ETV Bharat / state

'গুরুত্বহীন' পদের বিলোপ ঘটিয়ে ব্যয় সংকোচের পথে রেল! - indian railways news update

শুধুমাত্র শিয়ালদা ডিভিশন থেকে অন্যত্র সরানো হবে 399 জনকে । হাওড়া থেকে 466 জন কর্মীকে । মালদা ও আসানসোল ডিভিশনে যথাক্রমে 166 ও 306 জন কর্মীকে । তালিকায় রয়েছেন লিলুয়া, কাঁচরাপাড়া, জামালপুরের বেশ কয়েকজন কর্মী রয়েছেন । মূলত মেকানিকাল, ইলেকট্রিকাল ,ট্রান্সপোর্টেশন, কমার্শিয়াল ,সিভিল ইঞ্জিনিয়ারিং সিগনাল এবং টেলিকম , মেডিকেল, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন একাউন্টস বিভাগের কর্মীরা রয়েছেন । যার মধ্যে সবথেকে বেশি হচ্ছে মেকানিকাল ডিভিশন থেকে । 1892 জন কর্মীর মধ্যে 562 জন মেকানিকাল বিভাগ থেকে ।

train
author img

By

Published : Nov 2, 2019, 9:24 PM IST

হাওড়া, 2 নভেম্বর : 150টি ট্রেন ও 50টি স্টেশন বেসরকারিকরণের সিদ্ধান্তের পর এবার ব্যয় সংকোচের নতুন ভাবনা ভারতীয় রেলের ৷ এই পদক্ষেপের প্রাথমিক ধাপ হিসেবে বেশ কিছু পদের বিলোপ ঘটাতে চলেছে রেল । এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, 1892 জনকে অন্যত্র সরিয়ে দেওয়ার হবে । এর মধ্যে রয়েছে শিয়ালদা, হাওড়া, মালদা টাউন এবং আসানসোল শাখাও ।

শুধুমাত্র শিয়ালদা ডিভিশন থেকে অন্যত্র সরানো হবে 399 জনকে । হাওড়া থেকে 466 জন কর্মীকে । মালদা ও আসানসোল ডিভিশনে যথাক্রমে 166 ও 306 জন কর্মীকে । তালিকায় রয়েছেন লিলুয়া, কাঁচরাপাড়া, জামালপুরের বেশ কয়েকজন কর্মী রয়েছেন । মূলত মেকানিকাল, ইলেকট্রিকাল ,ট্রান্সপোর্টেশন, কমার্শিয়াল ,সিভিল ইঞ্জিনিয়ারিং সিগনাল এবং টেলিকম , মেডিকেল, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন একাউন্টস বিভাগের কর্মীরা রয়েছেন । যার মধ্যে সবথেকে বেশি হচ্ছে মেকানিকাল ডিভিশন থেকে । 1892 জন কর্মীর মধ্যে 562 জন মেকানিকাল বিভাগ থেকে ।

rail
রেল নোটিশ

এ প্রসঙ্গে অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট তথা ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের জেনেরাল সেক্রেটারি এস কে বন্দ্যোপাধ্যায় বলেন, "রেলকে ধীরে ধীরে বিক্রি করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেয়েছে । আমরা মনে করছি রেলের মতো একটি জাতীয় শিল্পকে শিল্পপতিদের কাছে বিক্রি করার জন্য তৎপর হয়েছে সরকার । দিরাই কমিটির সুপারিশ মতো রেল কাজ করা শুরু করেছে ।"

ইতিমধ্যে, যে তিন লাখ শূন্য পদ তৈরি হয়েছে সেখানে নতুন করে নিয়োগ শুরু হয়নি । খুব স্বাভাবিকভাবেই দেখা যায় কর্মী সংখ্যা কমে যাওয়ায় পরিষেবার মান ধীরে ধীরে কমছে এবং যাত্রী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে পারে । একটি রেক মেইনটেন্যান্স করতে গেলে কমপক্ষে 20জন কর্মী লাগে । কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অর্ধেক কর্মী সেই কাজ করছেন ।

হাওড়া, 2 নভেম্বর : 150টি ট্রেন ও 50টি স্টেশন বেসরকারিকরণের সিদ্ধান্তের পর এবার ব্যয় সংকোচের নতুন ভাবনা ভারতীয় রেলের ৷ এই পদক্ষেপের প্রাথমিক ধাপ হিসেবে বেশ কিছু পদের বিলোপ ঘটাতে চলেছে রেল । এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, 1892 জনকে অন্যত্র সরিয়ে দেওয়ার হবে । এর মধ্যে রয়েছে শিয়ালদা, হাওড়া, মালদা টাউন এবং আসানসোল শাখাও ।

শুধুমাত্র শিয়ালদা ডিভিশন থেকে অন্যত্র সরানো হবে 399 জনকে । হাওড়া থেকে 466 জন কর্মীকে । মালদা ও আসানসোল ডিভিশনে যথাক্রমে 166 ও 306 জন কর্মীকে । তালিকায় রয়েছেন লিলুয়া, কাঁচরাপাড়া, জামালপুরের বেশ কয়েকজন কর্মী রয়েছেন । মূলত মেকানিকাল, ইলেকট্রিকাল ,ট্রান্সপোর্টেশন, কমার্শিয়াল ,সিভিল ইঞ্জিনিয়ারিং সিগনাল এবং টেলিকম , মেডিকেল, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন একাউন্টস বিভাগের কর্মীরা রয়েছেন । যার মধ্যে সবথেকে বেশি হচ্ছে মেকানিকাল ডিভিশন থেকে । 1892 জন কর্মীর মধ্যে 562 জন মেকানিকাল বিভাগ থেকে ।

rail
রেল নোটিশ

এ প্রসঙ্গে অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট তথা ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের জেনেরাল সেক্রেটারি এস কে বন্দ্যোপাধ্যায় বলেন, "রেলকে ধীরে ধীরে বিক্রি করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেয়েছে । আমরা মনে করছি রেলের মতো একটি জাতীয় শিল্পকে শিল্পপতিদের কাছে বিক্রি করার জন্য তৎপর হয়েছে সরকার । দিরাই কমিটির সুপারিশ মতো রেল কাজ করা শুরু করেছে ।"

ইতিমধ্যে, যে তিন লাখ শূন্য পদ তৈরি হয়েছে সেখানে নতুন করে নিয়োগ শুরু হয়নি । খুব স্বাভাবিকভাবেই দেখা যায় কর্মী সংখ্যা কমে যাওয়ায় পরিষেবার মান ধীরে ধীরে কমছে এবং যাত্রী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে পারে । একটি রেক মেইনটেন্যান্স করতে গেলে কমপক্ষে 20জন কর্মী লাগে । কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অর্ধেক কর্মী সেই কাজ করছেন ।

Intro:দেড়শটি ট্রেন ও 50 টি স্টেশন প্রাইভেটাইজেশনের সিদ্ধান্তের পর এবার বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের নামতে চলেছে ভারতীয় রেল। যার মধ্যে শুধুমাত্র ইস্টার্ন রেলওয়ে থেকেই ছাটাই করা হবে 1892 জন কর্মীকে। রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে এই কথা। আর এই নোটিশ কে কেন্দ্র করে ফের ক্ষোভের সৃষ্টি হয়েছে রেলকর্মী সংগঠন গুলির মধ্যে। রেলের তরফের জারি করা যে নোটিশটিতে 1892 জন কে ছাঁটাই করার সিদ্ধান্ত নেয়া হয়েছে তার মধ্যে রয়েছে শিয়ালদহ হাওড়া মালদা টাউন এবং আসানসোল ডিভিশন। Body:এরমধ্যে শিয়ালদা ডিভিশন থেকে ছাঁটাই করা হতে চলেছে 399 জনকে। হাওড়া থেকে ছাঁটাই করা হতে চলেছে 466 জন কর্মীকে। মালদা ও আসানসোল ডিভিশনে যথাক্রমে 166 ও 306 জন কর্মী ছাঁটাই করা হবে বলে দলের তরফে জানানো হয়েছে। এর পাশাপাশি লিলুয়া কাঁচরাপাড়া জামালপুরের থেকে ছাটাই করা হবে বেশ কিছু কর্মী। মূলত মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ,ট্রান্সপোর্টেশন, কমার্শিয়াল ,সিভিল ইঞ্জিনিয়ারিং সিগনাল এবং টেলিকম ,মেডিকেল, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন একাউন্টস বিভাগের কর্মীরা রয়েছেন। যার মধ্যে সবথেকে বেশি ছাঁটাই করা হচ্ছে মেকানিক্যাল ডিভিশন থেকে। 1892 জন কর্মীর মধ্যে 562 জন ছাঁটাই হচ্ছেন মেকানিক্যাল বিভাগ থেকে। এই কোটা বিষয়টিই তীব্র বিরোধিতা করেন অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন এর ভাইস প্রেসিডেন্ট তথা ইস্টার্ন রেলওয় মেন্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি এস কে বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন রেল কিন্তু ধীরে ধীরে বিক্রি করে দেয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তিনি বলেন, যেভাবে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে তাতে আমরা মনে করছি রেলের মত একটি জাতীয় শিল্পকে শিল্পপতিদের কাছে বিক্রি করার জন্য তৎপর হয়েছে সরকার। দিরাই কমিটির সুপারিশ মত রেল কাজ করা শুরু করেছে। রেলের বেসরকারিকরণ এবং এই কর্মী ছাঁটাই অঙ্গাঙ্গীভাবে জড়িত। ইতিমধ্যেই যে তিন লক্ষ শূন্য পদ তৈরি হয়েছে সেখানে নতুন করে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয়নি। বলতো খুব স্বাভাবিক ভাবেই দেখা যায় কর্মী সংখ্যা কমে যাওয়ায় রেলের যে উৎপন্ন দ্রব্য তার মান ধীরে ধীরে কমছে এবং যাত্রী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। একটি রেক মেনটেইন্যান্স করতে গেলে কমপক্ষে কুড়ি কর্মী লাগে। কিন্তু বর্তমানে এসে দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্ট এর থেকেও কম কর্মী মিলে সেই রেকটির রক্ষণাবেক্ষণের কাজ করছেন। ফলে যে পরিষেবা পাওয়া উচিত সেটা খুব স্বাভাবিক ভাবেই পাওয়া যাচ্ছে না। আর সেই সঙ্গে ছাঁটাই হওয়া কর্মীদের যে ন্যূনতম পাওনা সেই পাওনাটিও কেড়ে নেওয়া হবে। হলেই কর্মী ছাঁটাই কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন এবং ইস্টার্ন রেলওয়ে ইউনিয়ন তীব্র আন্দোলনে নামতে চলেছে খুব শীঘ্রই।Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.