ETV Bharat / state

Train Cancelation List: রবিবার হাওড়া শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন, দেখে নিন তালিকা

Several train cancel in Howrah Division: হাওড়া ডিভিসনের ওভারহেড তারে কাজের জন্য রবিবার বাতিল হয়েছে একাধিক লোকাল ট্রেন ৷ পাশাপাশি বেশ কিছু ট্রেনের সময়-সীমাও পরিবর্তন করা হয়েছে ৷ জানানো হয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষের তরফ থেকে ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Jul 29, 2023, 6:41 PM IST

হাওড়া, 29 জুলাই: রক্ষণাবেক্ষণের জন্য হাওড়ায় বাতিল হয়েছে একাধিক লোকাল ট্রেন ৷ বেশ কিছু ট্রেনের সময়সূচিরও পরিবর্তন করা হয়েছে ৷ রবিবার বাতিল করা হয়েছে এই ট্রেনগুলি ৷ হাওড়া ডিভিশনের ওভারহেড তারের রক্ষণাবেক্ষনের কাজের জন্য এই সিদ্ধান্ত । এমনটাই জানানো হয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে । সূত্রের খবর, হাওড়া ডিভিসনের হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া, কাটোয়া- আজিমগঞ্জ ও খানা-গুমানি শাখার একাধিক ট্রেন বাতিল হয়েছে ৷

হাওড়া থেকে 36825, 36827, 36033, 37915, 37827, 37235, 37237, 37819, 37651 নম্বরের লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ৷ বর্ধমান থেকে 36840, 36842, 03517, 37832, 36844 নম্বরের, মেমারি থেকে 37652 নম্বর, শিয়ালদহ থেকে 32227, 32229, 32231 নম্বর, ডানকুনি থেকে 32228, 32230, 32232 নম্বর, চন্দনপুর থেকে 36034 নম্বর, আসানসোল থেকে 03548 নম্বর, ব্যান্ডেল থেকে 37749, 37242, 37244, 37536, 37538 নম্বর, কাটোয়া থেকে 37748, 37924, 03035, 03095, 03097 নম্বরের ট্রেনগুলি বাতিল করা হয়েছে ৷ এছড়াও আজিমগঞ্জ থেকে 03096, 03098, 03036 নম্বর এবং নৈহাটি থেকে 37535, 37537 নম্বরের লোকাল ট্রেন রবিবার বাতিল করা হয়েছে ৷

ট্রেন বাতিলের পাশাপাশি বেশ কিছু ট্রেনের সময়সীমা পরিবর্তন করা হয়েছে ৷ রেলের তরফে জানানো হয়েছে, 13031 নম্বর ট্রেনটি হাওড়া থেকে বেলা 11টা 5 মিনিটের পরিবর্তে বেলা 12.20 মিনিটে ছাড়বে । 12347 আপ ট্রেনটি হাওড়া থেকে বেলা 11.55 মিনিটের পরিবর্তে দুপুর 11.55 মিনিটের
পরিবর্তে দুপুর 1.25 মিনিটে ছাড়বে । 12348 নম্বর ডাউন ট্রেনটি রামপুরহাট থেকে বিকাল 4.40 মিনিটের পরিবর্তে বিকাল 5.40 মিনিটে ছাড়বে ।
13054 নম্বর ডাউন ট্রেন রাধিকাপুর থেকে ভোর 5.45 মিনিটের পরিবর্তে সকাল 7.45 মিনিটে ছাড়বে । 13188 ডাউন ট্রেনটি রামপুরহাট থেকে দুপুর 2.05 মিনিটের পরিবর্তে দুপুর 2.30 মিনিটে ছাড়বে ।

আরও পড়ুন: টানা 10দিন হাওড়া থেকে বাতিল একাধিক লোকাল ট্রেন, দেখুন তালিকা

এছড়াও 12338 নম্বর ডাউন ট্রেন বোলপুর শান্তিনিকেতন থেকে দুপুর 1.10 মিনিটের পরিবর্তে দুপুর 1.40 মিনিটে ছাড়বে । 12339 আপ ট্রেনটি হাওড়া থেকে শনিবার বিকেল 5.20 মিনিটের পরিবর্তে বিকাল 5.50 মিনিটে ছাড়বে । 35017 আপ ট্রেনটি বর্ধমান থেকে দুপুর 2টোর পরিবর্তে দুপুর 3টে ছাড়বে । 03059 নম্বর আপ ট্রেনটি কাটোয়া জংশন থেকে দুপুর 1.05 মিনিটের পরিবর্তে দুপুর 2.30 মিনিটে ছাড়বে । 03061 আপ ট্রেনটি কাটোয়া জংশন থেকে দুপুর 2টোর পরিবর্তে দুপুর 2.40 মিনিটে ছাড়বে ।

আরও পড়ুন: অবরোধ উঠলেও দক্ষিণ-পূর্ব রেলে বাতিল বহু দূরপাল্লার ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথেও নিয়ন্ত্রণ করা হয়েছে ৷ 13466 নম্বর আপ ট্রেনটিকে যাত্রাপথে 30 মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে । 12504 নম্বর ডাউন ট্রেনের যাত্রাপথ 1 ঘণ্টার জন্য নিয়ন্ত্রণ করা হবে । 13015 নম্বর আপ ট্রেনের যাত্রাপথ 2 ঘণ্টার জন্য নিয়ন্ত্রণ করা হবে ।
13016 নম্বর ডাউন ট্রেনের যাত্রাপথ আসানসোল ডিভিশনে 2 ঘণ্টার জন্য নিয়ন্ত্রণ করা হবে । 03112 ডাউন ট্রেনটিকে যাত্রাপথে আসানসোল ডিভিশনে 1 ঘণ্টার জন্য নিয়ন্ত্রণ করা হবে রবিবার ৷

হাওড়া, 29 জুলাই: রক্ষণাবেক্ষণের জন্য হাওড়ায় বাতিল হয়েছে একাধিক লোকাল ট্রেন ৷ বেশ কিছু ট্রেনের সময়সূচিরও পরিবর্তন করা হয়েছে ৷ রবিবার বাতিল করা হয়েছে এই ট্রেনগুলি ৷ হাওড়া ডিভিশনের ওভারহেড তারের রক্ষণাবেক্ষনের কাজের জন্য এই সিদ্ধান্ত । এমনটাই জানানো হয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে । সূত্রের খবর, হাওড়া ডিভিসনের হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া, কাটোয়া- আজিমগঞ্জ ও খানা-গুমানি শাখার একাধিক ট্রেন বাতিল হয়েছে ৷

হাওড়া থেকে 36825, 36827, 36033, 37915, 37827, 37235, 37237, 37819, 37651 নম্বরের লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ৷ বর্ধমান থেকে 36840, 36842, 03517, 37832, 36844 নম্বরের, মেমারি থেকে 37652 নম্বর, শিয়ালদহ থেকে 32227, 32229, 32231 নম্বর, ডানকুনি থেকে 32228, 32230, 32232 নম্বর, চন্দনপুর থেকে 36034 নম্বর, আসানসোল থেকে 03548 নম্বর, ব্যান্ডেল থেকে 37749, 37242, 37244, 37536, 37538 নম্বর, কাটোয়া থেকে 37748, 37924, 03035, 03095, 03097 নম্বরের ট্রেনগুলি বাতিল করা হয়েছে ৷ এছড়াও আজিমগঞ্জ থেকে 03096, 03098, 03036 নম্বর এবং নৈহাটি থেকে 37535, 37537 নম্বরের লোকাল ট্রেন রবিবার বাতিল করা হয়েছে ৷

ট্রেন বাতিলের পাশাপাশি বেশ কিছু ট্রেনের সময়সীমা পরিবর্তন করা হয়েছে ৷ রেলের তরফে জানানো হয়েছে, 13031 নম্বর ট্রেনটি হাওড়া থেকে বেলা 11টা 5 মিনিটের পরিবর্তে বেলা 12.20 মিনিটে ছাড়বে । 12347 আপ ট্রেনটি হাওড়া থেকে বেলা 11.55 মিনিটের পরিবর্তে দুপুর 11.55 মিনিটের
পরিবর্তে দুপুর 1.25 মিনিটে ছাড়বে । 12348 নম্বর ডাউন ট্রেনটি রামপুরহাট থেকে বিকাল 4.40 মিনিটের পরিবর্তে বিকাল 5.40 মিনিটে ছাড়বে ।
13054 নম্বর ডাউন ট্রেন রাধিকাপুর থেকে ভোর 5.45 মিনিটের পরিবর্তে সকাল 7.45 মিনিটে ছাড়বে । 13188 ডাউন ট্রেনটি রামপুরহাট থেকে দুপুর 2.05 মিনিটের পরিবর্তে দুপুর 2.30 মিনিটে ছাড়বে ।

আরও পড়ুন: টানা 10দিন হাওড়া থেকে বাতিল একাধিক লোকাল ট্রেন, দেখুন তালিকা

এছড়াও 12338 নম্বর ডাউন ট্রেন বোলপুর শান্তিনিকেতন থেকে দুপুর 1.10 মিনিটের পরিবর্তে দুপুর 1.40 মিনিটে ছাড়বে । 12339 আপ ট্রেনটি হাওড়া থেকে শনিবার বিকেল 5.20 মিনিটের পরিবর্তে বিকাল 5.50 মিনিটে ছাড়বে । 35017 আপ ট্রেনটি বর্ধমান থেকে দুপুর 2টোর পরিবর্তে দুপুর 3টে ছাড়বে । 03059 নম্বর আপ ট্রেনটি কাটোয়া জংশন থেকে দুপুর 1.05 মিনিটের পরিবর্তে দুপুর 2.30 মিনিটে ছাড়বে । 03061 আপ ট্রেনটি কাটোয়া জংশন থেকে দুপুর 2টোর পরিবর্তে দুপুর 2.40 মিনিটে ছাড়বে ।

আরও পড়ুন: অবরোধ উঠলেও দক্ষিণ-পূর্ব রেলে বাতিল বহু দূরপাল্লার ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথেও নিয়ন্ত্রণ করা হয়েছে ৷ 13466 নম্বর আপ ট্রেনটিকে যাত্রাপথে 30 মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে । 12504 নম্বর ডাউন ট্রেনের যাত্রাপথ 1 ঘণ্টার জন্য নিয়ন্ত্রণ করা হবে । 13015 নম্বর আপ ট্রেনের যাত্রাপথ 2 ঘণ্টার জন্য নিয়ন্ত্রণ করা হবে ।
13016 নম্বর ডাউন ট্রেনের যাত্রাপথ আসানসোল ডিভিশনে 2 ঘণ্টার জন্য নিয়ন্ত্রণ করা হবে । 03112 ডাউন ট্রেনটিকে যাত্রাপথে আসানসোল ডিভিশনে 1 ঘণ্টার জন্য নিয়ন্ত্রণ করা হবে রবিবার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.