ETV Bharat / state

Kali Puja 2022: দীপাবলিতে চলবে সাঁতরাগাছি-সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেন - স্পেশাল এক্সপ্রেস ট্রেন

কালীপুজোয় (Kali Puja 2022) ভারতীয় রেলের (Indian Railways) উপহার ৷ উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধার্থে হাওড়া ও দেহরাদুনের মধ্যে (Howrah Dehradun Route) স্পেশাল ট্রেন (Special Express Train) চালাবে তারা ৷

Special Express Train between Howrah Dehradun Route during Kali Puja 2022
Kali Puja 2022: দীপাবলিতে চলবে সাঁতরাগাছি-সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেন
author img

By

Published : Oct 20, 2022, 8:29 PM IST

কলকাতা, 20 অক্টোবর: সামনেই কালীপুজো (Kali Puja 2022) ৷ উৎসবের মরশুমে যাত্রীদের চাপ কমাতে হাওড়া ও দেহরাদুনের মধ্যে (Howrah Dehradun Route) স্পেশাল ট্রেন (Special Express Train) চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railways) কর্তৃপক্ষ ৷

দক্ষিণ-পূর্ব রেলের তরফে ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, দীপাবলি উপলক্ষে 02774 সেকেন্দ্রাবাদ - সাঁতরাগাছি স্পেশাল এক্সপ্রেস চলতি মাসের 22-23 তারিখ যাতায়াত করবে ৷ ট্রেনটি 23 অক্টোবর সাঁতরাগাছি পৌঁছবে সকাল 10টা 25 মিনিটে ৷ 02773 সাঁতরাগাছি - সেকেন্দ্রাবাদ স্পেশাল এক্সপ্রেস 23 তারিখই সাঁতরাগাছি থেকে রাত 8টা (আট) 45 মিনিটে ছেড়ে পরের দিন (24 অক্টোবর, 2022) রাত 11টা 30 মিনিটে সেকেন্দ্রাবাদ পৌঁছবে ৷ এই ট্রেন তার যাত্রা পথে খড়্গপুর এবং বালাসোর স্টেশনে দাঁড়াবে ৷

আরও পড়ুন: সতীপীঠ কালীঘাটের সঙ্গেই জড়িয়ে রয়েছে কলকাতার নামকরণের ইতিহাস

এই ট্রেনে একটি বাতানকুল প্রথম শ্রেণির কামরা থাকবে ৷ এছাড়াও দু'টি বাতানকুল দ্বিতীয় শ্রেণির কামরা এবং তিনটি বাতানকুল তৃতীয় শ্রেণির কামরা থাকবে ৷ সেইসঙ্গে, পাঁচটি সাধারণ স্লিপার ক্লাস ও দু'টি সাধারণ দ্বিতীয় শ্রেণীর কামরা থাকবে বলে দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে ৷

যদিও কবে থেকে এই ট্রেনের বুকিং শুরু হবে, তা এখনও জানায়নি দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ দীপাবলি উপলক্ষে চালানো এই স্পেশাল ট্রেনে টিকিটের দামে কোনও বিশেষ ছাড় থাকবে কিনা, তাও স্পষ্ট করেনি তারা ৷ একইসঙ্গে, এই বিশেষ এক্সপ্রেস ট্রেনে তৎকাল কোটায় কোনও টিকিট কাটার সুবিধা থাকবে কিনা, সেই সম্পর্কেও কোনও তথ্য এখনও পর্যন্ত রেলের তরফে দেওয়া হয়নি ৷

কলকাতা, 20 অক্টোবর: সামনেই কালীপুজো (Kali Puja 2022) ৷ উৎসবের মরশুমে যাত্রীদের চাপ কমাতে হাওড়া ও দেহরাদুনের মধ্যে (Howrah Dehradun Route) স্পেশাল ট্রেন (Special Express Train) চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railways) কর্তৃপক্ষ ৷

দক্ষিণ-পূর্ব রেলের তরফে ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, দীপাবলি উপলক্ষে 02774 সেকেন্দ্রাবাদ - সাঁতরাগাছি স্পেশাল এক্সপ্রেস চলতি মাসের 22-23 তারিখ যাতায়াত করবে ৷ ট্রেনটি 23 অক্টোবর সাঁতরাগাছি পৌঁছবে সকাল 10টা 25 মিনিটে ৷ 02773 সাঁতরাগাছি - সেকেন্দ্রাবাদ স্পেশাল এক্সপ্রেস 23 তারিখই সাঁতরাগাছি থেকে রাত 8টা (আট) 45 মিনিটে ছেড়ে পরের দিন (24 অক্টোবর, 2022) রাত 11টা 30 মিনিটে সেকেন্দ্রাবাদ পৌঁছবে ৷ এই ট্রেন তার যাত্রা পথে খড়্গপুর এবং বালাসোর স্টেশনে দাঁড়াবে ৷

আরও পড়ুন: সতীপীঠ কালীঘাটের সঙ্গেই জড়িয়ে রয়েছে কলকাতার নামকরণের ইতিহাস

এই ট্রেনে একটি বাতানকুল প্রথম শ্রেণির কামরা থাকবে ৷ এছাড়াও দু'টি বাতানকুল দ্বিতীয় শ্রেণির কামরা এবং তিনটি বাতানকুল তৃতীয় শ্রেণির কামরা থাকবে ৷ সেইসঙ্গে, পাঁচটি সাধারণ স্লিপার ক্লাস ও দু'টি সাধারণ দ্বিতীয় শ্রেণীর কামরা থাকবে বলে দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে ৷

যদিও কবে থেকে এই ট্রেনের বুকিং শুরু হবে, তা এখনও জানায়নি দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ দীপাবলি উপলক্ষে চালানো এই স্পেশাল ট্রেনে টিকিটের দামে কোনও বিশেষ ছাড় থাকবে কিনা, তাও স্পষ্ট করেনি তারা ৷ একইসঙ্গে, এই বিশেষ এক্সপ্রেস ট্রেনে তৎকাল কোটায় কোনও টিকিট কাটার সুবিধা থাকবে কিনা, সেই সম্পর্কেও কোনও তথ্য এখনও পর্যন্ত রেলের তরফে দেওয়া হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.