পাঁচলা, 24 অগস্ট: বুধবার বিকেলে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে চারজন যাত্রীর । দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় আরও ছয়জন ৷ তাঁদের গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে (Panchla Accident) । পুরো ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷
আরও পড়ুন: জিপিওর সামনে বোমাতঙ্ক, গোপনীয়তার সঙ্গেই সম্পন্ন অভিযান
জানা গিয়েছে, এদিন পাঁচটা নাগাদ পাঁচলা থানার ধূলোর বাঁধে মুচিঘাটা-করুণাময়ী রুটের একটি বাস দ্রুতগতিতে মুচিঘাটা যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে উলটো দিক থেকে আসা একটি লরিকে মুখোমুখি ধাক্কা মারে । ঘটনাস্থলে মৃত্যু হয় চারজনের । দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে ৷ সঙ্গে সঙ্গে জখম যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় । মৃত ও জখম যাত্রীদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ।
দুর্ঘটনার খবর পেয়ে পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক ও পাঁচলার বিডিও এষা ঘোষ । এদিনেরর দুর্ঘটনায় পুলিশ ও প্রশাসনের কাজে সন্তুষ্ট বলেই জানান পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক। তিনি জানান, যে মহিলা মারা গিয়েছেন এখনও তাঁর পরিচয় জানা যায়নি । তবে বাস ও লরির চালক দু'জনেই মৃত বলেই জানান তিনি । পাশাপাশি বাস কনডাক্টর মৃত কি না, সে বিষয়ে নিশ্চিত করে তিনি জানাতে পারেননি । তবে তিনি জানান, অনেকে গুরুতর আহত অবস্থায় হাওড়া, গাববেড়িয়া ও কলকাতাতে স্থানান্তরিত করা হয়েছে । তাঁদের বর্তমান পরিস্থিতি তার অজানা বলেই তিনি জানান ।
প্রত্যক্ষদর্শী জামিরুল ইসলাম মোল্লা জানান, দুটো বাসকে অতিক্রম করছিল দুর্ঘটনাগ্রস্ত বাসটি ৷ এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিকে ধাক্কা মারে ৷ বাসের চালক ঘটনাস্থলেই মারা যান ৷ স্থানীয়রাই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ৷ ঘটনার পর কিছুটা যানজট তৈরি হলে স্থানীয়রাই পরিস্থতি সামাল দেয় ৷
স্থানীয় বাসিন্দা বাদশা মল্লিক জানান, দুর্ঘটনার পর প্রশাসন ঠিক সময়েই চলে এসছিল ৷ স্থানীয়রা খুবই সাহায্য করেছে ৷