হাওড়া, 30 জুলাই : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক RPF জওয়ানের । শিয়ালদা মেন পোস্টে ওই জওয়ান কর্মরত ছিলেন ৷ নাম শেখ মুজিবুর রহমান ৷ তিনি নারকেলডাঙায় কোয়ার্টারে থাকতেন ।
25 তারিখে তাঁর শরীরে কোরোনার উপসর্গ দেখা যায় ৷ জ্বর, শ্বাসকষ্ট ও বুকে ব্যথা হওয়ায় তাঁকে শিয়ালদার বি আর সিং হাসপাতলে ভরতি করা হয় । এরপর তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় ৷ 28 জুলাই কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷ এরপর তাঁকে হাওড়া রেলওয়ে অর্থোপেডিক হাসপাতালে রেফার করা হয় । সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন । আজ সকালে তাঁর মৃত্যু হয় ।
রাজ্যে কোরোনা সংক্রমণ ক্রমে বেড়েই চলেছে । এদিকে পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেনের ব্যবস্থা করা হয় । পরিযায়ী শ্রমিকরা ফেরার পর থেকেই একাধিক জায়গায় কোরোনা সংক্রমণের হার বাড়তে থাকে । একাধিক রেলকর্মীও কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ এবার কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল ওই RPF জওয়ানের ।