ETV Bharat / state

Woman Delivers Baby in Train: রাস্তাতেই উঠল প্রসববেদনা ! অন্তঃসত্ত্বার জন্য মাঝপথেই থামল দুরপাল্লার ট্রেন - Bangladeshi woman delivers baby

Railways Stops Train at Unscheduled Station: দূরপাল্লার ট্রেন থামল বাগনান স্টেশনে ৷ ট্রেনের ভিতরে এক বাংলাদেশী যাত্রী সন্তান প্রসব করায়, ট্রেন থামল শিডিউল না থাকা স্টেশনে ৷ বাগনানের এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় সদ্যোজাত-সহ মাকে ৷ রেল আধিকারিকদের এই মানবিকতা প্রশংসা কুড়িয়েছে সকলের ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Jul 23, 2023, 10:23 PM IST

হাওড়া, 23 জুলাই: দূরপাল্লার ট্রেনটির দাঁড়ানোর কথা ছিল না এই স্টেশনে ৷ কিন্তু দাঁড়াল এক মহিলার জন্য ৷ মুম্বই-হাওড়া মেল আচমকাই দাঁড়াল হাওড়ার বাগনান স্টেশনে ৷ যে স্টেশনে মেল ট্রেন কখনই দাঁড়ায় না ৷ সেই ট্রেনের যাত্রী ছিলেন এক বাংলাদেশী মহিলা ৷ ট্রেন ছাড়ার কিছু সময় পড়েই তিনি ট্রেনের ভিতরেই জন্ম দেন এক কন্যা সন্তানের ৷ সেই যাত্রীকে হাসপাতালে পৌঁছে দিতেই শিডিউল না থাকলেও ট্রেনটি দাঁড়ায় সেখানে ৷ রবিবার এমনটাই জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে আধিকারিক ৷

আরপিএফের তরফ থেকে জানা গিয়েছে, বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা মঞ্জিলা খাতুন ও তাঁর স্বামী রিজাউল গাজি চিকিৎসা সংক্রান্ত কারণে গিয়েছিলেন মুম্বই ৷ শনিবার মুম্বই-হাওড়া মেলে পিরছিলেন তাঁরা ৷ ট্রেনটি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর স্টেশন ছাড়তেই আচমকা প্রসব যন্ত্রণা শুরু হয় অন্তঃসত্ত্বা মঞ্জিলার ৷

ট্রেনের ভিতরে বাংলাদেশী যাত্রীর প্রসব যন্ত্রণার কথা ট্রেনের অপর এক যাত্রী জানান টিকিট পরীক্ষককে ৷ তিনি তড়িঘড়ি বিষয়টি জানিয়ে দেন উচ্চপদস্থ আধিকারিকদের ৷ প্রসব যন্ত্রণা বাড়তে থাকায় ঠিক করা হয় যাত্রীর জন্য কোনও একটি স্টেশনে দাঁড় করানো হবে ট্রেন ৷ সেই মতো আগে থেকেই আধিকারিকরা কথা বলে রাখেন বাগনানের স্টেশন আধিকারিকদের সঙ্গে ৷ ততক্ষণে মঞ্জিলা এক কন্যা সন্তানের জন্ম দিয়ে দিয়েছেন ৷

সেখানে আগে থেকেই স্টেশনের বাইরে অ্যাম্বুলেন্স দাঁড় করানোই ছিল ৷ বাগনানে ট্রেন দাঁড় করানো হয় ৷ এরপরেই সদ্য়জাত কন্যা সন্তান-সহ মাকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় কাছের নার্সিং হোমে ৷ নার্সিং হোম সূত্রে জানা গিয়েছে, সন্তান ও মা দুজনেই সুস্থ থাকলেও বাচ্চা প্রি-ম্যাচিওর হওয়ায় তাঁদের কলকাতার এই হাসপাতালে আরও ভালো চিকিৎসার জন্য রেফার করা হয়েছে ৷

আরও পড়ুন: ' হ্যালো হ্যালো,' উত্তরে 'ঘেউ ঘেউ'; পঞ্চায়েতে আটকা পড়ে উপপ্রধানকে ফোন সারমেয়র!

এই ঘটনায় সকলেই রেল আধিকারিকদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷ এই ধরণের মানবিকতা সকলের মনে দাগ কেটেছে বলে জানিয়েছেন বাগনান স্টেশনের আধিকারিক ৷

হাওড়া, 23 জুলাই: দূরপাল্লার ট্রেনটির দাঁড়ানোর কথা ছিল না এই স্টেশনে ৷ কিন্তু দাঁড়াল এক মহিলার জন্য ৷ মুম্বই-হাওড়া মেল আচমকাই দাঁড়াল হাওড়ার বাগনান স্টেশনে ৷ যে স্টেশনে মেল ট্রেন কখনই দাঁড়ায় না ৷ সেই ট্রেনের যাত্রী ছিলেন এক বাংলাদেশী মহিলা ৷ ট্রেন ছাড়ার কিছু সময় পড়েই তিনি ট্রেনের ভিতরেই জন্ম দেন এক কন্যা সন্তানের ৷ সেই যাত্রীকে হাসপাতালে পৌঁছে দিতেই শিডিউল না থাকলেও ট্রেনটি দাঁড়ায় সেখানে ৷ রবিবার এমনটাই জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে আধিকারিক ৷

আরপিএফের তরফ থেকে জানা গিয়েছে, বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা মঞ্জিলা খাতুন ও তাঁর স্বামী রিজাউল গাজি চিকিৎসা সংক্রান্ত কারণে গিয়েছিলেন মুম্বই ৷ শনিবার মুম্বই-হাওড়া মেলে পিরছিলেন তাঁরা ৷ ট্রেনটি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর স্টেশন ছাড়তেই আচমকা প্রসব যন্ত্রণা শুরু হয় অন্তঃসত্ত্বা মঞ্জিলার ৷

ট্রেনের ভিতরে বাংলাদেশী যাত্রীর প্রসব যন্ত্রণার কথা ট্রেনের অপর এক যাত্রী জানান টিকিট পরীক্ষককে ৷ তিনি তড়িঘড়ি বিষয়টি জানিয়ে দেন উচ্চপদস্থ আধিকারিকদের ৷ প্রসব যন্ত্রণা বাড়তে থাকায় ঠিক করা হয় যাত্রীর জন্য কোনও একটি স্টেশনে দাঁড় করানো হবে ট্রেন ৷ সেই মতো আগে থেকেই আধিকারিকরা কথা বলে রাখেন বাগনানের স্টেশন আধিকারিকদের সঙ্গে ৷ ততক্ষণে মঞ্জিলা এক কন্যা সন্তানের জন্ম দিয়ে দিয়েছেন ৷

সেখানে আগে থেকেই স্টেশনের বাইরে অ্যাম্বুলেন্স দাঁড় করানোই ছিল ৷ বাগনানে ট্রেন দাঁড় করানো হয় ৷ এরপরেই সদ্য়জাত কন্যা সন্তান-সহ মাকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় কাছের নার্সিং হোমে ৷ নার্সিং হোম সূত্রে জানা গিয়েছে, সন্তান ও মা দুজনেই সুস্থ থাকলেও বাচ্চা প্রি-ম্যাচিওর হওয়ায় তাঁদের কলকাতার এই হাসপাতালে আরও ভালো চিকিৎসার জন্য রেফার করা হয়েছে ৷

আরও পড়ুন: ' হ্যালো হ্যালো,' উত্তরে 'ঘেউ ঘেউ'; পঞ্চায়েতে আটকা পড়ে উপপ্রধানকে ফোন সারমেয়র!

এই ঘটনায় সকলেই রেল আধিকারিকদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷ এই ধরণের মানবিকতা সকলের মনে দাগ কেটেছে বলে জানিয়েছেন বাগনান স্টেশনের আধিকারিক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.