ETV Bharat / state

হাওড়ার বন্যা কবলিত এলাকার 400 পরিবারকে সরানো হল - Flood-related deaths

গার্ডওয়াল না থাকায় বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে হুগলি নদী ও দামোদর নদ সংলগ্ন দু'টি গ্রামে । জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত আধিকারিক লুফতার রহমান ।

aa
জেলা
author img

By

Published : Aug 23, 2020, 10:07 AM IST

হাওড়া, 23 অগাস্ট: টানা তিনদিন ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হাওড়ার শ্যামপুর ব্লকের এইমা ও আলিপুর গ্রাম । তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি । প্রশাসনের তরফে বন্যা কবলিত এলাকা থেকে 400 পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থান তথা স্থানীয় প্রাইমারি স্কুল বিল্ডিংয়ে ।

হুগলি নদী ও দামোদর নদ সংলগ্ন এই দু'টি গ্রাম । গার্ডওয়াল না থাকায় পরপর কয়েকদিন ভারী বৃষ্টির জেরে নদীর জলে ঢুকে গেছে দু'টি গ্রামে । আর এই কারণেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত আধিকারিক লুফতার রহমান খান । প্রায় 60টি জলাশয় প্লাবিত হওয়াতে বানভাসি এলাকা । শনিবার বন্ধ রাখা হয়েছিল গাদিয়ারা-নুরপুরগামী ফেরি চলাচল ।

রাজ্য সেচ দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, দক্ষিণ 24 পরগনা ও হাওড়া জেলার পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে । উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে দক্ষিণ 24 পরগনায় 19 অগাস্ট থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে । টানা বৃষ্টির জেরে বেড়েছে জলস্তর । বিভিন্ন এলাকায় জল জমেছে ।

হাওড়া, 23 অগাস্ট: টানা তিনদিন ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হাওড়ার শ্যামপুর ব্লকের এইমা ও আলিপুর গ্রাম । তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি । প্রশাসনের তরফে বন্যা কবলিত এলাকা থেকে 400 পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থান তথা স্থানীয় প্রাইমারি স্কুল বিল্ডিংয়ে ।

হুগলি নদী ও দামোদর নদ সংলগ্ন এই দু'টি গ্রাম । গার্ডওয়াল না থাকায় পরপর কয়েকদিন ভারী বৃষ্টির জেরে নদীর জলে ঢুকে গেছে দু'টি গ্রামে । আর এই কারণেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত আধিকারিক লুফতার রহমান খান । প্রায় 60টি জলাশয় প্লাবিত হওয়াতে বানভাসি এলাকা । শনিবার বন্ধ রাখা হয়েছিল গাদিয়ারা-নুরপুরগামী ফেরি চলাচল ।

রাজ্য সেচ দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, দক্ষিণ 24 পরগনা ও হাওড়া জেলার পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে । উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে দক্ষিণ 24 পরগনায় 19 অগাস্ট থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে । টানা বৃষ্টির জেরে বেড়েছে জলস্তর । বিভিন্ন এলাকায় জল জমেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.