ETV Bharat / state

Train Cancellation: কুয়াশার জেরে বাতিল পূর্ব রেলের দূরপাল্লার একাধিক ট্রেন - পূর্ব রেল

ভোরের কুয়াশার জন্য দূরপাল্লার একাধিক ট্রেন সম্পূর্ণ ও আংশিক বাতিলের ঘোষণা করল পূর্ব রেল (Train Cancellation) । এক নজরে দেখে নিন বাতিল ট্রেনের তালিকা (Train List) ৷

Train Cancelletion
Train Cancelletion
author img

By

Published : Nov 17, 2022, 10:05 AM IST

হাওড়া, 17 নভেম্বর: রাজ্যে এখনও শীত সেভাবে পড়েনি ৷ তবে ভোরের কুয়াশা দিন দিন বাড়ছে (Trains cancelled due to fog) ৷ যার কারণে ইতিমধ্যেই চলতি বছরে পূর্ব রেলের (Eastern Railway) ট্রেন চলাচলে প্রভাব পড়তে শুরু করেছে । পূর্ব রেলের তরফ থেকে 1 ডিসেম্বর 2022 থেকে 2 মার্চ 2023 পর্যন্ত একাধিক মেল এবং এক্সপ্রেস ও স্পেশাল দূরপাল্লার ট্রেনের পরিষেবা সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Cancel Train list) ।

সম্পূর্ণ বাতিল হওয়া ট্রেনগুলি:

  • 22198 বীরাঙ্গানা লক্ষ্মীবাই ঝাঁসি - কলকাতা সুপার ফাস্ট এক্সপ্রেস 2 ডিসেম্বর - 24 ফেব্রুয়ারি প্রতি শুক্রবার (13টি ট্রিপ) বাতিল করা হয়েছে ।
  • 22197 কলকাতা - বীরাঙ্গানা লক্ষ্মীবাই ঝাঁসি সুপার ফাস্ট এক্সপ্রেস 4 ডিসেম্বর থেকে 26 ফেব্রুয়ারি প্রতি রবিবার (13টি ট্রিপ) বাতিল করা হয়েছে।
  • 14004 নয়াদিল্লি - মালদা টাউন এক্সপ্রেস 1 ডিসেম্বর থেকে 26 ফেব্রুয়ারি (26টি ট্রিপ)প্রতি রবিবার ও বৃহস্পতিবার বাতিল করা হয়েছে।
  • 14003 মালদা টাউন - নয়াদিল্লি এক্সপ্রেস 3 ডিসেম্বর থেকে 2 ফেব্রুয়ারি (26 টি ট্রিপ) প্রতি মঙ্গলবার ও শনিবার বাতিল করা হয়েছে ।
  • 12357 কলকাতা - অমৃতসর এক্সপ্রেস 3 ডিসেম্বর থেকে 28 ফেব্রুয়ারি (26টি ট্রিপ) প্রতি মঙ্গলবার ও শনিবার বাতিল করা হয়েছে ।
  • 12358 অমৃতসর - কলকাতা এক্সপ্রেস 5 ডিসেম্বর থেকে 2 ফেব্রুয়ারি (26টি ট্রিপ) প্রতি বৃহস্পতিবার ও সোমবার বাতিল করা হয়েছে ।
  • 12317 কলকাতা - অমৃতসর এক্সপ্রেস 4 ডিসেম্বর থেকে 26 ফেব্রুয়ারি (25টি ট্রিপ ) প্রতি বুধবার ও রবিবার বাতিল করা হয়েছে।
  • 12318 অমৃতসর - কলকাতা এক্সপ্রেস 6 ডিসেম্বর থেকে 27 ফেব্রুয়ারি (25 টি ট্রিপ ) শুক্রবার ও মঙ্গলবার বাতিল করা হয়েছে ।
  • 12369 হাওড়া - দেরাদুন সুপার ফাস্ট এক্সপ্রেস 1 ডিসেম্বর থেকে 27 ফেব্রুয়ারি (64টি ট্রিপ) প্রতি সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রবিবার বাতিল করা হয়েছে ।
  • 12370 দেরাদুন - হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস 2 ডিসেম্বর থেকে 28 ফেব্রুয়ারি (64টি ট্রিপ) প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার ও সোমবার বাতিল করা হয়েছে ।
  • 15620 কামাখ্যা - গয়া এক্সপ্রেস 5 ডিসেম্বর থেকে 27 ফেব্রুয়ারি (13টি ট্রিপ ) প্রতি সোমবার বাতিল করা হয়েছে ।
  • 15619 গয়া - কামাখ্যা এক্সপ্রেস 6 ডিসেম্বর 2022 থেকে 28 ফেব্রুয়ারি (13টি ট্রিপ ) প্রতি মঙ্গলবার বাতিল করা হয়েছে ।

সংখ্যা কমছে এই ট্রেনগুলির:

  • 12988 আজমের - শিয়ালদা সুপার ফাস্ট এক্সপ্রেস 1 ডিসেম্বর থেকে 28 ফেব্রুয়ারি (39টি ট্রিপ) প্রতি মঙ্গলবার এবং শনিবার বাতিল করা হয়েছে । 12987 শিয়ালদা - আজমের সুপার ফাস্ট এক্সপ্রেস 2 ডিসেম্বর থেকে 1 মার্চ (39টি ট্রিপ) প্রতি বুধবার, শুক্রবার, রবিবার বাতিল করা হয়েছে । 22406 আনন্দ বিহার - ভাগালপুর ত্রি সাপ্তাহিক এক্সপ্রেস 7 ডিসেম্বর থেকে 22 ফেব্রুয়ারি (12টি ট্রিপ) প্রতি বুধবার বাতিল করা হয়েছে ।
  • 22405 ভাগালপুর - আনন্দ বিহার ত্রি সাপ্তাহিক এক্সপ্রেস 8 ডিসেম্বর থেকে 23 ফেব্রুয়ারি (12টি ট্রিপ) প্রতি বুধবার বাতিল করা হয়েছে।
  • 12367 ভাগালপুর - আনন্দ বিহার এক্সপ্রেস 12 ডিসেম্বর থেকে 28 ফেব্রুয়ারি (26টি ট্রিপ) প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার বাতিল করা হয়েছে।
  • 12368 আনন্দ বিহার - ভাগালপুর এক্সপ্রেস 2 ডিসেম্বর থেকে 1 মার্চ (26টি ট্রিপ) প্রতি বুধবার ও শুক্রবার বাতিল করা হয়েছে ।
  • 13019 হাওড়া – কাঠগোদাম এক্সপ্রেস 4 ডিসেম্বর থেকে 26 ফেব্রুয়ারি (13টি ট্রিপ) প্রতি রবিবার বাতিল করা হয়েছে ।
  • 13020 কাঠগোদাম - হাওড়া এক্সপ্রেস 6 ডিসেম্বর থেকে 28 ফেব্রুয়ারী (13টি ট্রিপ ) প্রতি মঙ্গলবার বাতিল করা হয়েছে ।

আংশিক বাতিল ট্রেনের তালিকা:

  • 12171 হাওড়া – মথুরা উইকলি এক্সপ্রেস 2 ডিসেম্বর থেকে 24 ফেব্রুয়ারি (13টি ট্রিপ) আগ্রা এবং মথুরার মধ্যে বাতিল করা হয়েছে ।
  • 12178 মথুরা - হাওড়া উইকলি এক্সপ্রেস 5 ডিসেম্বর থেকে 27 ফেব্রুয়ারি (13টি ট্রিপ) আগ্রা এবং মথুরার মধ্যে বাতিল করা হয়েছে ।
  • 12319 কলকাতা – আগ্রা ক্যান্টন্টমেন্ট উইকলি সুপার ফাস্ট এক্সপ্রেস 7 ডিসেম্বর থেকে 22 ফেব্রুয়ারি (12টি ট্রিপ) আগ্রা এবং মথুরার মধ্যে বাতিল করা হয়েছে ।
  • 12320 আগ্রা ক্যান্টন্টমেন্ট- কলকাতা উইকলি সুপার ফাস্ট এক্সপ্রেস 8 ডিসেম্বর থেকে 23 ফেব্রুয়ারি (12টি ট্রিপ) আগ্রা এবং মথুরার মধ্যে বাতিল করা হয়েছে ।

হাওড়া, 17 নভেম্বর: রাজ্যে এখনও শীত সেভাবে পড়েনি ৷ তবে ভোরের কুয়াশা দিন দিন বাড়ছে (Trains cancelled due to fog) ৷ যার কারণে ইতিমধ্যেই চলতি বছরে পূর্ব রেলের (Eastern Railway) ট্রেন চলাচলে প্রভাব পড়তে শুরু করেছে । পূর্ব রেলের তরফ থেকে 1 ডিসেম্বর 2022 থেকে 2 মার্চ 2023 পর্যন্ত একাধিক মেল এবং এক্সপ্রেস ও স্পেশাল দূরপাল্লার ট্রেনের পরিষেবা সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Cancel Train list) ।

সম্পূর্ণ বাতিল হওয়া ট্রেনগুলি:

  • 22198 বীরাঙ্গানা লক্ষ্মীবাই ঝাঁসি - কলকাতা সুপার ফাস্ট এক্সপ্রেস 2 ডিসেম্বর - 24 ফেব্রুয়ারি প্রতি শুক্রবার (13টি ট্রিপ) বাতিল করা হয়েছে ।
  • 22197 কলকাতা - বীরাঙ্গানা লক্ষ্মীবাই ঝাঁসি সুপার ফাস্ট এক্সপ্রেস 4 ডিসেম্বর থেকে 26 ফেব্রুয়ারি প্রতি রবিবার (13টি ট্রিপ) বাতিল করা হয়েছে।
  • 14004 নয়াদিল্লি - মালদা টাউন এক্সপ্রেস 1 ডিসেম্বর থেকে 26 ফেব্রুয়ারি (26টি ট্রিপ)প্রতি রবিবার ও বৃহস্পতিবার বাতিল করা হয়েছে।
  • 14003 মালদা টাউন - নয়াদিল্লি এক্সপ্রেস 3 ডিসেম্বর থেকে 2 ফেব্রুয়ারি (26 টি ট্রিপ) প্রতি মঙ্গলবার ও শনিবার বাতিল করা হয়েছে ।
  • 12357 কলকাতা - অমৃতসর এক্সপ্রেস 3 ডিসেম্বর থেকে 28 ফেব্রুয়ারি (26টি ট্রিপ) প্রতি মঙ্গলবার ও শনিবার বাতিল করা হয়েছে ।
  • 12358 অমৃতসর - কলকাতা এক্সপ্রেস 5 ডিসেম্বর থেকে 2 ফেব্রুয়ারি (26টি ট্রিপ) প্রতি বৃহস্পতিবার ও সোমবার বাতিল করা হয়েছে ।
  • 12317 কলকাতা - অমৃতসর এক্সপ্রেস 4 ডিসেম্বর থেকে 26 ফেব্রুয়ারি (25টি ট্রিপ ) প্রতি বুধবার ও রবিবার বাতিল করা হয়েছে।
  • 12318 অমৃতসর - কলকাতা এক্সপ্রেস 6 ডিসেম্বর থেকে 27 ফেব্রুয়ারি (25 টি ট্রিপ ) শুক্রবার ও মঙ্গলবার বাতিল করা হয়েছে ।
  • 12369 হাওড়া - দেরাদুন সুপার ফাস্ট এক্সপ্রেস 1 ডিসেম্বর থেকে 27 ফেব্রুয়ারি (64টি ট্রিপ) প্রতি সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রবিবার বাতিল করা হয়েছে ।
  • 12370 দেরাদুন - হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস 2 ডিসেম্বর থেকে 28 ফেব্রুয়ারি (64টি ট্রিপ) প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার ও সোমবার বাতিল করা হয়েছে ।
  • 15620 কামাখ্যা - গয়া এক্সপ্রেস 5 ডিসেম্বর থেকে 27 ফেব্রুয়ারি (13টি ট্রিপ ) প্রতি সোমবার বাতিল করা হয়েছে ।
  • 15619 গয়া - কামাখ্যা এক্সপ্রেস 6 ডিসেম্বর 2022 থেকে 28 ফেব্রুয়ারি (13টি ট্রিপ ) প্রতি মঙ্গলবার বাতিল করা হয়েছে ।

সংখ্যা কমছে এই ট্রেনগুলির:

  • 12988 আজমের - শিয়ালদা সুপার ফাস্ট এক্সপ্রেস 1 ডিসেম্বর থেকে 28 ফেব্রুয়ারি (39টি ট্রিপ) প্রতি মঙ্গলবার এবং শনিবার বাতিল করা হয়েছে । 12987 শিয়ালদা - আজমের সুপার ফাস্ট এক্সপ্রেস 2 ডিসেম্বর থেকে 1 মার্চ (39টি ট্রিপ) প্রতি বুধবার, শুক্রবার, রবিবার বাতিল করা হয়েছে । 22406 আনন্দ বিহার - ভাগালপুর ত্রি সাপ্তাহিক এক্সপ্রেস 7 ডিসেম্বর থেকে 22 ফেব্রুয়ারি (12টি ট্রিপ) প্রতি বুধবার বাতিল করা হয়েছে ।
  • 22405 ভাগালপুর - আনন্দ বিহার ত্রি সাপ্তাহিক এক্সপ্রেস 8 ডিসেম্বর থেকে 23 ফেব্রুয়ারি (12টি ট্রিপ) প্রতি বুধবার বাতিল করা হয়েছে।
  • 12367 ভাগালপুর - আনন্দ বিহার এক্সপ্রেস 12 ডিসেম্বর থেকে 28 ফেব্রুয়ারি (26টি ট্রিপ) প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার বাতিল করা হয়েছে।
  • 12368 আনন্দ বিহার - ভাগালপুর এক্সপ্রেস 2 ডিসেম্বর থেকে 1 মার্চ (26টি ট্রিপ) প্রতি বুধবার ও শুক্রবার বাতিল করা হয়েছে ।
  • 13019 হাওড়া – কাঠগোদাম এক্সপ্রেস 4 ডিসেম্বর থেকে 26 ফেব্রুয়ারি (13টি ট্রিপ) প্রতি রবিবার বাতিল করা হয়েছে ।
  • 13020 কাঠগোদাম - হাওড়া এক্সপ্রেস 6 ডিসেম্বর থেকে 28 ফেব্রুয়ারী (13টি ট্রিপ ) প্রতি মঙ্গলবার বাতিল করা হয়েছে ।

আংশিক বাতিল ট্রেনের তালিকা:

  • 12171 হাওড়া – মথুরা উইকলি এক্সপ্রেস 2 ডিসেম্বর থেকে 24 ফেব্রুয়ারি (13টি ট্রিপ) আগ্রা এবং মথুরার মধ্যে বাতিল করা হয়েছে ।
  • 12178 মথুরা - হাওড়া উইকলি এক্সপ্রেস 5 ডিসেম্বর থেকে 27 ফেব্রুয়ারি (13টি ট্রিপ) আগ্রা এবং মথুরার মধ্যে বাতিল করা হয়েছে ।
  • 12319 কলকাতা – আগ্রা ক্যান্টন্টমেন্ট উইকলি সুপার ফাস্ট এক্সপ্রেস 7 ডিসেম্বর থেকে 22 ফেব্রুয়ারি (12টি ট্রিপ) আগ্রা এবং মথুরার মধ্যে বাতিল করা হয়েছে ।
  • 12320 আগ্রা ক্যান্টন্টমেন্ট- কলকাতা উইকলি সুপার ফাস্ট এক্সপ্রেস 8 ডিসেম্বর থেকে 23 ফেব্রুয়ারি (12টি ট্রিপ) আগ্রা এবং মথুরার মধ্যে বাতিল করা হয়েছে ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.