ETV Bharat / state

Rathyatra Special Train : রথযাত্রা উপলক্ষ্য়ে দিঘা-পুরীর বিশেষ ট্রেন চালু করল রেল - রথযাত্রা উপলক্ষ্য়ে দিঘা পুরীর বিশেষ ট্রেন চালু করল রেল

রথযাত্রায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পুরীতে ভিড় জমান ৷ সেই জন্য দক্ষিণ-পূর্ব রেল রথযাত্রা স্পেশাল ট্রেন চালু করছে । চলতি মাসের 29 ও 30 জুন যাত্রা শুরু করবে দু'জোড়া ট্রেন (Rathyatra Special Train) ৷

Rathyatra Special Train
রথযাত্রা উপলক্ষ্য়ে দিঘা-পুরী জন্য বিশেষ ট্রেন
author img

By

Published : Jun 23, 2022, 1:34 PM IST

হাওড়া, 23 জুন : রথযাত্রা উপলক্ষ্যে পুরী ও দিঘার জন্য স্পেশাল ট্রেনের ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেলওয়ে । হাওড়ার শালিমার থেকে আগামী 29 ও 30 জুন দু'জোড়া স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব রেল (Rathyatra Special Train)।

রেল সূত্রে খবর, শালিমার-পুরী স্পেশাল এই ট্রেনটি আগামী 29 তারিখে রাত 9টা 40 মিনিটে শালিমার থেকে যাত্রা শুরু করবে। পরদিন সকাল 7টায় পুরী পৌঁছবে । ওই দিনই রাত্রি 11টা 5 মিনিটে পুরী থেকে রওনা দিয়ে পরের দিন সকাল 9টা 30 মিনিটে শালিমার স্টেশনে এসে পৌঁছবে ট্রেনটি । এই বিশেষ ট্রেনটিতে 1টি বাতানকুল 2 টায়ার, 2টি বাতানকুল 3 টায়ার ও 11টি স্লিপার ক্লাস ও 6টি সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ থাকবে ।

অন্যদিকে শালিমার-পুরী স্পেশাল ট্রেনটি 29 তারিখ দুপুর 1টা 45 মিনিটে শালিমার থেকে যাত্রা শুরু করবে। ওই দিন রাত্রি 10টা 30 মিনিটে পুরী স্টেশনে পৌঁছবে । পরদিন ভোর 5টা 30 মিনিটে পুরী থেকে যাত্রা শুরু করে ওই দিন দুপুর 2টো 50 মিনিটে শালিমার স্টেশনে পৌঁছবে । ট্রেনটিতে 2টি বাতানকুল চেয়ার কার, 12টি চেয়ার কার ও 2টি সাধারণ দ্বিতীয় শ্রেণির কামরা থাকবে বলে জানানো হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে ।

আরও পড়ুন : গরমে পাহাড়ে ভ্রমণবিলাসীদের জন্য বিশেষ কোচ রেলের

একই ভ্রমণ পিপাসু বাঙালিদের দিঘা যাওয়ার জন্য দু'জোড়া স্পেশাল ট্রেন চালু করেছে দক্ষিণ-পূর্ব রেল । চলতি মাসের 23 ও 24 তারিখে সাঁতরাগাছি- দিঘা স্পেশাল ট্রেন চালু করছে দক্ষিণ-পূর্ব রেল । এই স্পেশাল ট্রেনটি উলুবেড়িয়া, বাগনান, মেছেদা, তমলুক ও কাঁথি স্টেশনে দাঁড়াবে।

হাওড়া, 23 জুন : রথযাত্রা উপলক্ষ্যে পুরী ও দিঘার জন্য স্পেশাল ট্রেনের ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেলওয়ে । হাওড়ার শালিমার থেকে আগামী 29 ও 30 জুন দু'জোড়া স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব রেল (Rathyatra Special Train)।

রেল সূত্রে খবর, শালিমার-পুরী স্পেশাল এই ট্রেনটি আগামী 29 তারিখে রাত 9টা 40 মিনিটে শালিমার থেকে যাত্রা শুরু করবে। পরদিন সকাল 7টায় পুরী পৌঁছবে । ওই দিনই রাত্রি 11টা 5 মিনিটে পুরী থেকে রওনা দিয়ে পরের দিন সকাল 9টা 30 মিনিটে শালিমার স্টেশনে এসে পৌঁছবে ট্রেনটি । এই বিশেষ ট্রেনটিতে 1টি বাতানকুল 2 টায়ার, 2টি বাতানকুল 3 টায়ার ও 11টি স্লিপার ক্লাস ও 6টি সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ থাকবে ।

অন্যদিকে শালিমার-পুরী স্পেশাল ট্রেনটি 29 তারিখ দুপুর 1টা 45 মিনিটে শালিমার থেকে যাত্রা শুরু করবে। ওই দিন রাত্রি 10টা 30 মিনিটে পুরী স্টেশনে পৌঁছবে । পরদিন ভোর 5টা 30 মিনিটে পুরী থেকে যাত্রা শুরু করে ওই দিন দুপুর 2টো 50 মিনিটে শালিমার স্টেশনে পৌঁছবে । ট্রেনটিতে 2টি বাতানকুল চেয়ার কার, 12টি চেয়ার কার ও 2টি সাধারণ দ্বিতীয় শ্রেণির কামরা থাকবে বলে জানানো হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে ।

আরও পড়ুন : গরমে পাহাড়ে ভ্রমণবিলাসীদের জন্য বিশেষ কোচ রেলের

একই ভ্রমণ পিপাসু বাঙালিদের দিঘা যাওয়ার জন্য দু'জোড়া স্পেশাল ট্রেন চালু করেছে দক্ষিণ-পূর্ব রেল । চলতি মাসের 23 ও 24 তারিখে সাঁতরাগাছি- দিঘা স্পেশাল ট্রেন চালু করছে দক্ষিণ-পূর্ব রেল । এই স্পেশাল ট্রেনটি উলুবেড়িয়া, বাগনান, মেছেদা, তমলুক ও কাঁথি স্টেশনে দাঁড়াবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.