ETV Bharat / state

Black box for Trains : বিমানের মতো ট্রেনেও বসছে ব্ল্যাক বক্স

দুর্ঘটনার কারণ জানতে ও যাত্রী সুরক্ষার কথা ভেবে বিমানের মতো এবার ট্রেনেও বসছে ব্ল্যাক বক্স (Black Box to be installed in trains) ৷ আর কী কী জানা যাবে এই ব্ল্যাক বক্স থেকে ? জানতে হলে পড়ুন ইটিভি ভারতের এই প্রতিবেদন ৷

Eastern Railway News Update
ট্রেনেও বসছে ব্ল্যাক বক্স
author img

By

Published : Feb 18, 2022, 11:36 AM IST

হাওড়া, 18 ফেব্রুয়ারি : যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ও দুর্ঘটনার কারণ অনুসন্ধান করার জন্য বিমানের মতো এবার ট্রেনেও বসছে ব্ল্যাক বক্স (Black Box in Train) । যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে দূরপাল্লার এক্সপ্রেস ও লোকাল সব ট্রেনেই বসানো হবে ব্ল্যাক বক্স । রেলের পরিভাষায় এর নাম দেওয়া হচ্ছে ক্রু অডিয়ো ভিডিয়ো রেকর্ডিং সিস্টেম । এই সিস্টেম বসানো থাকবে লোকো ইঞ্জিনে । ট্রেনে কোনও দুর্ঘটনা বা আপদকালীন পরিস্থিতি তৈরি হলে তার কারণ জানা যাবে এই সিস্টেম থেকে ।

আপাতত আসানসোল ডিভিশনের ছ'টি ও হাওড়া ডিভিশনের একটি ট্রেনে ব্ল্যাক বক্স বা ক্রু অডিয়ো ভিডিয়ো রেকর্ডিং সিস্টেম বসানো হয়েছে । এরপরে আরও 20টি দূরপাল্লার ট্রেনে এই পরিষেবা চালু হবে বলে রেল সূত্রে খবর । এর মাধ্যমে ট্রেনে কোনও যান্ত্রিক ত্রুটি রয়েছে কী না তা যেমন জানা যাবে তেমনই যা কথাবার্তা হবে তাও রেকর্ডিং করার সুবিধা মিলবে । অডিয়ো ও ভিডিয়ো একসঙ্গে দুই ধরনের রেকর্ডিংই করা যাবে ।

পূর্বরেলের তরফে দাবি করা হয়েছে, বিমান দুর্ঘটনার পর যেমন ব্ল্যাক বক্স থেকে সমস্ত তথ্য উদ্ধার করা সম্ভব হয়, ঠিক একইভাবে দূরপাল্লারই হোক ও লোকাল ট্রেন, যেকোনও ক্ষেত্রেই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করতে ব্ল্যাক বক্স বা ক্রু অডিয়ো ভিডিয়ো রেকর্ডিং সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ।

আরও পড়ুন : Bikaner Guwahati Express Accident : বিকানের গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনার কারণ খুঁজতে খতিয়ে দেখা হচ্ছে নাশকতার তত্ত্বও

এই ব্যবস্থার মধ্যে দিয়ে আগামী দিনে রেল দুর্ঘটনার পরিমাণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছেন রেল আধিকারিকরা । তাঁদের আরও দাবি ধাপে ধাপে এই ব্যবস্থার মাধ্যমে রেল দুর্ঘটনার পরিমাণ শূন্যে নিয়ে আসা সম্ভব হবে ।

জানুয়ারি মাসে ময়নাগুড়িতে লাইনচ্যুত হয় বিকানের এক্সপ্রেস । পড়তে হয় ভয়াবহ দুর্ঘটনার কবলে ৷ ইতিমধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে কমিশনার অফ রেলওয়ে সেফটি । সামনে এসেছে একাধিক তথ্য । আর এই ধরনের দুর্ঘটনা থেকেই শিক্ষা নিয়ে ও যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বিমানের মতোই ব্ল্যাক বক্স ট্রেনে বসানোর পরিকল্পনা কার্যকর করার কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ ।

আরও পড়ুন : Black box of crashed IAF Chopper found : উদ্ধার হল দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারের ব্ল্যাকবক্স

হাওড়া, 18 ফেব্রুয়ারি : যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ও দুর্ঘটনার কারণ অনুসন্ধান করার জন্য বিমানের মতো এবার ট্রেনেও বসছে ব্ল্যাক বক্স (Black Box in Train) । যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে দূরপাল্লার এক্সপ্রেস ও লোকাল সব ট্রেনেই বসানো হবে ব্ল্যাক বক্স । রেলের পরিভাষায় এর নাম দেওয়া হচ্ছে ক্রু অডিয়ো ভিডিয়ো রেকর্ডিং সিস্টেম । এই সিস্টেম বসানো থাকবে লোকো ইঞ্জিনে । ট্রেনে কোনও দুর্ঘটনা বা আপদকালীন পরিস্থিতি তৈরি হলে তার কারণ জানা যাবে এই সিস্টেম থেকে ।

আপাতত আসানসোল ডিভিশনের ছ'টি ও হাওড়া ডিভিশনের একটি ট্রেনে ব্ল্যাক বক্স বা ক্রু অডিয়ো ভিডিয়ো রেকর্ডিং সিস্টেম বসানো হয়েছে । এরপরে আরও 20টি দূরপাল্লার ট্রেনে এই পরিষেবা চালু হবে বলে রেল সূত্রে খবর । এর মাধ্যমে ট্রেনে কোনও যান্ত্রিক ত্রুটি রয়েছে কী না তা যেমন জানা যাবে তেমনই যা কথাবার্তা হবে তাও রেকর্ডিং করার সুবিধা মিলবে । অডিয়ো ও ভিডিয়ো একসঙ্গে দুই ধরনের রেকর্ডিংই করা যাবে ।

পূর্বরেলের তরফে দাবি করা হয়েছে, বিমান দুর্ঘটনার পর যেমন ব্ল্যাক বক্স থেকে সমস্ত তথ্য উদ্ধার করা সম্ভব হয়, ঠিক একইভাবে দূরপাল্লারই হোক ও লোকাল ট্রেন, যেকোনও ক্ষেত্রেই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করতে ব্ল্যাক বক্স বা ক্রু অডিয়ো ভিডিয়ো রেকর্ডিং সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ।

আরও পড়ুন : Bikaner Guwahati Express Accident : বিকানের গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনার কারণ খুঁজতে খতিয়ে দেখা হচ্ছে নাশকতার তত্ত্বও

এই ব্যবস্থার মধ্যে দিয়ে আগামী দিনে রেল দুর্ঘটনার পরিমাণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছেন রেল আধিকারিকরা । তাঁদের আরও দাবি ধাপে ধাপে এই ব্যবস্থার মাধ্যমে রেল দুর্ঘটনার পরিমাণ শূন্যে নিয়ে আসা সম্ভব হবে ।

জানুয়ারি মাসে ময়নাগুড়িতে লাইনচ্যুত হয় বিকানের এক্সপ্রেস । পড়তে হয় ভয়াবহ দুর্ঘটনার কবলে ৷ ইতিমধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে কমিশনার অফ রেলওয়ে সেফটি । সামনে এসেছে একাধিক তথ্য । আর এই ধরনের দুর্ঘটনা থেকেই শিক্ষা নিয়ে ও যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বিমানের মতোই ব্ল্যাক বক্স ট্রেনে বসানোর পরিকল্পনা কার্যকর করার কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ ।

আরও পড়ুন : Black box of crashed IAF Chopper found : উদ্ধার হল দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারের ব্ল্যাকবক্স

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.