পাঁচলা, 6 মে : হাওড়ার পাঁচলায় 226 নম্বর বুথে প্রিজ়াইডিং অফিসারকে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ ওই প্রিজ়াইডিং অফিসার BJP-কে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রভাবিত করছিলেন বলে অভিযোগ । এই অভিযোগে বুথের বাইরে বিক্ষোভ দেখায় তৃণমূল ৷
তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, বুথের ভিতর তৃণমূল ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিল ৷ প্রিজ়াইডিং অফিসার ও বুথের বাইরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা বাধা দিলে তাদের সঙ্গে বচসা বাধে ৷ বচসার জেরে প্রিজ়াইডিং অফিসাকে মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয় ৷
অন্যদিকে তৃণমূলের পালটা অভিযোগ, বুথের বাইরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী ও ওই প্রিজ়াইডিং অফিসার BJP-কে ভোট দিতে বলছিলেন ৷ বাধা দিতে গেলে বচসা বাধে ৷ ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷
আহত ওই প্রিজ়াইডিং অফিসার নিত্যানন্দ সরকার বলেন, "আমাকে মারধর করা হয়েছে ৷ ঘুষি মারা হয়েছে ৷ কারণ ওরা ওদের মতো ভোট দিতে চাইছিল ৷ ওদের অনৈতিক কাজে আমি বাধা দিয়েছি ৷ বলেছি যার ভোট সেই দেবে ৷ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিল বলে হয়তো আমি প্রাণে বেঁচে গেছি ৷"