হাওড়া, 20 অগস্ট : নির্বাচনের পর তৃণমূল ফের ক্ষমতায় আসার পর থেকেই দিকে দিকে চলছে দল ছাড়ার হিড়িক ৷ নেতা থেকে কর্মী, কে নেই সেই দলে ৷ এবার হাওড়া গ্রামীণ জেলায় ভাঙনের মুখে বিজেপি ৷
বিজেপির দখলে থাকা বানিবন গ্রাম পঞ্চায়েতের পাঁচজন ও ফরওয়ার্ড ব্লকের এক সদস্য আজ যোগ দেন তৃণমূলে । বানিবন গ্রাম পঞ্চায়েতের মোট 24টি আসনের মধ্যে 14টিই ছিল বিজেপির দখলে ৷ বাকি 9টি আসন তৃণমূল কংগ্রেস ও একটি আসনে জয়ী হয় ফরওয়ার্ড ব্লক ৷
কিন্তু আজকের যোগদানের পর পঞ্চায়েতে 9 থেকে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হল 15 ৷ অন্যদিকে 14 থেকে বিজেপির আসন সংখ্যা কমে হল 8 । আজ করাতবেড়িয়ায় তৃণমূল কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজি ।
এদিন তিনি বলেন, "আগামী সাতদিনের মধ্যে বানিবন গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হবে এবং তৃণমূল কংগ্রেস বানিবন পঞ্চায়েতের দখল নেবে ।" পাশাপাশি অন্য দল থেকে আসা 10 হাজার সমর্থকদের নিয়ে বিজয় উৎসব করা হবে বলেও এদিন জানান বিধায়ক ।
আরও পড়ুন : হাওড়ায় বিজেপির পার্টি অফিসে বিক্ষোভ বিক্ষুব্ধ কর্মীদের