ETV Bharat / state

উলুবেড়িয়াতে শাহের রোড শো বাতিল, জুড়ল বেলুড় মঠে কার্যক্রম - probability to cancel road show of amit shah in uluberia

উলুবেড়িয়ায় অমিত শাহের রোড শো করার কথা ছিল l কিন্তু তাঁর পরিবর্তে তিনি বেলুড় মঠ যাবেন বলে বিজেপি সূত্রে খবর । তার আগে ডুমুরজলা ময়দানে জনসভা করবেন তিনি । চলছে তারই প্রস্তুতি ।

probability to cancel road show of amit shah in uluberia
হাওড়ার ডুমুরজলায় অমিত শাহের জনসভা
author img

By

Published : Jan 28, 2021, 10:29 PM IST

উলুবেড়িয়া, 28 জানুয়ারি : হাওড়ার উলুবেড়িয়াতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রোড শো বাতিল হওয়ার সম্ভাবনা । পরিবর্তে বেলুড় মঠ যাওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে খবর ।

31 জানুয়ারি হাওড়ার ডুমুরজলা ময়দানে প্রথমে অমিত শাহের জনসভা হবে । সভা উপলক্ষ্যে যুদ্ধকালীন তৎপরতায় চলছে বিশাল মঞ্চ তৈরির কাজ । একশ ফুট বাই পঁয়ষট্টি ফুটেই মঞ্চের বিশাল স্ট্রাকচার তৈরি হচ্ছে আলুমিনিয়ামের বিম দিয়ে । আজ বিকেলে অ্যাডভান্স সিকিউরিটি বৈঠক হয় হাওড়া সিটি পুলিশের পদস্থ অফিসার ও বিজেপি নেতৃত্বের সঙ্গে । বৈঠকের আলোচনা হয় নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে । এরপর ময়দান ও মঞ্চের বিভিন্ন জায়গা পর্যবেক্ষণ করা হয় ।

আরও পড়ুন : শনিবার ঠাকুরনগরে শাহের সভা, 2 লাখ জমায়েতের টার্গেট বিজেপির

সূত্রের খবর, ভিআইপিদের জন্য আলাদা প্রবেশপথ তৈরি হচ্ছে মঞ্চের পিছন দিক দিয়ে । বাকি চারটি এন্ট্রি পয়েন্ট থাকছে সভায় আগত কর্মী সমর্থকদের জন্য । বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় সিং জানান, ভিভিআইপি আসার আগে নিরাপত্তা নিয়ে যে ধরনের বৈঠক হয় সেই ধরনের বিশেষ বৈঠক হয়েছে । ইতিমধ্যেই মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে । শাল খুঁটি ও বাঁশ দিয়ে ঘেরা হচ্ছে সভাস্থল । ভলান্টিয়াররা কে কীভাবে তাঁদের কাজ করবে তাও ঠিক করা হচ্ছে । অমিত শাহ সভা করে উলুবেড়িয়ায় রোড শোয়ের পরিবর্তে বেলুড় মঠ যাবেন ।

উলুবেড়িয়া, 28 জানুয়ারি : হাওড়ার উলুবেড়িয়াতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রোড শো বাতিল হওয়ার সম্ভাবনা । পরিবর্তে বেলুড় মঠ যাওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে খবর ।

31 জানুয়ারি হাওড়ার ডুমুরজলা ময়দানে প্রথমে অমিত শাহের জনসভা হবে । সভা উপলক্ষ্যে যুদ্ধকালীন তৎপরতায় চলছে বিশাল মঞ্চ তৈরির কাজ । একশ ফুট বাই পঁয়ষট্টি ফুটেই মঞ্চের বিশাল স্ট্রাকচার তৈরি হচ্ছে আলুমিনিয়ামের বিম দিয়ে । আজ বিকেলে অ্যাডভান্স সিকিউরিটি বৈঠক হয় হাওড়া সিটি পুলিশের পদস্থ অফিসার ও বিজেপি নেতৃত্বের সঙ্গে । বৈঠকের আলোচনা হয় নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে । এরপর ময়দান ও মঞ্চের বিভিন্ন জায়গা পর্যবেক্ষণ করা হয় ।

আরও পড়ুন : শনিবার ঠাকুরনগরে শাহের সভা, 2 লাখ জমায়েতের টার্গেট বিজেপির

সূত্রের খবর, ভিআইপিদের জন্য আলাদা প্রবেশপথ তৈরি হচ্ছে মঞ্চের পিছন দিক দিয়ে । বাকি চারটি এন্ট্রি পয়েন্ট থাকছে সভায় আগত কর্মী সমর্থকদের জন্য । বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় সিং জানান, ভিভিআইপি আসার আগে নিরাপত্তা নিয়ে যে ধরনের বৈঠক হয় সেই ধরনের বিশেষ বৈঠক হয়েছে । ইতিমধ্যেই মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে । শাল খুঁটি ও বাঁশ দিয়ে ঘেরা হচ্ছে সভাস্থল । ভলান্টিয়াররা কে কীভাবে তাঁদের কাজ করবে তাও ঠিক করা হচ্ছে । অমিত শাহ সভা করে উলুবেড়িয়ায় রোড শোয়ের পরিবর্তে বেলুড় মঠ যাবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.