ETV Bharat / state

POCSO accused Panchayat Pradhan: পকসো মামলায় অবশেষে গ্রেফতার 1

ইটিভি ভারতের খবরের জের। পকসো মামলায় গ্রেফতার 1। এখনও অধরা পঞ্চায়েত প্রধানের স্বামী-সহ চার (Police Arrest one Accused in POCSO Case) ।

author img

By

Published : Feb 12, 2022, 9:59 PM IST

POCSO accused Panchayat Pradhan
পকসো মামলায় অবশেষে গ্রেফতার 1

হাওড়া, 12 ফেব্রুয়ারি: ইটিভি ভারতের খবরের জের । পকসো মামলায় গ্রেফতার 1 (Police Arrest one Accused in POCSO Case) । এখনও অধরা পঞ্চায়েত প্রধানের স্বামী-সহ চার । শনিবার অভিযুক্ত সিরাজ আনসারিকে গ্রেফতার করেছে সাঁকরাইল থানার পুলিশ । পকসোর মতো জামিন অযোগ্য ধরায় এফআইআরে নাম থাকার পরেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করে আদালতের দারস্থ হয়েছিলেন নিগৃহিতার পরিবারের সদস্যরা ।

আরও পড়ুন : POCSO accused Panchayat Pradhan : বানুপুরে পকসোয় অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

পকসো মামলায় 1 অভিযুক্ত গ্রেফতার হলেও পঞ্চায়েত প্রধানের স্বামী-সহ আরও 4 অভিযুক্ত অধরা (POCSO accused Panchayat Pradhan)। এরকমই অভিযোগ নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে । ঘটনার সূত্রপাত ওই এলাকার একটি পুকুর ভরাট করা নিয়ে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার একটি পুকুর ভরাট করে আবাসন তৈরির পরিকল্পনা করছিল বানুপুর-1 গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তাঁর স্বামী । তাঁরা তৃণমূল কংগ্রেসের সদস্য । তা বন্ধ করতে এলাকাবাসী স্থানীয় পঞ্চায়েতে গণ-স্বাক্ষর সম্বলিত অভিযোগপত্র জমা করে । তাতে সই করেছিলেন ওই নাবালিকা । তার পরিবারের অভিযোগ, সই করার অপরাধে তার উপর নির্যাতন চালায় পঞ্চায়েত প্রধান । নির্যাতিতার অভিযোগ, ঘটনার দিন সে পুকুর থেকে জল আনতে গেলে, তাকে পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী গণ-স্বাক্ষর অভিযোগপত্রে সই করার কারণ জিজ্ঞেস করেন । তাকে কুৎসিত ভাষায় ভয় দেখায় এবং মারধর শুরু করে অভিযুক্তরা । থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে সাঁকরাইল থানা । পরে আদালতের হস্তক্ষেপে মামলা রুজু করা হয় ।

চলতি বছরের জানুয়ারি মাসে ইটিভি ভারতে খবর প্রকাশের পড়ে টনক নড়ে স্থানীয় প্রশাসনের । শনিবার 1 অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ।

হাওড়া, 12 ফেব্রুয়ারি: ইটিভি ভারতের খবরের জের । পকসো মামলায় গ্রেফতার 1 (Police Arrest one Accused in POCSO Case) । এখনও অধরা পঞ্চায়েত প্রধানের স্বামী-সহ চার । শনিবার অভিযুক্ত সিরাজ আনসারিকে গ্রেফতার করেছে সাঁকরাইল থানার পুলিশ । পকসোর মতো জামিন অযোগ্য ধরায় এফআইআরে নাম থাকার পরেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করে আদালতের দারস্থ হয়েছিলেন নিগৃহিতার পরিবারের সদস্যরা ।

আরও পড়ুন : POCSO accused Panchayat Pradhan : বানুপুরে পকসোয় অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

পকসো মামলায় 1 অভিযুক্ত গ্রেফতার হলেও পঞ্চায়েত প্রধানের স্বামী-সহ আরও 4 অভিযুক্ত অধরা (POCSO accused Panchayat Pradhan)। এরকমই অভিযোগ নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে । ঘটনার সূত্রপাত ওই এলাকার একটি পুকুর ভরাট করা নিয়ে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার একটি পুকুর ভরাট করে আবাসন তৈরির পরিকল্পনা করছিল বানুপুর-1 গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তাঁর স্বামী । তাঁরা তৃণমূল কংগ্রেসের সদস্য । তা বন্ধ করতে এলাকাবাসী স্থানীয় পঞ্চায়েতে গণ-স্বাক্ষর সম্বলিত অভিযোগপত্র জমা করে । তাতে সই করেছিলেন ওই নাবালিকা । তার পরিবারের অভিযোগ, সই করার অপরাধে তার উপর নির্যাতন চালায় পঞ্চায়েত প্রধান । নির্যাতিতার অভিযোগ, ঘটনার দিন সে পুকুর থেকে জল আনতে গেলে, তাকে পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী গণ-স্বাক্ষর অভিযোগপত্রে সই করার কারণ জিজ্ঞেস করেন । তাকে কুৎসিত ভাষায় ভয় দেখায় এবং মারধর শুরু করে অভিযুক্তরা । থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে সাঁকরাইল থানা । পরে আদালতের হস্তক্ষেপে মামলা রুজু করা হয় ।

চলতি বছরের জানুয়ারি মাসে ইটিভি ভারতে খবর প্রকাশের পড়ে টনক নড়ে স্থানীয় প্রশাসনের । শনিবার 1 অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.