হাওড়া , 19 সেপ্টেম্বর : পুজোর সময় হাওড়া ডিভিশনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে হবে ৷ যাত্রীদের যাতে কোনও অসুবিধায় না পড়তে হয় খেয়াল রাখতে হবে সেদিকেও ৷ তাই হাওড়া DRM-এর অফিসে আজ উচ্চ পর্যায়ের এক বৈঠক হল । ছিলেন হাওড়ার DRM ও RPF-এর পদস্থ আধিকারিকরা ৷ GRP-র আধিকারিক ও হাওড়া সহ অন্য জেলার পুলিশ-প্রশাসনের পদস্থ আধিকারিকরাও এই বৈঠকে অংশ নেন ৷
প্রতি বছরের মতো এবছরও পুজোয় নিরাপত্তা আঁটসাট করার বিষয়ে তৎপর হল রেল ৷ বৈঠকে ঠিক হয়েছে, পুজোর চার দিন হাওড়া স্টেশনের যাত্রীদের নিরাপত্তার জন্য যাবতীয় ব্যবস্থা করা হবে । স্টেশন চত্বরে RPF এবং GRP-র সংখ্যা বাড়ানো হবে । পাশাপাশি থাকবেন সাদা পোশাকের GRP কর্মীরাও ।
রেল কর্তৃপক্ষের ধারণা, পুজোর সময় কমপক্ষে 12 লাখ মানুষ হাওড়া স্টেশন হয়ে পুজো মণ্ডপে যাবেন । গভীর রাত পর্যন্ত ট্রেন চলবে ৷ যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পদক্ষেপ করবে রেল প্রশাসন ৷ এছাড়াও প্ল্যাটফর্মে এবং স্টেশন চত্বরে হকারদের বেআইনি দখলদারির বিষয়েও আলোচনা হয় । আলোচনা হয় রেলওয়ে ক্রসিং সমস্যার বিষয়টি নিয়েও ।