হাওড়া, 29 নভেম্বর: নভেম্বর মাসের শেষ হতে গেলেও দেখা নেই জাঁকিয়ে শীতের ৷ অথচ কুশায়ার ঢাকছে আকাশ ৷ বিশেষত ভোরের দিকে কুয়াশার প্রভাব বেশি থাকছে ৷ কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায় রেলের ট্র্যাকে ৷ তাই কোনওরকম দুর্ঘটনা এড়াতে একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিল পূর্ব রেল । 1 ডিসেম্বর থেকে 2 মার্চ পর্যন্ত একাধিক ট্রেন বাতিল করা হয়েছে ৷ এই ট্রেনের তালিকাতে রয়েছে বিভিন্ন দূরপাল্লার মেল, এক্সপ্রেস ও স্পেশাল ট্রেন ৷ এমনটাই জানিয়েছে পূর্ব রেল ।
সম্পূর্ণ বাতিল হওয়া ট্রেনের তালিকা
- 22198 বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি-কলকাতা সুপার ফাস্ট এক্সপ্রেস (13টি ট্রিপ) 1 ডিসেম্বর থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শুক্রবার বাতিল করা হয়েছে ।
- 22197 কলকাতা-বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি সুপার ফাস্ট এক্সপ্রেস (13টি ট্রিপ) 3 ডিসেম্বর থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি রবিবার বাতিল করা হয়েছে ।
- 14004 নয়াদিল্লি-মালদা টাউন এক্সপ্রেস (26টি ট্রিপ) 3 ডিসেম্বর থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি রবিবার এবং বৃহস্পতিবার বাতিল করা হয়েছে ।
- 14003 মালদা টাউন-নয়াদিল্লি এক্সপ্রেস (26টি ট্রিপ) 5 ডিসেম্বর থেকে 2 মার্চ পর্যন্ত প্রতি মঙ্গলবার ও শনিবার বাতিল করা হয়েছে ।
যাত্রাপথ কমানো ট্রেনের তালিকা:
- 12998 আজমের-শিয়ালদা সুপার ফাস্ট এক্সপ্রেস (39টি ট্রিপ) 2 ডিসেম্বর থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বাতিল করা হয়েছে ।
- 12997 শিয়ালদা-আজমের সুপার ফাস্ট এক্সপ্রেস (39টি ট্রিপ) 3 ডিসেম্বর থেকে 1 মার্চ পর্যন্ত প্রতি বুধবার, শুক্রবার ও রবিবার বাতিল করা হয়েছে ।
- 22406 আনন্দ বিহার-ভাগলপুর ট্রাই-উইকলি এক্সপ্রেস (13টি ট্রিপ) 6 ডিসেম্বর থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি বুধবার বাতিল করা হয়েছে ।
- 22405 ভাগলপুর-আনন্দ বিহার ট্রাই-উইকলি এক্সপ্রেস (13টি ট্রিপ) 7 ডিসেম্বর থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি বৃহস্পতিবার বাতিল করা হয়েছে ।
আংশিক বাতিল হওয়া ট্রেনের তালিকা
- 12177 হাওড়া–মথুরা উইকলি এক্সপ্রেস (13টি ট্রিপ) 1 ডিসেম্বর থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শুক্রবার আগ্রা-মথুরার মধ্যে বাতিল করা হয়েছে ।
- 12178 মথুরা-হাওড়া উইকলি এক্সপ্রেস (13টি ট্রিপ) 4 ডিসেম্বর থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি সোমবার মথুরা-আগ্রার মধ্যে বাতিল করা হয়েছে ।
আরও পড়ুন: