ETV Bharat / state

Ramakrishna Math and Mission : 125তম বর্ষে পদার্পণ করল বেলুড় রামকৃষ্ণ মিশন

আজ রামকৃষ্ণ মিশনের 125তম প্রতিষ্ঠা দিবস ৷ এই দিবস উদযাপন চলছে বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনে ৷ উপচে পড়েছে ভক্তদের ভিড় (Ramakrishna Math and Mission) ৷

Belur Math
বেলুড় রামকৃষ্ণ মিশন ও মঠ
author img

By

Published : May 1, 2022, 2:19 PM IST

বেলুড়, 1 মে : আজকের দিনেই প্রতিষ্ঠিত হয়েছিল রামকৃষ্ণ মিশন, 125 বছর আগে ৷ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার 125তম বর্ষপূর্তির উদ্বোধনী অনুষ্ঠান পালন হচ্ছে বেলুড় মঠে । সেই উপলক্ষ্যে আজ 1 মে তারিখে ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে বেলুড় মঠে ।
আজ রবিবার, সকাল 9টা থেকে সাড়ে 11টা পর্যন্ত ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয় । এই অনুষ্ঠানসূচির কথা আগেই মঠের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল । উদ্বোধনী অনুষ্ঠান অপরাহ্ন 4টে থেকে 6.10 মিনিট পর্যন্ত চলবে (Ramakrishna Math and Mission establishment 125 years celebration in Belur) ।

উদ্বোধনী অনুষ্ঠানে ভক্তদের আশীর্বাণী শোনান পূজ্যপাদ সঙ্ঘাধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজী । পূজনীয় সহ-সঙ্ঘাধ্যক্ষ মহারাজ, সাধারণ সম্পাদক মহারাজ ও অন্যান্য বরিষ্ঠ সন্ন্যাসীগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন : 125th Anniversary of RKM : প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নদিয়ায় রামকৃষ্ণ মিশনের বর্ণাঢ্য শোভাযাত্রা

বিকেলে সন্ধ্যারতির পর থাকবে সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান । উদ্বোধনী অনুষ্ঠানে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ অবাধ থাকবে বলেই জানানো হয়েছে বেলুড় মঠের পক্ষ থেকে । প্রসঙ্গত মঠের ভিতরে দর্শনীয় স্থানগুলোতে কোভিড বিধিনিষেধের কারণে প্রবেশ নিয়ন্ত্রিত ছিল, তা তুলে নেওয়া হয়েছে । মঠের অভ্যন্তরে চারটি মন্দির ছাড়াও পুরনো ঠাকুরঘর, স্বামী বিবেকানন্দের বাসকক্ষ ও পুরনো মঠ (নীলাম্বর মুখার্জীর বাগানবাড়ী) দর্শন ও প্রণাম নিবেদন করতে পারবেন ভক্ত ও দর্শনার্থীরা ।

বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার 125তম উদযাপন

এছাড়াও মন্দিরগুলিতে বসে উপাসনা (জপ, ধ্যান) করতে পারবেন তাঁরা । শ্রীশ্রীমায়ের ঘাটও পুনরায় ব্যবহার করতে পারবেন । এছাড়া দীর্ঘ দু'বছর মঠের রন্ধনশালা বন্ধ থাকার পর ফের তা চালুর সিদ্ধান্তের কথা জানিয়েছিল বেলুড় মঠ কর্তৃপক্ষ । তাই ওই রন্ধনশালাতে তৈরি ভোগ নিবেদিত হবে ঠাকুরের উদ্দেশ্যে। সেই ভোগ দুপুরে প্রসাদের মতো ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে আগের মতো বিতরণের ব্যবস্থা করা হবে আজকের বিশেষ দিনে । পাশাপাশি আজকে সন্ধ্যায় পূর্বের ন্যায় সন্ধ্যারতির সময় মন্দিরে বসতে ও আরতি দর্শন করতে পারবেন বেলুড় মঠে আগত সমস্ত দর্শনার্থী ও ভক্তরা ।

বেলুড়, 1 মে : আজকের দিনেই প্রতিষ্ঠিত হয়েছিল রামকৃষ্ণ মিশন, 125 বছর আগে ৷ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার 125তম বর্ষপূর্তির উদ্বোধনী অনুষ্ঠান পালন হচ্ছে বেলুড় মঠে । সেই উপলক্ষ্যে আজ 1 মে তারিখে ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে বেলুড় মঠে ।
আজ রবিবার, সকাল 9টা থেকে সাড়ে 11টা পর্যন্ত ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয় । এই অনুষ্ঠানসূচির কথা আগেই মঠের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল । উদ্বোধনী অনুষ্ঠান অপরাহ্ন 4টে থেকে 6.10 মিনিট পর্যন্ত চলবে (Ramakrishna Math and Mission establishment 125 years celebration in Belur) ।

উদ্বোধনী অনুষ্ঠানে ভক্তদের আশীর্বাণী শোনান পূজ্যপাদ সঙ্ঘাধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজী । পূজনীয় সহ-সঙ্ঘাধ্যক্ষ মহারাজ, সাধারণ সম্পাদক মহারাজ ও অন্যান্য বরিষ্ঠ সন্ন্যাসীগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন : 125th Anniversary of RKM : প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নদিয়ায় রামকৃষ্ণ মিশনের বর্ণাঢ্য শোভাযাত্রা

বিকেলে সন্ধ্যারতির পর থাকবে সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান । উদ্বোধনী অনুষ্ঠানে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ অবাধ থাকবে বলেই জানানো হয়েছে বেলুড় মঠের পক্ষ থেকে । প্রসঙ্গত মঠের ভিতরে দর্শনীয় স্থানগুলোতে কোভিড বিধিনিষেধের কারণে প্রবেশ নিয়ন্ত্রিত ছিল, তা তুলে নেওয়া হয়েছে । মঠের অভ্যন্তরে চারটি মন্দির ছাড়াও পুরনো ঠাকুরঘর, স্বামী বিবেকানন্দের বাসকক্ষ ও পুরনো মঠ (নীলাম্বর মুখার্জীর বাগানবাড়ী) দর্শন ও প্রণাম নিবেদন করতে পারবেন ভক্ত ও দর্শনার্থীরা ।

বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার 125তম উদযাপন

এছাড়াও মন্দিরগুলিতে বসে উপাসনা (জপ, ধ্যান) করতে পারবেন তাঁরা । শ্রীশ্রীমায়ের ঘাটও পুনরায় ব্যবহার করতে পারবেন । এছাড়া দীর্ঘ দু'বছর মঠের রন্ধনশালা বন্ধ থাকার পর ফের তা চালুর সিদ্ধান্তের কথা জানিয়েছিল বেলুড় মঠ কর্তৃপক্ষ । তাই ওই রন্ধনশালাতে তৈরি ভোগ নিবেদিত হবে ঠাকুরের উদ্দেশ্যে। সেই ভোগ দুপুরে প্রসাদের মতো ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে আগের মতো বিতরণের ব্যবস্থা করা হবে আজকের বিশেষ দিনে । পাশাপাশি আজকে সন্ধ্যায় পূর্বের ন্যায় সন্ধ্যারতির সময় মন্দিরে বসতে ও আরতি দর্শন করতে পারবেন বেলুড় মঠে আগত সমস্ত দর্শনার্থী ও ভক্তরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.