হাওড়া, 23 এপ্রিল : হাওড়া স্টেশন থেকে নগদ পঁয়ত্রিশ লক্ষ টাকা ও দশ লাখ টাকার রুপোর বাট উদ্ধার হয়(Recover Money and Silver Butt)। শুক্রবার হাওড়া রেলওয়ে স্টেশনের নতুন কমপ্লেক্স থেকে টাকা ও বাট উদ্ধার করা হয়। ঘটনায় উপেন্দ্রকুমার গুপ্তা ও শংকরদয়াল সিং নামে দু'জনকে গ্রেফতার করে রেল পুলিশ। একজন বিহারের রোহতাস জেলার কচাস এলাকার বাসিন্দা ও অন্যজন দক্ষিণ ভারতের কোডার্মা জেলার ঝুমরি তিলাইয়া এলাকার বাসিন্দা বলে আরপিএফ সূত্রে খবর।
শুক্রবার সন্ধ্যে আরপিএফের একটি বিশেষ টিম গোপন সূত্রে খবর পেয়ে ওই দুই ব্যক্তিকে আলাদা ভাবে গ্রেফতার করে। ভারতীয় রেলের অপারেশন 'সতর্ক'-এর অধীনে বিশেষ অভিযান চালানোর সময় সন্ধ্যে 7টা নাগাদ হাওড়া রেলওয়ে স্টেশনের নতুন কমপ্লেক্সের 17 নং প্লাটফর্মে একটি ভারী ব্যাগ হাতে নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল উপেন্দ্রকুমার গুপ্তা । এতে সন্দেহ হয় আরিপিএফের কর্মীদের। এরপর তার ব্যাগে তল্লাশি চালায়। ওই ব্যাগ থেকে 17 লক্ষ 50 হাজার টাকা পাওয়া যায়। এরপরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে জানায় তার বাবার নাম রামসকল গুপ্তা। তার রোহতাসে মন্টু এন্ড ব্রাদার্স নামের একটি রেডিমেড জামাকাপড়ের দোকান রয়েছে। সে তার বাবার নির্দেশে জামাকাপড় কিনতে কলকাতা এসেছিল। এরপর সন্ধ্যে 8 টা নাগাত 19 নং প্লাটফর্ম থেকে শংকরদয়াল সিংয়ের কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে রুপোর বাট ও নগদ টাকা ৷ জিজ্ঞাসাবাদ করলে ব্যক্তি জানায় সে স্কাই কিং কুরিয়ার কোম্পানির কর্মচারী। কোম্পানির মালিক তাকে বড় বাজারের সুভাষ বাজাজকে এই রূপো ও টাকা দিতে পাঠিয়েছে। সে আরও জানায় হাওড়া-চম্বল এক্সপ্রেস ট্রেনে তার টিকিট বুকিং করা আছে ৷
আরও পড়ুন : হুগলি থেকে হাতির দাঁতের ভাস্কর্য উদ্ধার, গ্রেফতার 1
এই দু’জন নগদ টাকার বিষয়ে প্রমাণ দিতে না পারায় আরপিএফের থেকে শুল্ক দফতরের আধিকারিকদের জানান হয়। শুল্ক আধিকারিকরা আসার পর, সমস্ত জিনিষ এবং নগদ-সহ আটক ব্যক্তিদের তাঁদের হাতে হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি এত বড় অর্থের জিনিসপত্র ও নগদ অর্থ হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয়নি বলেই আরপিএফের সূত্রে খবর।