ETV Bharat / state

সাঁতরাগাছি স্টেশনে উদ্বোধন হল রাজ্যের সবচেয়ে চওড়া ফুট ওভার ব্রিজের - Pijush Goyal

রেলমন্ত্রী পীযূষ গোয়েল ভার্চুয়ালি এর উদ্বোধন করলেন আজ। সাঁতরাগাছি স্টেশনে যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলোতে যাওয়া আসা করা যাবে আধুনিক মানের এই ব্রিজ দিয়ে। রেলের এই পদক্ষেপে খুশি যাত্রীরা।

সাঁতরাগাছি স্টেশনে উদ্বোধন হল রাজ্যের সবচেয়ে চওড়া ফুট ওভার ব্রিজের
সাঁতরাগাছি স্টেশনে উদ্বোধন হল রাজ্যের সবচেয়ে চওড়া ফুট ওভার ব্রিজের
author img

By

Published : Feb 19, 2021, 8:22 PM IST

সাঁতরাগাছি, 19 ফেব্রুয়ারি : আজ, শুক্রবার উদ্বোধন হল রাজ্যের সবচেয়ে চওড়া ফুট ওভার ব্রিজের। দক্ষিণ পূর্ব রেলের সাঁতরাগাছি স্টেশনে এই ব্রিজ নির্মাণ তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। 166 মিটার লম্বা ও 12 মিটার চওড়া এই ফুট ওভার ব্রিজ নির্মাণ করতে খরচ হয়েছে 15 কোটি টাকা। সাঁতরাগাছি স্টেশনে যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলোতে যাওয়া আসা করা যাবে আধুনিক মানের এই ব্রিজ দিয়ে।

দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া স্টেশনে যাত্রীদের চাপ ক্রমশ বেড়ে যাওয়ায় সাঁতরাগাছি স্টেশনকে টার্মিনাল স্টেশন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেয় রেলদপ্তর। এই স্টেশন থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে বিদ্যাসাগর সেতু পেরিয়ে কলকাতা যাওয়া যায় অল্প সময়ে। সেই কারণে এই স্টেশনে যাত্রী সংখ্যা বাড়বে টার্মিনাল স্টেশন সম্পূর্ণভাবে তৈরি হলে। তাই এত চওড়া দু’টি লেনের ফুট ওভার ব্রিজ বানানো হয়েছে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল ভার্চুয়ালি এর উদ্বোধন করলেন আজ। রেলের এই পদক্ষেপে খুশি যাত্রীরা।

আরও পড়ুন : আসানসোলে জয়দেব মণ্ডলের বাড়িতে সিবিআই তল্লাশি

প্রসঙ্গত 23 অক্টোবর 2018 সালে সন্ধ্যা সাড়ে 6টা নাগাদ ব্যস্ত সময়ে ট্রেন ধরতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে ফুটব্রিজে দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় একজন পদপিষ্ট হয়ে মারা যান এবং অনেকে আহত হন। এরপরই ওই স্টেশনে ফুটব্রিজ তৈরিতে উদ্যোগ গ্রহণ করে দক্ষিণ পূর্ব রেল। আজ, একটি ফুটব্রিজ উদ্বোধন হল৷ তার পাশাপাশি আরেকটি ফুটব্রিজ নির্মাণ কাজও খুব শীঘ্রই শেষ হতে চলেছে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর।

সাঁতরাগাছি, 19 ফেব্রুয়ারি : আজ, শুক্রবার উদ্বোধন হল রাজ্যের সবচেয়ে চওড়া ফুট ওভার ব্রিজের। দক্ষিণ পূর্ব রেলের সাঁতরাগাছি স্টেশনে এই ব্রিজ নির্মাণ তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। 166 মিটার লম্বা ও 12 মিটার চওড়া এই ফুট ওভার ব্রিজ নির্মাণ করতে খরচ হয়েছে 15 কোটি টাকা। সাঁতরাগাছি স্টেশনে যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলোতে যাওয়া আসা করা যাবে আধুনিক মানের এই ব্রিজ দিয়ে।

দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া স্টেশনে যাত্রীদের চাপ ক্রমশ বেড়ে যাওয়ায় সাঁতরাগাছি স্টেশনকে টার্মিনাল স্টেশন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেয় রেলদপ্তর। এই স্টেশন থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে বিদ্যাসাগর সেতু পেরিয়ে কলকাতা যাওয়া যায় অল্প সময়ে। সেই কারণে এই স্টেশনে যাত্রী সংখ্যা বাড়বে টার্মিনাল স্টেশন সম্পূর্ণভাবে তৈরি হলে। তাই এত চওড়া দু’টি লেনের ফুট ওভার ব্রিজ বানানো হয়েছে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল ভার্চুয়ালি এর উদ্বোধন করলেন আজ। রেলের এই পদক্ষেপে খুশি যাত্রীরা।

আরও পড়ুন : আসানসোলে জয়দেব মণ্ডলের বাড়িতে সিবিআই তল্লাশি

প্রসঙ্গত 23 অক্টোবর 2018 সালে সন্ধ্যা সাড়ে 6টা নাগাদ ব্যস্ত সময়ে ট্রেন ধরতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে ফুটব্রিজে দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় একজন পদপিষ্ট হয়ে মারা যান এবং অনেকে আহত হন। এরপরই ওই স্টেশনে ফুটব্রিজ তৈরিতে উদ্যোগ গ্রহণ করে দক্ষিণ পূর্ব রেল। আজ, একটি ফুটব্রিজ উদ্বোধন হল৷ তার পাশাপাশি আরেকটি ফুটব্রিজ নির্মাণ কাজও খুব শীঘ্রই শেষ হতে চলেছে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.