হাওড়া, 7 সেপ্টেম্বর: ওলা ক্যাব চালককে পুলিশি হেনস্থার প্রতিবাদে বুধবার সরব হলেন হাওড়া স্টেশন সংলগ্ন ওলা ক্যাব চালকেরা(Protest at Howrah station over beating a cab driver)। এদিন বিকেলে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় এক ওলা ক্যাব চালককে মারধরের অভিযোগ ওঠে সিভিক পুলিশের বিরুদ্ধে । ওই চালককে বেধড়ক মারধর করে ও গোলাবাড়ি থানাতে আটক করার ঘটনা ঘটে বলে সূত্রের খবর ।
এই খবর বাকি ক্যাব চালকদের মধ্যে ছড়িয়ে পড়তেই পুলিশি জুলুমের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন হাওড়া স্টেশন সংলগ্ন উপস্থিত সমস্ত ওলা ক্যাব চালকেরা । যে যেখানে ছিলেন সেখানেই তাঁদের গাড়ি থামিয়ে দিয়ে গাড়ি থেকে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন । এর জেরে হাওড়া ব্রিজ-সহ গোটা হাওড়া স্টেশন চত্বরে বিশাল যানজটের সৃষ্টি হয়(Howrah News)। অফিস ফেরত বাস, গাড়ি সব জ্যামে আটকে পড়ে ।
ওই চালককে গোলাবাড়ি থানায় আটক করে রাখার খবর পেতেই তাঁকে ছাড়ানোর জন্য অন্যান্য ক্যাব চালকেরাও গোলাবাড়ি থানার উদ্দেশ্যে রওনা দেন । ওলা ক্যাব অপারেটার ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য নিখিল মাইতি অভিযোগ করেন, আজকে লাইনে ঢোকাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে । ওই ক্যাব চালক তাঁর গাড়ি লাইনে ঢোকাতে যাচ্ছিলেন । তাঁকে সিভিক পুলিশ হাতে দেখালে তিনি দাঁড়িয়ে যান । আচমকাই পিছন থেকে আসা এক সিভিক পুলিশ তাঁকে মারধর করে । এরপর সেই ঘটনার প্রতিবাদ জানাতে বাকি ক্যাব চালকেরা বিক্ষোভ দেখানোর চেষ্টা করলে তাঁদের উপরে লাঠি দিয়ে পুলিশ হামলা চালায় বলে অভিযোগ ৷
আরও পড়ুন : শিক্ষক দিবসের লজ্জা ! রাস্তায় বাটি হাতে ভিক্ষা করছেন শিক্ষকরা