ETV Bharat / state

'শ্রীরাম ধর্মনিরপেক্ষ নন...', আর কী বললেন পুরীর শংকরাচার্য ?

Shankaracharya of Puri Gobardhan Peeth: রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন না পুরীর গোবর্ধন পীঠের শংকরাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী ৷ হাওড়ায় এসে এই অনুষ্ঠানকে নিয়ে নিজের ক্ষোভের কথা জানালেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 2:21 PM IST

Updated : Jan 11, 2024, 2:56 PM IST

হাওড়ায় পুরীর গোবর্ধন পীঠের শংকরাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী

হাওড়া, 11 জানুয়ারি: শ্রীরাম ধর্মনিরপেক্ষ নন ৷ বললেন পুরীর গোবর্ধন পীঠের শংকরাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী ৷ রাম মন্দিরের উদ্বোধনে তিনি যে যাচ্ছেন না, তা আগেই জানিয়েছিলেন ৷ তাঁর অভিযোগ ধর্মীয় স্থানকে পর্যটন স্থানে পরিণত করা হয়েছে ৷ হাওড়াতে একটি অনুষ্ঠানে এসে এ প্রসঙ্গে বলতে গিয়েই এই নিয়ে নিজের নানা ক্ষোভের কথা ফের উগড়ে দিলেন পুরীর শংকরাচার্য ৷ সরাসরি প্রধানমন্ত্রীর নাম নিয়ে তিনি বললেন, "মোদিজি উদ্বোধন করবেন, মূর্তি স্পর্শ করবেন, আর আমি গিয়ে কি তালি বাজাব !"

আগামী 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান ৷ তাকে ঘিরেই এখন দেশজুড়ে সাজো সাজো রব ৷ সেই অনুষ্ঠানে দেশে তাবড় ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে ৷ সূত্রের খবর, মন্দিরের গর্ভগৃহের সিংহাসনে রামলালার মূর্তি নিজে হাতে স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই মতোই প্রধানমন্ত্রীকে রাম জন্মভূতি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ।

এ প্রসঙ্গে আজ হাওড়ায় পুরীর গোবর্ধন পীঠের শংকরাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী আবারও জানান যে, তিনি রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যাবেন না ৷ তাঁর কথায়, "শ্রীরাম ধর্মনিরপেক্ষ নন । ধর্মীয় স্থানকে পর্যটন কেন্দ্রে পরিণত করা হচ্ছে । এ ভাবে ধর্মের সঙ্গে ভোগ-বিলাসকে জুড়ে দেওয়া ঠিক নয় । রাম মন্দির নিয়ে যে ধরনের রাজনীতি করা হচ্ছে তা ঠিক নয় ।"

রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে তাঁর না থাকার কারণ জানতে চাইলে স্বামী নিশ্চলানন্দ সরস্বতী বলেন, "আমি যা খবর পেয়েছি, তাতে যদি মোদিজি উদ্বোধন করেন, মূর্তি স্পর্শ করেন, তাহলে আমি সেখানে গিয়ে কী করব ? হাততালি দেব ? আমার পদেরও মর্যাদা আছে । রাম মন্দিরে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা শাস্ত্র অনুযায়ী করা উচিত ।"

রাম মন্দিরে রামলালার মূর্তি স্থাপনের মতো ধর্মীয় অনুষ্ঠান শাস্ত্র মেনে হচ্ছে না বলে অভিযোগ পুরীর শংকরাচার্যের ৷ তাঁর এই বক্তব্য রাম মন্দির উদ্বোধনের পূর্বে নতুন বিতর্কের সৃষ্টি করবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল ।

আরও পড়ুন:

  1. জল্পনা উড়িয়ে রাম মন্দির উদ্বোধনে আসছেন লালকৃষ্ণ আদবানি
  2. অযোধ্যা ঘুরে দেখবেন না রামলালা, কেন ট্রাস্ট বাতিল করল শোভাযাত্রা ?
  3. রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রিত নবতিপর করসেবক, স্মৃতিচারণা বাবরি কাণ্ডের

হাওড়ায় পুরীর গোবর্ধন পীঠের শংকরাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী

হাওড়া, 11 জানুয়ারি: শ্রীরাম ধর্মনিরপেক্ষ নন ৷ বললেন পুরীর গোবর্ধন পীঠের শংকরাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী ৷ রাম মন্দিরের উদ্বোধনে তিনি যে যাচ্ছেন না, তা আগেই জানিয়েছিলেন ৷ তাঁর অভিযোগ ধর্মীয় স্থানকে পর্যটন স্থানে পরিণত করা হয়েছে ৷ হাওড়াতে একটি অনুষ্ঠানে এসে এ প্রসঙ্গে বলতে গিয়েই এই নিয়ে নিজের নানা ক্ষোভের কথা ফের উগড়ে দিলেন পুরীর শংকরাচার্য ৷ সরাসরি প্রধানমন্ত্রীর নাম নিয়ে তিনি বললেন, "মোদিজি উদ্বোধন করবেন, মূর্তি স্পর্শ করবেন, আর আমি গিয়ে কি তালি বাজাব !"

আগামী 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান ৷ তাকে ঘিরেই এখন দেশজুড়ে সাজো সাজো রব ৷ সেই অনুষ্ঠানে দেশে তাবড় ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে ৷ সূত্রের খবর, মন্দিরের গর্ভগৃহের সিংহাসনে রামলালার মূর্তি নিজে হাতে স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই মতোই প্রধানমন্ত্রীকে রাম জন্মভূতি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ।

এ প্রসঙ্গে আজ হাওড়ায় পুরীর গোবর্ধন পীঠের শংকরাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী আবারও জানান যে, তিনি রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যাবেন না ৷ তাঁর কথায়, "শ্রীরাম ধর্মনিরপেক্ষ নন । ধর্মীয় স্থানকে পর্যটন কেন্দ্রে পরিণত করা হচ্ছে । এ ভাবে ধর্মের সঙ্গে ভোগ-বিলাসকে জুড়ে দেওয়া ঠিক নয় । রাম মন্দির নিয়ে যে ধরনের রাজনীতি করা হচ্ছে তা ঠিক নয় ।"

রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে তাঁর না থাকার কারণ জানতে চাইলে স্বামী নিশ্চলানন্দ সরস্বতী বলেন, "আমি যা খবর পেয়েছি, তাতে যদি মোদিজি উদ্বোধন করেন, মূর্তি স্পর্শ করেন, তাহলে আমি সেখানে গিয়ে কী করব ? হাততালি দেব ? আমার পদেরও মর্যাদা আছে । রাম মন্দিরে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা শাস্ত্র অনুযায়ী করা উচিত ।"

রাম মন্দিরে রামলালার মূর্তি স্থাপনের মতো ধর্মীয় অনুষ্ঠান শাস্ত্র মেনে হচ্ছে না বলে অভিযোগ পুরীর শংকরাচার্যের ৷ তাঁর এই বক্তব্য রাম মন্দির উদ্বোধনের পূর্বে নতুন বিতর্কের সৃষ্টি করবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল ।

আরও পড়ুন:

  1. জল্পনা উড়িয়ে রাম মন্দির উদ্বোধনে আসছেন লালকৃষ্ণ আদবানি
  2. অযোধ্যা ঘুরে দেখবেন না রামলালা, কেন ট্রাস্ট বাতিল করল শোভাযাত্রা ?
  3. রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রিত নবতিপর করসেবক, স্মৃতিচারণা বাবরি কাণ্ডের
Last Updated : Jan 11, 2024, 2:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.