ETV Bharat / state

Santragachi Bridge to be Closed: মোরবি থেকে শিক্ষা ! দেড় মাস বন্ধ রেখে মেরামতি হবে সাঁতরাগাছি সেতুর - মোরবি সেতু বিপর্যয়

একটানা দেড় মাসের জন্য বন্ধ হতে চলেছে সাঁতরাগাছি সেতু (Santragachi Bridge to be Closed)। সেতু বন্ধের জেরে দুর্ভাগে পড়তে পারেন নিত্যযাত্রীরা (Santragachi bridge repair)।

Santragachi bridge to be closed for one and a half months for repair
মোরবি থেকে শিক্ষা ! দেড় মাস বন্ধ রেখে মেরামতি হবে সাঁতরাগাছি সেতুর
author img

By

Published : Nov 1, 2022, 6:19 PM IST

হাওড়া, 1 নভেম্বর: গুজরাতের (Morbi Bridge Collapse) মোরবিতে ঝুলন্ত সেতুর দুর্ঘটনা (Santragachi Bridge to be Closed) থেকে আগাম শিক্ষা নিয়ে এ বার রাজ্যের বিভিন্ন সেতুর স্বাস্থ্য পরীক্ষার দিকে নজর দিয়েছে নবান্ন (Santragachi Bridge Repair)। দ্রুততার সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলার পুরনো ও ব্যস্ত সেতুগুলির হালহকিকত জানতে সেগুলোর স্বাস্থ্য পরীক্ষার দিকে গুরুত্ব দিয়েছে রাজ্য প্রশাসন । হাওড়া ও কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রতিদিন গড়ে কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে 70 হাজার গাড়ি চলাচল করে । আর এই তথ্য সামনে আসার পরই চিন্তার ভাঁজ পড়েছে রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নের কপালে । সূত্র মারফৎ জানা যাচ্ছে, চলতি মাসের 5 তারিখ থেকে প্রায় দেড় মাস বন্ধ থাকবে সাঁতরাগাছি সেতু ।

এই খবর প্রকাশ্যে আসতেই এখন চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে । এই দেড় মাস ধরে চলবে সেতু মেরামতি করার কাজ । ইতিমধ্যেই ওই রাস্তা ব্যবহারকারী গাড়ির উপরে সমীক্ষা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে । সমীক্ষায় প্রকাশ, কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে দৈনিক 70 হাজার গাড়ি চলে ।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, কোনা এক্সপ্রেসওয়ের উপর সাঁতরাগাছি রেল সেতুর গার্ডার বদলানোর কাজ করা হবে । আর সেতুটির বাকি অংশের মেরামতির কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । হাওড়া সিটি পুলিশের তরফে জানা যাচ্ছে, 5 নভেম্বর থেকে শুরু হতে পারে এই কাজ । তবে প্রশ্ন উঠছে সাঁতরাগাছি সেতু দিয়ে যে পরিমাণে যানবাহন চলাচল করে, তাদের কোন রাস্তা দিয়ে ঘোরানো হবে ? এই সমস্যার সমাধানে নিজেদের মধ্যে আলোচনাতে বসতে চলেছে রাজ্য ট্রাফিকের উচ্চ পদস্থ আধিকারিকরা । এই রাস্তা দিয়ে যাতায়াতকারী বিপুল সংখ্যার ট্রলারগুলিকে কোন দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে, তার সমাধান সূত্র খুঁজতে আলোচনাতে অংশ নেবেন রাজ্যের পূর্ত দফতরের উচ্চ পদস্থ আধিকারিকরাও ।

ইতিমধ্যেই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠীর নেতৃত্বে সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা সাঁতরাগাছি সেতু ও কোনা এক্সপ্রেসওয়ে পরিদর্শন করেন । হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কোনা এক্সপ্রেসওয়ের চার লেনের রাস্তা সাঁতরাগাছি সেতুতে গিয়ে দু’লেন হয়ে গিয়েছে । সেই কারণেই সেতুর উপরে গাড়ির প্রচুর চাপ থাকে । যানবাহনকে সেতু মেরামতের সময় কোথা দিয়ে ঘোরানো হবে বা কীভাবে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হবে, এখন সেটাই সরেজমিন খতিয়ে দেখা চলছে ।

আরও পড়ুন: সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে নামি ঘড়ি প্রস্তুতকারক সংস্থা, কিন্ত কেন ? উত্তর অজানা মোরবি প্রশাসনের

যদিও গোটা প্রক্রিয়াকে সম্পন্ন করতে কোনা এক্সপ্রেসওয়ে এবং সংলগ্ন এলাকায় প্রায় 800 পুলিশকর্মী মোতায়েত করা হবে বলে হাওড়া ট্রাফিক বিভাগ সূত্রে খবর । এছাড়া বিভিন্ন স্থানে পুলিশের গার্ডরেল ও ভ্যান রাখার পরিকল্পনা রয়েছে । যে কোনও সমস্যা হলে এবং যানজট হলে সহজেই তার মোকাবিলা করা সম্ভব হয় ।

প্রসঙ্গত, এর আগে 2016 সালে একবার সেতুর গার্ডার মেরামত করার কাজ করা হয় । আবার 6 বছর বাদে সেগুলিকে ফের মেরামতির প্রয়োজন আছে বলে রাজ্য সরকারকে জানিয়েছেন রাজ্য পূর্ত দফতর ও কেএমডি–এর ইঞ্জিনিয়াররা । এছাড়াও দীর্ঘদিন ধরেই সাঁতারাগাছি সেতুকে চার লেনের সেতুতে পরিণত করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা এখনও বিশ বাঁও জলে পড়ে রয়েছে । সেক্ষেত্রে দক্ষিণ-পূর্ব রেলের জায়গাতে অদূর ভবিষ্যতে যদি ওই চার লেনের সেতু নির্মাণের কাজ রাজ্য সরকার শুরু করতে পারে, সেক্ষেত্রে নিত্যযাত্রী-সহ ওই রাস্তায় যাতায়াতকারী সাধারণ মানুষের কষ্ট অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে । এছাড়াও সেতুর এই সম্প্রসারণের কাজের জন্য আটকে রয়েছে পরিবেশ আদালতের নির্দেশ মতো বাবুঘাট থেকে সাঁতরাগাছিতে বাস স্ট্যান্ড সরিয়ে আনার কাজও ।

হাওড়া, 1 নভেম্বর: গুজরাতের (Morbi Bridge Collapse) মোরবিতে ঝুলন্ত সেতুর দুর্ঘটনা (Santragachi Bridge to be Closed) থেকে আগাম শিক্ষা নিয়ে এ বার রাজ্যের বিভিন্ন সেতুর স্বাস্থ্য পরীক্ষার দিকে নজর দিয়েছে নবান্ন (Santragachi Bridge Repair)। দ্রুততার সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলার পুরনো ও ব্যস্ত সেতুগুলির হালহকিকত জানতে সেগুলোর স্বাস্থ্য পরীক্ষার দিকে গুরুত্ব দিয়েছে রাজ্য প্রশাসন । হাওড়া ও কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রতিদিন গড়ে কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে 70 হাজার গাড়ি চলাচল করে । আর এই তথ্য সামনে আসার পরই চিন্তার ভাঁজ পড়েছে রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নের কপালে । সূত্র মারফৎ জানা যাচ্ছে, চলতি মাসের 5 তারিখ থেকে প্রায় দেড় মাস বন্ধ থাকবে সাঁতরাগাছি সেতু ।

এই খবর প্রকাশ্যে আসতেই এখন চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে । এই দেড় মাস ধরে চলবে সেতু মেরামতি করার কাজ । ইতিমধ্যেই ওই রাস্তা ব্যবহারকারী গাড়ির উপরে সমীক্ষা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে । সমীক্ষায় প্রকাশ, কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে দৈনিক 70 হাজার গাড়ি চলে ।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, কোনা এক্সপ্রেসওয়ের উপর সাঁতরাগাছি রেল সেতুর গার্ডার বদলানোর কাজ করা হবে । আর সেতুটির বাকি অংশের মেরামতির কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । হাওড়া সিটি পুলিশের তরফে জানা যাচ্ছে, 5 নভেম্বর থেকে শুরু হতে পারে এই কাজ । তবে প্রশ্ন উঠছে সাঁতরাগাছি সেতু দিয়ে যে পরিমাণে যানবাহন চলাচল করে, তাদের কোন রাস্তা দিয়ে ঘোরানো হবে ? এই সমস্যার সমাধানে নিজেদের মধ্যে আলোচনাতে বসতে চলেছে রাজ্য ট্রাফিকের উচ্চ পদস্থ আধিকারিকরা । এই রাস্তা দিয়ে যাতায়াতকারী বিপুল সংখ্যার ট্রলারগুলিকে কোন দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে, তার সমাধান সূত্র খুঁজতে আলোচনাতে অংশ নেবেন রাজ্যের পূর্ত দফতরের উচ্চ পদস্থ আধিকারিকরাও ।

ইতিমধ্যেই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠীর নেতৃত্বে সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা সাঁতরাগাছি সেতু ও কোনা এক্সপ্রেসওয়ে পরিদর্শন করেন । হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কোনা এক্সপ্রেসওয়ের চার লেনের রাস্তা সাঁতরাগাছি সেতুতে গিয়ে দু’লেন হয়ে গিয়েছে । সেই কারণেই সেতুর উপরে গাড়ির প্রচুর চাপ থাকে । যানবাহনকে সেতু মেরামতের সময় কোথা দিয়ে ঘোরানো হবে বা কীভাবে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হবে, এখন সেটাই সরেজমিন খতিয়ে দেখা চলছে ।

আরও পড়ুন: সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে নামি ঘড়ি প্রস্তুতকারক সংস্থা, কিন্ত কেন ? উত্তর অজানা মোরবি প্রশাসনের

যদিও গোটা প্রক্রিয়াকে সম্পন্ন করতে কোনা এক্সপ্রেসওয়ে এবং সংলগ্ন এলাকায় প্রায় 800 পুলিশকর্মী মোতায়েত করা হবে বলে হাওড়া ট্রাফিক বিভাগ সূত্রে খবর । এছাড়া বিভিন্ন স্থানে পুলিশের গার্ডরেল ও ভ্যান রাখার পরিকল্পনা রয়েছে । যে কোনও সমস্যা হলে এবং যানজট হলে সহজেই তার মোকাবিলা করা সম্ভব হয় ।

প্রসঙ্গত, এর আগে 2016 সালে একবার সেতুর গার্ডার মেরামত করার কাজ করা হয় । আবার 6 বছর বাদে সেগুলিকে ফের মেরামতির প্রয়োজন আছে বলে রাজ্য সরকারকে জানিয়েছেন রাজ্য পূর্ত দফতর ও কেএমডি–এর ইঞ্জিনিয়াররা । এছাড়াও দীর্ঘদিন ধরেই সাঁতারাগাছি সেতুকে চার লেনের সেতুতে পরিণত করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা এখনও বিশ বাঁও জলে পড়ে রয়েছে । সেক্ষেত্রে দক্ষিণ-পূর্ব রেলের জায়গাতে অদূর ভবিষ্যতে যদি ওই চার লেনের সেতু নির্মাণের কাজ রাজ্য সরকার শুরু করতে পারে, সেক্ষেত্রে নিত্যযাত্রী-সহ ওই রাস্তায় যাতায়াতকারী সাধারণ মানুষের কষ্ট অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে । এছাড়াও সেতুর এই সম্প্রসারণের কাজের জন্য আটকে রয়েছে পরিবেশ আদালতের নির্দেশ মতো বাবুঘাট থেকে সাঁতরাগাছিতে বাস স্ট্যান্ড সরিয়ে আনার কাজও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.