ETV Bharat / state

Train Cancellation List: খড়গপুর শাখায় উন্নয়নমূলক কাজের জন্য বাতিল একাধিক ট্রেন - South Eastern Railway

রেল লাইনের সংস্কারের কাজের জন্য বাতিল দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন (South Eastern Railway Cancels Various Trains)৷ খড়গপুর শাখার রানিতাল স্টেশনে উন্নয়নমূলক কাজ চলবে তার জেরেই বাতিল করা হয়েছে একাধিক ট্রেন ৷

Train Cancelation List
স্টেশনে কাজের জন্য বাতিল একাধিক ট্রেন
author img

By

Published : Feb 19, 2023, 9:44 PM IST

হাওড়া, 19 ফেব্রুয়ারি: দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর শাখার রানিতাল স্টেশনে উন্নয়নমূলক কাজের জন্য বাতিল হল একাধিক ট্রেন (South Eastern Railway Cancels Various Trains Due Various Technical Work) ৷ এছাড়াও নারায়ণগড়-ভদ্রক স্টেশনের মধ্যবর্তী রেলের তৃতীয় লাইনে কাজ চলবে ৷ তারজন্য এই লাইনের একাধিক ট্রেন বাতিল থাকবে বলেই জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।

বাতিল হওয়া ট্রেনের তালিকা :

18021 খড়্গপুর - খুড়দা রোড এক্সপ্রেস চলতি মাসের 25, 25, 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে। এছড়াও মার্চ মাসের 2,5 ও 6 তারিখও বাতিল করা হয়েছে এই ট্রেন ।
18022 খুড়দা রোড-খড়্গপুর এক্সপ্রেস চলতি মাসের 25, 26, ও 28 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে । পাশাপাশি মার্চ মাসের 2,5 ও 6 তারিখ বাতিল করা হয়েছে ।
08031 বালাসোর-ভদ্রক প্যাসেঞ্জার স্পেশাল 25 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে ।
08032 ভদ্রক-বালাসোর প্যাসেঞ্জার স্পেশাল 25 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে।
12821 শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস 25 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে ।
122822 পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস 25 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে ।
12892 ভুবনেশ্বর - বাঙড়িপসী এক্সপ্রেস 26 ফেব্রুয়ারি এবং 1 মার্চ থেকে 6 মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে ।
12891 বাঙড়িপসী - ভুবনেশ্বর এক্সপ্রেস 26 ফেব্রুয়ারি এবং 2 মার্চ থেকে 7 মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে ।
22851 সাঁতরাগাছি - ম্য়াঙ্গালুরু এক্সপ্রেস 23 ফেব্রুয়ারি এবং 2 মার্চ বাতিল করা হয়েছে।
22852 ম্য়াঙ্গালুরু - সাঁতরাগাছি এক্সপ্রেস 25ফেব্রুয়ারি এবং 4 মার্চ বাতিল করা হয়েছে।
22825 শালিমার - চেন্নাই এক্সপ্রেস 28 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
22826 চেন্নাই - শালিমার এক্সপ্রেস 1মার্চ বাতিল করা হয়েছে।
12245 হাওড়া - স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু) দুরন্ত এক্সপ্রেস 28 ফেব্রুয়ারি এবং 1,3,4,5 মার্চ বাতিল করা হয়েছে।
12246 স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু )- হাওড়া দুরন্ত এক্সপ্রেস 2,3,5 মার্চ বাতিল করা হয়েছে।
12704 সেকেন্দ্রাবাদ - হাওড়া ফালাকনামা এক্সপ্রেস 26,28 ফেব্রুয়ারি এবং 2,3,5 মার্চ বাতিল করা হয়েছে।
12703 হাওড়া - সেকেন্দ্রাবাদ ফালাকনামা এক্সপ্রেস 28 ফেব্রুয়ারি এবং 2,3,4,6 মার্চ বাতিল করা হয়েছে।
20890 তিরুপতি - হাওড়া হামসফর এক্সপ্রেস 26 ফেব্রুয়ারি এবং 5 মার্চ বাতিল করা হয়েছে।
20889 হাওড়া - তিরুপতি হামসফর এক্সপ্রেস 25 ফেব্রুয়ারি এবং 4 মার্চ বাতিল করা হয়েছে ।
12816 আনন্দ বিহার - পুরী এক্সপ্রেস 25, 27 ফেব্রুয়ারি এবং 1,4 মার্চ বাতিল করা হয়েছে ।
12815 পুরী - আনন্দ বিহার এক্সপ্রেস 27 ফেব্রুয়ারি 1,4,6 মার্চ বাতিল করা হয়েছে।
12864 স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু )- হাওড়া এক্সপ্রেস 26,28 ফেব্রুয়ারি এবং 2 থেকে 5 মার্চ বাতিল করা হয়েছে।
12863 হাওড়া - স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু ) 28 ফেব্রুয়ারি এবং 2-6 মার্চ বাতিল করা হয়েছে ।
22305 স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু )- জেসিডি এক্সপ্রেস 26 ফেব্রুয়ারি 5 মার্চ বাতিল করা হয়েছে ।
22306 জেসিডি - স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু ) এক্সপ্রেস 24 ফেব্রুয়ারি এবং 3 মার্চ বাতিল করা হয়েছে ।
12503 স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু )- আগরতলা হামসফর এক্সপ্রেস 28 ফেব্রুয়ারি এবং 3 মার্চ বাতিল করা হয়েছে।
12504 আগরতলা - স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু ) হামসফর এক্সপ্রেস 5 মার্চ বাতিল করা হয়েছে।
22604 ভিল্লুপুরাম- খড়্গপুর এক্সপ্রেস 28 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
22603 খড়্গপুর - ভিল্লুপুরাম এক্সপ্রেস 2 মার্চ বাতিল করা হয়েছে।
12073 হাওড়া - ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেস 3 ও 6 মার্চ বাতিল করা হয়েছে।
12074 ভুবনেশ্বর - হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস 3, 6 মার্চ বাতিল করা হয়েছে।
12277 হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস 3, 6 মার্চ বাতিল করা হয়েছে।
12278 পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস 3, 6 মার্চ বাতিল করা হয়েছে।


07046 সেকেন্দ্রাবাদ-ডিব্রুগড় স্পেশাল 3 মার্চ বাতিল করা হয়েছে।
22888 স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু )-হাওড়া এক্সপ্রেস 2 মার্চ বাতিল করা হয়েছে।
22887 হাওড়া - স্যার এম বিশ্বশ্বরায়া Terminal (বেঙ্গালুরু ) এক্সপ্রেস 28 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
18046 হায়দরাবাদ-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস 3, 5 মার্চ বাতিল করা হয়েছে।
18045 শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস 5, 6 মার্চ বাতিল করা হয়েছে।
22832 শ্রী সত্য সাঁই প্রশান্থী নিলয়াম-হাওড়া এক্সপ্রেস 3 মার্চ বাতিল করা হয়েছে।
22831 হাওড়া-শ্রী সত্য সাঁই প্রশান্থী নিলায়ম এক্সপ্রেস 1 মার্চ বাতিল করা হয়েছে।
15905 কন্যাকুমারী-ডিব্রুগড় এক্সপ্রেস 2 মার্চ বাতিল করা হয়েছে।
15906 ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস 28 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
08416 পুরী-জলেশ্বর প্যাসেঞ্জার স্পেশাল 4, 6 মার্চ বাতিল করা হয়েছে।
08415 জলেশ্বর-পুরী প্যাসেঞ্জার স্পেশাল 3, 6 মার্চ বাতিল করা হয়েছে।
18037 খড়গপুর-জাজপুর কেওঞ্জর রোড এক্সপ্রেস 3, 6 মার্চ বাতিল করা হয়েছে।
18038 জাজপুর কেওঞ্জর রোড - খড়্গপুর এক্সপ্রেস 4, 6 মার্চ বাতিল করা হয়েছে।
12513 সেকেন্দ্রাবাদ - গুয়াহাটি এক্সপ্রেস স্পেশাল 4 মার্চ বাতিল করা হয়েছে।
12514 গুয়াহাটি - সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস স্পেশাল 2 মার্চ বাতিল করা হয়েছে ।
22606 ভিল্লুপুরাম - পুরুলিয়া এক্সপ্রেস স্পেশাল 4 মার্চ বাতিল করা হয়েছে।
22605 পুরুলিয়া - ভিল্লুপুরাম এক্সপ্রেস 6 মার্চ বাতিল করা হয়েছে ।
22855 সাঁতরাগাছি - তিরুপতি এক্সপ্রেস 5 মার্চ বাতিল করা হয়েছে ।
22856 তিরুপতি - সাঁতরাগাছি এক্সপ্রেস 6 মার্চ বাতিল করা হয়েছে ।

18021 খড়্গপুর - খুড়দা রোড এক্সপ্রেস 6 মার্চ বাতিল করা হয়েছে ।
18022 খুড়দা রোড - খড়্গপুর এক্সপ্রেস 6 মার্চ বাতিল করা হয়েছে।

12875 পুরী - আনন্দ বিহার এক্সপ্রেস স্পেশাল 3,5 মার্চ বাতিল করা হয়েছে।
12876 আনন্দ বিহার - পুরী এক্সপ্রেস স্পেশাল 5,7 মার্চ বাতিল করা হয়েছে।
22863 হাওড়া - স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু ) এক্সপ্রেস স্পেশাল 6 মার্চ বাতিল করা হয়েছে।
22864 স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু )- হাওড়া এক্সপ্রেস স্পেশাল 8 মার্চ বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: একাধিক ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল, রইল তালিকা

পাশপাশি বেশ কয়েকটি ট্রেনের যাত্রা পথের পরিবর্তন করা হয়েছে ৷ যাত্রাপথ পরিবর্তন হওয়া ট্রেনগুলো হল

22823 ভুবনেশ্বর - নিউ দিল্লী রাজধানী এক্সপ্রেস 27 ফেব্রুয়ারি 3 ও 6 মার্চ থেকে ভুবনেশ্বর হয়ে ভুবনেশ্বর - ঝাড়সুগুদা - রৌরকেল্লা - টাটানগর হয়ে ঘুরপথে চলবে ।
22824 নিউ দিল্লী - ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস 2 মার্চ নিউ দিল্লী থেকে টাটানগর - রৌরকেল্লা - ঝাড়সুগুদা - ভুবনেশ্বর হয়ে ঘুরপথে চলবে ।
12246 স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গনালুরু ) - হাওড়া দুরন্ত এক্সপ্রেস 26 ও 28 ফেব্রুয়ারি স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু ) কটক - জারোলি - রাজখাড়ূসোয়ান - টাটানগর - খড়্গপুর হয়ে ঘুরপথে চলবে ।
22811 ভুবনেশ্বর - নিউ দিল্লী রাজধানী এক্সপ্রেস 1 মার্চ থেকে ভুবনেশ্বর থেকে ঝাড়সুগুদা - রৌরকেল্লা - সিনি - চন্ডিল - আনারা - ভযুধি - এনএসসিবি গোমঃ হয়ে ঘুরপথে চলবে । এছাড়াও 08063/ 80864 খড়্গপুর - ভদ্রক - খড়্গপুর মেমু স্পেশাল 25 ফেব্রুয়ারি ও 6 মার্চ বালাসোর পর্যন্ত চলাচল করবে ।

হাওড়া, 19 ফেব্রুয়ারি: দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর শাখার রানিতাল স্টেশনে উন্নয়নমূলক কাজের জন্য বাতিল হল একাধিক ট্রেন (South Eastern Railway Cancels Various Trains Due Various Technical Work) ৷ এছাড়াও নারায়ণগড়-ভদ্রক স্টেশনের মধ্যবর্তী রেলের তৃতীয় লাইনে কাজ চলবে ৷ তারজন্য এই লাইনের একাধিক ট্রেন বাতিল থাকবে বলেই জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।

বাতিল হওয়া ট্রেনের তালিকা :

18021 খড়্গপুর - খুড়দা রোড এক্সপ্রেস চলতি মাসের 25, 25, 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে। এছড়াও মার্চ মাসের 2,5 ও 6 তারিখও বাতিল করা হয়েছে এই ট্রেন ।
18022 খুড়দা রোড-খড়্গপুর এক্সপ্রেস চলতি মাসের 25, 26, ও 28 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে । পাশাপাশি মার্চ মাসের 2,5 ও 6 তারিখ বাতিল করা হয়েছে ।
08031 বালাসোর-ভদ্রক প্যাসেঞ্জার স্পেশাল 25 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে ।
08032 ভদ্রক-বালাসোর প্যাসেঞ্জার স্পেশাল 25 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে।
12821 শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস 25 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে ।
122822 পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস 25 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে ।
12892 ভুবনেশ্বর - বাঙড়িপসী এক্সপ্রেস 26 ফেব্রুয়ারি এবং 1 মার্চ থেকে 6 মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে ।
12891 বাঙড়িপসী - ভুবনেশ্বর এক্সপ্রেস 26 ফেব্রুয়ারি এবং 2 মার্চ থেকে 7 মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে ।
22851 সাঁতরাগাছি - ম্য়াঙ্গালুরু এক্সপ্রেস 23 ফেব্রুয়ারি এবং 2 মার্চ বাতিল করা হয়েছে।
22852 ম্য়াঙ্গালুরু - সাঁতরাগাছি এক্সপ্রেস 25ফেব্রুয়ারি এবং 4 মার্চ বাতিল করা হয়েছে।
22825 শালিমার - চেন্নাই এক্সপ্রেস 28 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
22826 চেন্নাই - শালিমার এক্সপ্রেস 1মার্চ বাতিল করা হয়েছে।
12245 হাওড়া - স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু) দুরন্ত এক্সপ্রেস 28 ফেব্রুয়ারি এবং 1,3,4,5 মার্চ বাতিল করা হয়েছে।
12246 স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু )- হাওড়া দুরন্ত এক্সপ্রেস 2,3,5 মার্চ বাতিল করা হয়েছে।
12704 সেকেন্দ্রাবাদ - হাওড়া ফালাকনামা এক্সপ্রেস 26,28 ফেব্রুয়ারি এবং 2,3,5 মার্চ বাতিল করা হয়েছে।
12703 হাওড়া - সেকেন্দ্রাবাদ ফালাকনামা এক্সপ্রেস 28 ফেব্রুয়ারি এবং 2,3,4,6 মার্চ বাতিল করা হয়েছে।
20890 তিরুপতি - হাওড়া হামসফর এক্সপ্রেস 26 ফেব্রুয়ারি এবং 5 মার্চ বাতিল করা হয়েছে।
20889 হাওড়া - তিরুপতি হামসফর এক্সপ্রেস 25 ফেব্রুয়ারি এবং 4 মার্চ বাতিল করা হয়েছে ।
12816 আনন্দ বিহার - পুরী এক্সপ্রেস 25, 27 ফেব্রুয়ারি এবং 1,4 মার্চ বাতিল করা হয়েছে ।
12815 পুরী - আনন্দ বিহার এক্সপ্রেস 27 ফেব্রুয়ারি 1,4,6 মার্চ বাতিল করা হয়েছে।
12864 স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু )- হাওড়া এক্সপ্রেস 26,28 ফেব্রুয়ারি এবং 2 থেকে 5 মার্চ বাতিল করা হয়েছে।
12863 হাওড়া - স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু ) 28 ফেব্রুয়ারি এবং 2-6 মার্চ বাতিল করা হয়েছে ।
22305 স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু )- জেসিডি এক্সপ্রেস 26 ফেব্রুয়ারি 5 মার্চ বাতিল করা হয়েছে ।
22306 জেসিডি - স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু ) এক্সপ্রেস 24 ফেব্রুয়ারি এবং 3 মার্চ বাতিল করা হয়েছে ।
12503 স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু )- আগরতলা হামসফর এক্সপ্রেস 28 ফেব্রুয়ারি এবং 3 মার্চ বাতিল করা হয়েছে।
12504 আগরতলা - স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু ) হামসফর এক্সপ্রেস 5 মার্চ বাতিল করা হয়েছে।
22604 ভিল্লুপুরাম- খড়্গপুর এক্সপ্রেস 28 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
22603 খড়্গপুর - ভিল্লুপুরাম এক্সপ্রেস 2 মার্চ বাতিল করা হয়েছে।
12073 হাওড়া - ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেস 3 ও 6 মার্চ বাতিল করা হয়েছে।
12074 ভুবনেশ্বর - হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস 3, 6 মার্চ বাতিল করা হয়েছে।
12277 হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস 3, 6 মার্চ বাতিল করা হয়েছে।
12278 পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস 3, 6 মার্চ বাতিল করা হয়েছে।


07046 সেকেন্দ্রাবাদ-ডিব্রুগড় স্পেশাল 3 মার্চ বাতিল করা হয়েছে।
22888 স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু )-হাওড়া এক্সপ্রেস 2 মার্চ বাতিল করা হয়েছে।
22887 হাওড়া - স্যার এম বিশ্বশ্বরায়া Terminal (বেঙ্গালুরু ) এক্সপ্রেস 28 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
18046 হায়দরাবাদ-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস 3, 5 মার্চ বাতিল করা হয়েছে।
18045 শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস 5, 6 মার্চ বাতিল করা হয়েছে।
22832 শ্রী সত্য সাঁই প্রশান্থী নিলয়াম-হাওড়া এক্সপ্রেস 3 মার্চ বাতিল করা হয়েছে।
22831 হাওড়া-শ্রী সত্য সাঁই প্রশান্থী নিলায়ম এক্সপ্রেস 1 মার্চ বাতিল করা হয়েছে।
15905 কন্যাকুমারী-ডিব্রুগড় এক্সপ্রেস 2 মার্চ বাতিল করা হয়েছে।
15906 ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস 28 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
08416 পুরী-জলেশ্বর প্যাসেঞ্জার স্পেশাল 4, 6 মার্চ বাতিল করা হয়েছে।
08415 জলেশ্বর-পুরী প্যাসেঞ্জার স্পেশাল 3, 6 মার্চ বাতিল করা হয়েছে।
18037 খড়গপুর-জাজপুর কেওঞ্জর রোড এক্সপ্রেস 3, 6 মার্চ বাতিল করা হয়েছে।
18038 জাজপুর কেওঞ্জর রোড - খড়্গপুর এক্সপ্রেস 4, 6 মার্চ বাতিল করা হয়েছে।
12513 সেকেন্দ্রাবাদ - গুয়াহাটি এক্সপ্রেস স্পেশাল 4 মার্চ বাতিল করা হয়েছে।
12514 গুয়াহাটি - সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস স্পেশাল 2 মার্চ বাতিল করা হয়েছে ।
22606 ভিল্লুপুরাম - পুরুলিয়া এক্সপ্রেস স্পেশাল 4 মার্চ বাতিল করা হয়েছে।
22605 পুরুলিয়া - ভিল্লুপুরাম এক্সপ্রেস 6 মার্চ বাতিল করা হয়েছে ।
22855 সাঁতরাগাছি - তিরুপতি এক্সপ্রেস 5 মার্চ বাতিল করা হয়েছে ।
22856 তিরুপতি - সাঁতরাগাছি এক্সপ্রেস 6 মার্চ বাতিল করা হয়েছে ।

18021 খড়্গপুর - খুড়দা রোড এক্সপ্রেস 6 মার্চ বাতিল করা হয়েছে ।
18022 খুড়দা রোড - খড়্গপুর এক্সপ্রেস 6 মার্চ বাতিল করা হয়েছে।

12875 পুরী - আনন্দ বিহার এক্সপ্রেস স্পেশাল 3,5 মার্চ বাতিল করা হয়েছে।
12876 আনন্দ বিহার - পুরী এক্সপ্রেস স্পেশাল 5,7 মার্চ বাতিল করা হয়েছে।
22863 হাওড়া - স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু ) এক্সপ্রেস স্পেশাল 6 মার্চ বাতিল করা হয়েছে।
22864 স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু )- হাওড়া এক্সপ্রেস স্পেশাল 8 মার্চ বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: একাধিক ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল, রইল তালিকা

পাশপাশি বেশ কয়েকটি ট্রেনের যাত্রা পথের পরিবর্তন করা হয়েছে ৷ যাত্রাপথ পরিবর্তন হওয়া ট্রেনগুলো হল

22823 ভুবনেশ্বর - নিউ দিল্লী রাজধানী এক্সপ্রেস 27 ফেব্রুয়ারি 3 ও 6 মার্চ থেকে ভুবনেশ্বর হয়ে ভুবনেশ্বর - ঝাড়সুগুদা - রৌরকেল্লা - টাটানগর হয়ে ঘুরপথে চলবে ।
22824 নিউ দিল্লী - ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস 2 মার্চ নিউ দিল্লী থেকে টাটানগর - রৌরকেল্লা - ঝাড়সুগুদা - ভুবনেশ্বর হয়ে ঘুরপথে চলবে ।
12246 স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গনালুরু ) - হাওড়া দুরন্ত এক্সপ্রেস 26 ও 28 ফেব্রুয়ারি স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু ) কটক - জারোলি - রাজখাড়ূসোয়ান - টাটানগর - খড়্গপুর হয়ে ঘুরপথে চলবে ।
22811 ভুবনেশ্বর - নিউ দিল্লী রাজধানী এক্সপ্রেস 1 মার্চ থেকে ভুবনেশ্বর থেকে ঝাড়সুগুদা - রৌরকেল্লা - সিনি - চন্ডিল - আনারা - ভযুধি - এনএসসিবি গোমঃ হয়ে ঘুরপথে চলবে । এছাড়াও 08063/ 80864 খড়্গপুর - ভদ্রক - খড়্গপুর মেমু স্পেশাল 25 ফেব্রুয়ারি ও 6 মার্চ বালাসোর পর্যন্ত চলাচল করবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.