হাওড়া, 4 জানুয়ারি: পুলিশের পেট্রোলিং গাড়ি ও একটি বড় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই পুলিশ কর্মীর ৷ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে হাওড়ার বাগনানের বরুন্দায় ৷ মৃত পুলিশ কর্মীদের নাম সুজয় দাস (এএসআই) ও পলাশ সামন্ত (কনস্টেবল)। ঘটনায় আরও দুই পুলিশ কর্মীকে আশঙ্কা জনক অবস্থায় কলকাতায় চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে।
সূত্রের খবর, বরুন্দার কাছে পুলিশ পেট্রোলিংয়ের গাড়িটি বাগনানের দিকে ফিরছিল। সেই সময় বরুন্দার কাছে পিছন থেকে একটি বড় ট্রাক সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। গাড়িতে পিছন দিকে বসেছিলেন সুজয় ও পলাশ ৷ দুর্ঘটনার খবর পেয়েই আশপাশের লোকজন ছুটে এসে পুলিশ কর্মীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বাগনান থানার পুলিশ আধিকারিকরাও। যদিও হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত পুলিশ কর্মী সুজয় ও পলাশকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ বাকি দুই আহত পুলিশ কর্মী কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন ৷ পলাতক ট্রাক চালক ও ট্রাকের খোঁজ শুরু করেছে বাগনান থানার পুলিশ।
সম্প্রতি দেশজুড়ে জাতীয় সড়কে হিট অ্যান্ড রান-এর ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার নতুন আইন প্রবর্তন করে। তারই প্রতিবাদ জানাতে গিয়ে ট্রাক চালকরা ধর্মঘটের ডাক দেয়। যদিও বৃহস্পতিবারের ঘটনা ট্রাক চালকদের ধর্মঘটকে প্রশ্নের মুখে ফেলছে।
ভারতীয় ন্যায় (দ্বিতীয়) সংহিতা, 2023 অ্যাক্টে উল্লেখ করা হয়েছে, ট্রাকের ক্ষেত্রে 'হিট অ্যান্ড রান' হলে তা যদি ট্রাক চালক থানায় না জানিয়ে পালিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ট্রাক চালককে 7 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে ৷ পাশাপাশি তাঁর সর্বোচ্চ 10 বছরের জেলও হতে পারে। এই নিয়মটি 109 নম্বর সেকশনে বলা হয়েছে। এই নয়া আইনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় দেশের ট্রাক মালিক এবং চালক পক্ষ। এই বিরোধিতা করে দেশজুড়ে তিন দিনের ধর্মঘটের ডাক দেওয়া হযে । যদিও দু’দিনের দিনই মধ্যে রাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লারের হস্তক্ষেপে ধর্মঘট থেকে সরে এসে আপাতত কাজে ফিরেছে দেশ জুড়ে ট্রাক সংগঠনগুলি। তবে আজকের এই দুর্ঘটনা আরও একবার ট্রাক চালকদের ভূমিকাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ৷
আরও পড়ুন
1. 'কালীঘাটের কাকু'র তিন বাক্যই ব্রহ্মাস্ত্র! নমুনা সংগ্রহে একই কথা বারবার বলালো ইডি
2. আজই গ্রেফতার হতে পারেন অরবিন্দ কেজরিওয়াল! আশঙ্কা আপ মন্ত্রীদের
3. ট্রেনেই মৃত্যু হয়েছে অসুস্থ স্বামীর, 12 ঘণ্টা পর টের পেলেন স্ত্রী!