শিবপুর, 16 অক্টোবর: এ বার হাওড়া থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে টাকা (Huge Money Recovered)। শিবপুরে এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার করা হয় 2 কোটি টাকা ৷ শুধু তাই নয়, প্রচুর সোনা ও হিরের গয়নাও উদ্ধার হয়েছে ৷ অভিযোগ, ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণায় জড়িত ছিল ওই ব্যবসায়ী (Howrah businessman house)৷ পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম শৈলেশ পান্ডে । তাঁর আবাসনে হানা দেওয়ার আগেই ওই মামলায় কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছিল শৈলেশ পান্ডেকে ।
পুলিশ সূত্রে খবর, হাওড়ার শিবপুরের 'রিভারডেল'-নামে আবাসনের বাসিন্দা ব্যবসায়ী শৈলেশ পান্ডে ৷ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে নগদ 2 কোটি টাকা এবং সোনা ও হিরের গয়না উদ্ধার করেছে পুলিশ । কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে ব্যবসায়ী শৈলেশ পান্ডের বাড়ি থেকে এই বিপুল পরিমাণে অর্থ উদ্ধার করে । একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে কলকাতা পুলিশের সাইবার থানা এই 2 কোটি টাকা ও সোনা-হিরে উদ্ধার করে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে ।
যদিও ঘটনার পর থেকে শৈলেশ পান্ডের পরিবারের কোনও খোঁজ পাওয়া যায়নি । বাড়ির গেটের রক্ষীও এই বিষয়ে কোনও কথা বলতে চাননি । শৈলেশের বিরুদ্ধে অভিযোগ, একাধিক লোককে ব্যাংক থেকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করেছেন তিনি । ঋণ না-পেয়ে প্রতারিত কয়েকজন ওই রাষ্ট্রয়ত্ত ব্যাংকের ম্যানেজারের কাছে অভিযোগ জানান । এরপরই ওই ব্যাংকের তরফ থেকে শৈলেশের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয় ও তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় । ওই মামলায় গ্রেফতার করা হয় শৈলেশ পান্ডেকে । এরপর তাঁর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল টাকা ও গয়না উদ্ধার করে কলকাতা পুলিশ ।
আরও পড়ুন: চিটফান্ড মামলায় গ্রেফতার তৃণমূল নেতা, ফ্ল্যাটে উদ্ধার নগদ 80 লক্ষ ও আগ্নেয়াস্ত্র
প্রসঙ্গত, কয়েক মাস আগে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা উদ্ধার করে ইডি । এরপর গার্ডেনরিচের এক পরিবহণ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েও খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় রাজ্যজুড়ে । এছাড়াও কয়েকদিন আগে মালদহ ও নৈহাটি স্টেশন থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা । আর এ বারে সেই তালিকাতে নাম জুড়ল হাওড়ারও ।