানান ভুল লেখা হয়েছে বলে অভিযোগ ৷ দুর্গার জায়গায় লেখা হয়েছে দূর্গা৷ অর্থাৎ উ-কারের বদলে ব্যবহার করা হয়েছে ঊ-কার ৷

শাস্ত্রজ্ঞদের মতে, সঠিক বানান হবে ‘দুর্গা’ । বর্ণমালায় ‘উ’ এর পর ‘ঊ’ । অভিধানে আগে উ-কার এবং এরপর ঊ-কার । মণ্ডপে আগে দুর্গা আসে । এই জন্য দুর্গা বানানে 'উ'-কার । দুর্গা আসার পর পূজা হয়। তাই পূজা বানানে 'ঊ'-কার ।

আর এই ভুল বানানে অসন্তুষ্ট অনেকেই । অনেকেরই অভিযোগ, যে উৎসবকে কেন্দ্র করে এত অনুষ্ঠান, সেই উৎসবের বানানই যদি বড় বড় করে ভুল লেখা হয়, তাহলে সমাজে ভুল বার্তা যায় । এই ব্যাপারে সচেতন থাকা উচিত ছিল সরকারের ৷ জেলা প্রশাসনের আধিকারিকও জানাচ্ছেন, ভুল বানান কখনোই কাম্য নয় । আগামিদিনে এমনটা যাতে আর না হয়, অবশ্যই দেখা হবে ।

পুরোহিত সমাজের প্রতিনিধি ও শাস্ত্রকার সোমনাথ গঙ্গোপাধ্যায় জানান, দেবী দুর্গা দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন এবং তিনি দুর্গতিনাশিনী । তাই তাঁর নামের বানান কখনই 'দূর্গা' লেখা যায় না । এটা শাস্ত্রসম্মত নয় । এছাড়াও 'দূর্গা' বানান ব্যাকরণ বা অভিধানসম্মত না-হলেও এবং এ-ক্ষেত্রে কোনও বিকল্প বিধান না-থাকলেও 'দুর্গা'-র বানানের এই দুর্গতি প্রায়ই দেখা যায় ৷

হাওড়ায় দুর্গাপুজোর কার্নিভালে বানান বিভ্রাট ঘিরে বিতর্ক

যদিও এই বানান বিভ্রাটকে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের বিরোধী দল বিজেপি (BJP) । বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই অভিযোগ করেন, দায়সারা করে অযোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার এটাই ফল । তিনি আরও অভিযোগ করেন, রাজ্য সরকার দিশেহারা হয়ে পড়েছে । নিজের দলের নেতা-মন্ত্রীদের দুর্নীতির তদন্তের থেকে রাজ্যবাসীর দৃষ্টি ঘোরাতেই এই লোক দেখানো কার্নিভাল করছে ।

তিনি দাবি করেন, কার্নিভালের রীতি ভারতীয় সংস্কৃতিতে নেই । মুখ্যমন্ত্রীকে খুশি করতে পুলিশ প্রশাসনের অযোগ্য লোকেরা নিজেদের অক্ষরজ্ঞানের অজ্ঞতার থেকেই এই কাজ করা হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) নিজেকে বড় হিন্দু প্রমাণ করতেই এইসব করছেন বলে দাবি করেন বিজেপি নেতা উমেশ ।

আরও পড়ুন : কলকাতার আদলে হাওড়ায় দুর্গাপুজো কার্নিভাল

হাওড়া, 8 অক্টোবর : দুর্গাপুজোর কার্নিভালের (Durga Puja Carnival) মঞ্চে বানান বিভ্রাট ৷ শুক্রবার ঘটনাটি ঘটে হাওড়ার কার্নিভালকে (Howrah Durga Puja Carnival) ঘিরে ৷ সেখানে মূলমঞ্চের উপরে দুর্গা বানান ভুল লেখা হয়েছে বলে অভিযোগ ৷ দুর্গার জায়গায় লেখা হয়েছে দূর্গা৷ অর্থাৎ উ-কারের বদলে ব্যবহার করা হয়েছে ঊ-কার ৷

শাস্ত্রজ্ঞদের মতে, সঠিক বানান হবে ‘দুর্গা’ । বর্ণমালায় ‘উ’ এর পর ‘ঊ’ । অভিধানে আগে উ-কার এবং এরপর ঊ-কার । মণ্ডপে আগে দুর্গা আসে । এই জন্য দুর্গা বানানে 'উ'-কার । দুর্গা আসার পর পূজা হয়। তাই পূজা বানানে 'ঊ'-কার ।

আর এই ভুল বানানে অসন্তুষ্ট অনেকেই । অনেকেরই অভিযোগ, যে উৎসবকে কেন্দ্র করে এত অনুষ্ঠান, সেই উৎসবের বানানই যদি বড় বড় করে ভুল লেখা হয়, তাহলে সমাজে ভুল বার্তা যায় । এই ব্যাপারে সচেতন থাকা উচিত ছিল সরকারের ৷ জেলা প্রশাসনের আধিকারিকও জানাচ্ছেন, ভুল বানান কখনোই কাম্য নয় । আগামিদিনে এমনটা যাতে আর না হয়, অবশ্যই দেখা হবে ।

পুরোহিত সমাজের প্রতিনিধি ও শাস্ত্রকার সোমনাথ গঙ্গোপাধ্যায় জানান, দেবী দুর্গা দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন এবং তিনি দুর্গতিনাশিনী । তাই তাঁর নামের বানান কখনই 'দূর্গা' লেখা যায় না । এটা শাস্ত্রসম্মত নয় । এছাড়াও 'দূর্গা' বানান ব্যাকরণ বা অভিধানসম্মত না-হলেও এবং এ-ক্ষেত্রে কোনও বিকল্প বিধান না-থাকলেও 'দুর্গা'-র বানানের এই দুর্গতি প্রায়ই দেখা যায় ৷

হাওড়ায় দুর্গাপুজোর কার্নিভালে বানান বিভ্রাট ঘিরে বিতর্ক

যদিও এই বানান বিভ্রাটকে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের বিরোধী দল বিজেপি (BJP) । বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই অভিযোগ করেন, দায়সারা করে অযোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার এটাই ফল । তিনি আরও অভিযোগ করেন, রাজ্য সরকার দিশেহারা হয়ে পড়েছে । নিজের দলের নেতা-মন্ত্রীদের দুর্নীতির তদন্তের থেকে রাজ্যবাসীর দৃষ্টি ঘোরাতেই এই লোক দেখানো কার্নিভাল করছে ।

তিনি দাবি করেন, কার্নিভালের রীতি ভারতীয় সংস্কৃতিতে নেই । মুখ্যমন্ত্রীকে খুশি করতে পুলিশ প্রশাসনের অযোগ্য লোকেরা নিজেদের অক্ষরজ্ঞানের অজ্ঞতার থেকেই এই কাজ করা হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) নিজেকে বড় হিন্দু প্রমাণ করতেই এইসব করছেন বলে দাবি করেন বিজেপি নেতা উমেশ ।

আরও পড়ুন : কলকাতার আদলে হাওড়ায় দুর্গাপুজো কার্নিভাল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.