হাওড়া, 24 এপ্রিল: ঘুসুড়ির টিএল জয়সওয়াল হাসপাতালে যত্রতত্র ছড়িয়ে পড়ে আছে কোভিডে ব্যবহৃত পিপিই কিট, চিকিৎসার সরঞ্জাম । আতঙ্কের পরিবেশ হাসপাতালে, আতঙ্কিত রোগীর পরিবারের সদস্যরা ৷
রাজ্যে সরকারি হাসপাতালে নোংরা অবর্জনাময় অবস্থার চিত্রের কথা বিভিন্ন সময়ে উঠে এসেছে খবরের শিরোনামে । সেই নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে তরজায় উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি । এখন দ্বিতীয় দফায় রাজ্যজুড়ে করোনার বেলাগাম সংক্রমণ ছড়িয়ে পড়েছে । প্রতিদিন আক্রান্ত এবং মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে । এই পরিস্থিতিতে হাওড়া ঘুসুড়িতে সরকারি কোভিড হাসপাতালে যা ছবি দেখা গেল তাতে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে রোগী ও আত্মীয়দের মধ্যে । টিএল জয়সওয়াল হাসপাতাল চত্বরে দেখা গেল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ব্যবহৃত পিপিই কিট, গ্লাভস ও মাস্ক । রোগীর আত্মীয়দের অভিযোগ, পরিস্থিতি ভয়ানক । অবিলম্বে এগুলো নির্দিষ্ট পদ্ধতি মেনে সরাবার দাবি উঠেছে । সংবাদ মাধ্যমের কাছে খবর পেয়ে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর ।
করোনা সংক্রমণ রুখতে জেলা স্বাস্থ্য দফতর থেকে আগেই উত্তর হাওড়ার ঘুসুড়ির টিএল জয়সওয়াল হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসাবে ঘোষণা করা হয়েছিল । সরকারি এই হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে । কিন্তু এই হাসপাতাল চত্বরে আজ যে ছবি ধরা পড়ল তা সত্যিই উদ্বেগের । দেখা গেল, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে পিপিই কিট । হাসপাতালে ঢোকার মুখেই ডাস্টবিন থেকে উপচে পড়ছে ডাক্তার এবং চিকিৎসাকর্মীদের ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম । হাসপাতালে অব্যবহৃত ঘরে কালো নোংরা জল থৈ থৈ করছে । সেখানেও ভাসছে চিকিৎসার সরঞ্জাম । শুধু তাই নয়, হাসপাতালের নর্দমায় পড়ে আছে চিকিৎসকদের ব্যবহৃত প্রচুর মাস্ক, গ্লাভস এবং টুপি ও পিপিই কিটস । আর এই বর্জ্য সামগ্রীর পাশ দিয়ে যাতায়াত করছেন করোনা রোগীদের আত্মীয়-পরিজনরা । বিশ্বপ্রিয় দেবনাথ নামে রোগীর এক আত্মীয় জানান, এই সব সরঞ্জাম থেকেই দ্রুত করোনা ছড়িয়ে পড়তে পারে । তাঁরা আতঙ্কিত । পরিস্থিতি ভয়ানক । অবিলম্বে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে বর্জ্য সামগ্রী নষ্ট করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা ।
হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. ভবানী দাস জানান, তিনি বিষয়টি জানতেন না । ওই সব জঞ্জাল যাতে দ্রুত সরিয়ে ফেলা হয় সে ব্যাপারে তিনি সুপারকে নির্দেশ দেবেন ।
গত বছরের মাঝামাঝি বীরভূমের তারাপীঠেও একই ধরনের ঘটনা ঘটে ৷ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায় ব্য়বহৃত পিপিই কিট ৷ ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় ৷
আরও পড়ুন: ভয়ঙ্কর করোনা পরিস্থিতি, রাজ্যে একদিনে আক্রান্ত সাড়ে 12 হাজারের বেশি