ETV Bharat / state

পুজোয় যাত্রী নিরাপত্তার বিষয়ে বৈঠক রেল ও রাজ্য প্রশাসনের - হাওড়া DRM-এর অফিসে আজ  উচ্চ পর্যায়ের এক বৈঠক হল

পুজোয় নিরাপত্তা আঁটসাট রাখতে বৈঠক করল রেল ও রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারিকরা ৷

railway
author img

By

Published : Sep 19, 2019, 7:46 PM IST

হাওড়া , 19 সেপ্টেম্বর : পুজোর সময় হাওড়া ডিভিশনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে হবে ৷ যাত্রীদের যাতে কোনও অসুবিধায় না পড়তে হয় খেয়াল রাখতে হবে সেদিকেও ৷ তাই হাওড়া DRM-এর অফিসে আজ উচ্চ পর্যায়ের এক বৈঠক হল । ছিলেন হাওড়ার DRM ও RPF-এর পদস্থ আধিকারিকরা ৷ GRP-র আধিকারিক ও হাওড়া সহ অন্য জেলার পুলিশ-প্রশাসনের পদস্থ আধিকারিকরাও এই বৈঠকে অংশ নেন ৷

প্রতি বছরের মতো এবছরও পুজোয় নিরাপত্তা আঁটসাট করার বিষয়ে তৎপর হল রেল ৷ বৈঠকে ঠিক হয়েছে, পুজোর চার দিন হাওড়া স্টেশনের যাত্রীদের নিরাপত্তার জন্য যাবতীয় ব্যবস্থা করা হবে । স্টেশন চত্বরে RPF এবং GRP-র সংখ্যা বাড়ানো হবে । পাশাপাশি থাকবেন সাদা পোশাকের GRP কর্মীরাও ।

রেল কর্তৃপক্ষের ধারণা, পুজোর সময় কমপক্ষে 12 লাখ মানুষ হাওড়া স্টেশন হয়ে পুজো মণ্ডপে যাবেন । গভীর রাত পর্যন্ত ট্রেন চলবে ৷ যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পদক্ষেপ করবে রেল প্রশাসন ৷ এছাড়াও প্ল্যাটফর্মে এবং স্টেশন চত্বরে হকারদের বেআইনি দখলদারির বিষয়েও আলোচনা হয় । আলোচনা হয় রেলওয়ে ক্রসিং সমস্যার বিষয়টি নিয়েও ।

হাওড়া , 19 সেপ্টেম্বর : পুজোর সময় হাওড়া ডিভিশনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে হবে ৷ যাত্রীদের যাতে কোনও অসুবিধায় না পড়তে হয় খেয়াল রাখতে হবে সেদিকেও ৷ তাই হাওড়া DRM-এর অফিসে আজ উচ্চ পর্যায়ের এক বৈঠক হল । ছিলেন হাওড়ার DRM ও RPF-এর পদস্থ আধিকারিকরা ৷ GRP-র আধিকারিক ও হাওড়া সহ অন্য জেলার পুলিশ-প্রশাসনের পদস্থ আধিকারিকরাও এই বৈঠকে অংশ নেন ৷

প্রতি বছরের মতো এবছরও পুজোয় নিরাপত্তা আঁটসাট করার বিষয়ে তৎপর হল রেল ৷ বৈঠকে ঠিক হয়েছে, পুজোর চার দিন হাওড়া স্টেশনের যাত্রীদের নিরাপত্তার জন্য যাবতীয় ব্যবস্থা করা হবে । স্টেশন চত্বরে RPF এবং GRP-র সংখ্যা বাড়ানো হবে । পাশাপাশি থাকবেন সাদা পোশাকের GRP কর্মীরাও ।

রেল কর্তৃপক্ষের ধারণা, পুজোর সময় কমপক্ষে 12 লাখ মানুষ হাওড়া স্টেশন হয়ে পুজো মণ্ডপে যাবেন । গভীর রাত পর্যন্ত ট্রেন চলবে ৷ যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পদক্ষেপ করবে রেল প্রশাসন ৷ এছাড়াও প্ল্যাটফর্মে এবং স্টেশন চত্বরে হকারদের বেআইনি দখলদারির বিষয়েও আলোচনা হয় । আলোচনা হয় রেলওয়ে ক্রসিং সমস্যার বিষয়টি নিয়েও ।

Intro:পুজোর সময় হাওড়া ডিভিশনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে আজ হাওড়া স্টেশনের ডিআরএম অফিসে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন হাওড়া মন্ডলের ডিআরএম, আরপিএফের উচ্চপদস্থ আধিকারিকরা, জিআরপি আধিকারিক এবং বিভিন্ন জেলার পুলিশ এবং প্রশাসনের পদস্থ আধিকারিকরা। এই বৈঠকে ঠিক হয়, পুজোর চার দিন হাওড়া স্টেশনের যাত্রীরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারে সেজন্যে যাবতীয় বন্দোবস্ত করা হবে। Body:স্টেশন চত্বরে আরপিএফ এবং জি আরপি কর্মীর সংখ্যা বাড়ানো হবে। এর পাশাপাশি সাদা পোশাকে জিআরপি কর্মীর সংখ্যাও বাড়ানো হবে। রেল প্রশাসনের আশা ওই কদিন কমপক্ষে বারো লক্ষ মানুষ হাওড়া স্টেশন হয়ে পূজা মণ্ডপ দর্শনে বেরোবেন। গভীর রাত অবধি ট্রেন চালানো হবে। যেকোনও ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে এক বৈঠকে এক গুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে আরপিএফ ও জিআরপিকে। এছাড়াও স্টেশন চত্বরে ও প্লাটফর্মে হকারদের খাবারের মান বেআইনি দখলদারি সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনা হয় রেলওয়ে ক্রসিং নিয়ে সমস্যার কথাও।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.