ETV Bharat / state

হাওড়ায় পুলিশকে লক্ষ্য করে বোমা, জখম DC হেডকোয়ার্টার - DC Headquarter injured

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 -এর প্রতিবাদে আজ দুপুরে মানিকপুরে বিক্ষোভ শুরু হয় । বিক্ষোভ দেখানোর মাঝেই পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে বিক্ষোভকারীরা । বোমার স্প্রিন্টারের আঘাতে জখম হন DC হেডকোয়ার্টার অজিত সিং ।

অজিত সিং
অজিত সিং
author img

By

Published : Dec 17, 2019, 9:10 PM IST

হাওড়া, 17 ডিসেম্বর : বিক্ষোভকারীদের ছোড়া বোমায় জখম হাওড়া পুলিশের DC হেডকোয়ার্টার অজিত সিং । ঘটনাটি সাঁকরাইল থানা এলাকার মানিকপুরের । তাঁকে ভরতি করা হয়েছে আন্দুল রোডের কাছে একটি বেসরকারি হাসপাতালে । সেখানেই চিকিৎসা চলছে তাঁর । জখম হয়েছেন আরও দুই পুলিশকর্মী ।

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 -এর প্রতিবাদে আজ দুপুরে মানিকপুরে বিক্ষোভ শুরু হয় । কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে হাওড়া পুলিশের DC হেডকোয়ার্টারের নেতৃত্বে পুলিশবাহিনী ঘটনাস্থানে পৌঁছায় । পুলিশের অভিযোগ, বিক্ষোভ দেখানোর মাঝেই পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে বিক্ষোভকারীরা । বোমার স্প্রিন্টারের আঘাতে জখম হন DC হেডকোয়ার্টার অজিত সিং ।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুক্রবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয় । আজ পঞ্চমদিনেও একইভাবে চলছে বিক্ষোভ । পথে নেমেছে যাদবপুর, প্রেসিডেন্সির পড়ুয়ারা । শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও । গতকাল ও আজ বিরাট মিছিল করেন তিনি । বলেন, "আমার মৃতদেহের উপর দিয়ে নাগরিকত্ব আইন করতে হবে ।" বারবার রাজ্যবাসীকে বার্তা দিচ্ছেন শান্তিপূর্ণ আন্দোলন করার । কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ অব্যাহত রয়েছে ।

হাওড়া, 17 ডিসেম্বর : বিক্ষোভকারীদের ছোড়া বোমায় জখম হাওড়া পুলিশের DC হেডকোয়ার্টার অজিত সিং । ঘটনাটি সাঁকরাইল থানা এলাকার মানিকপুরের । তাঁকে ভরতি করা হয়েছে আন্দুল রোডের কাছে একটি বেসরকারি হাসপাতালে । সেখানেই চিকিৎসা চলছে তাঁর । জখম হয়েছেন আরও দুই পুলিশকর্মী ।

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 -এর প্রতিবাদে আজ দুপুরে মানিকপুরে বিক্ষোভ শুরু হয় । কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে হাওড়া পুলিশের DC হেডকোয়ার্টারের নেতৃত্বে পুলিশবাহিনী ঘটনাস্থানে পৌঁছায় । পুলিশের অভিযোগ, বিক্ষোভ দেখানোর মাঝেই পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে বিক্ষোভকারীরা । বোমার স্প্রিন্টারের আঘাতে জখম হন DC হেডকোয়ার্টার অজিত সিং ।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুক্রবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয় । আজ পঞ্চমদিনেও একইভাবে চলছে বিক্ষোভ । পথে নেমেছে যাদবপুর, প্রেসিডেন্সির পড়ুয়ারা । শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও । গতকাল ও আজ বিরাট মিছিল করেন তিনি । বলেন, "আমার মৃতদেহের উপর দিয়ে নাগরিকত্ব আইন করতে হবে ।" বারবার রাজ্যবাসীকে বার্তা দিচ্ছেন শান্তিপূর্ণ আন্দোলন করার । কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ অব্যাহত রয়েছে ।

Intro:ব্যাঙ্গালোর থেকে ফেরত আসা বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানো হল বাংলাদেশে। আজ মানবাধিকার সংগঠন এপিডিআর এর সদস্যরা জেলাশাসকের বাংলোর সামনে এই নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রায় ঘন্টা খানেকের বেশি তারা ধর্ণা দেয়। তাদের অভিযোগ বালির দুর্গাপুর এলাকায় যে শিবিরে ৬১জন বাংলাদেশি নাগরিকদের থাকার বন্দোবস্ত করা হয়েছিল তাদের জোর করে বাংলাদেশ ফেরত পাঠানো হয়। তাদের আরও অভিযোগ, কোর্ট মারফত বাংলাদেশের হাতে হস্তান্তর না করে যেভাবে তাদের পাঠানো হয়েছে তা সম্পূর্ণ অমানবিক। এ নিয়ে তারা জেলা শাসকের কাছে একটি স্মারকলিপিও পেশ করে। এদিকে হাওড়া রেল পুলিশের সুপারিনটেন্ড নীলাদ্রি চক্রবর্তী জানিয়েছেন, বাংলাদেশী নাগরিকদের গত কয়েক দিনে ছোট ছোট দলে ভাগ করে তাদের ফেরত পাঠানো হয় বাংলাদেশ। তবে তাদেরকে কোর্ট মারফত কেন বাংলাদেশে ফেরত পাঠানো হলো না তা নিয়ে নীলাদ্রি চক্রবর্তী কোন উত্তর দিতে চাননি। উল্লেখ্য গত শনিবার বিকেলে ডাউন সত্য সাই এক্সপ্রেসে বাংলাদেশী নাগরিকদের ব্যাঙ্গালোর থেকে কলকাতায় নিয়ে আসে কর্ণাটক পুলিশ। উদ্দেশ্য ছিল সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা।Body:বConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.