ETV Bharat / state

উলুবেড়িয়ায় উড়ালপুলের কাজ, শনি-রবি ব্যাহত হবে রেল পরিষেবা

রেল ও পূর্ত (সড়ক) দপ্তর সূত্রে জানা গেছে, পাঁচটি গার্ডারের সাহায্যে রেললাইনের উপরে থাকা উড়ালপুলের অংশটি জোড়া লাগানো হবে । রেলের ওভারহেডে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করেই কাজ করতে হবে । দক্ষিণ-পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামি 6 ও 7 জুলাই উড়ালপুল জোড়ার জন্য 10 ঘণ্টা হাওড়ার খড়গপুর ডিভিশনে রেল চলাচল বন্ধ থাকবে ।

অসমাপ্ত উলুবেড়িয়া উড়ালপুল
author img

By

Published : Jul 3, 2019, 11:56 AM IST

হাওড়া, 3 জুলাই: আগামী 6 জুলাই শনিবার রাত 10.30 মিনিট থেকে শুরু হবে উলুবেড়িয়া উড়ালপুল সংযুক্তিকরণের কাজ শুরু হবে । বিদ্যুৎ-সংযোগ ছিন্ন করে রেললাইনের উপরের অংশে উড়ালপুল সংযোগের কারণে আগামী 6 ও 7 জুলাই ট্রেন চলাচল ব্যাহত হবে । দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, উড়ালপুল সংযোগের কারণে বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন-সহ বহু লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে ।

রেল ও পূর্ত (সড়ক) দপ্তর সূত্রে জানা গেছে, পাঁচটি গার্ডারের সাহায্যে রেললাইনের উপরে থাকা উড়ালপুলের অংশটি জোড়া লাগানো হবে । দুটি দপ্তরের কর্মীরাই এ কাজ করবে । রেলের ওভারহেডে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করেই কাজ করতে হবে । গতকালই দক্ষিণ-পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল । বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী 6 ও 7 জুলাই উড়ালপুল জোড়ার জন্য 10 ঘণ্টা হাওড়ার খড়গপুর ডিভিশনে রেল চলাচল বন্ধ থাকবে । বাতিল করা হয়েছে, হাওড়া-তিরুচিরাপল্লি, হাওড়া-আদ্রা, রাঁচি-হাওড়া, হাওড়া-দিঘা এক্সপ্রেস ও পুরী-সাঁতরাগাছি এবং হাওড়া-পুরি প্যাসেঞ্জার ট্রেন। চক্রধরপুর-হাওড়া, পুরুলিয়া-হাওড়া ও ভদ্রক-হাওড়া ট্রেনের যাত্রাপথ কমানো হয়েছে । পাশাপাশি 31টি লোকাল বাতিল করা হয়েছে । কয়েকটি ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে । দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানান, যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে আমার কিছু স্পেশাল ট্রেন চালানোর বিষয়ে চিন্তাভাবনা করছি।

আরও পড়ুন : মূর্তি ভেঙে মূর্তি প্রেম, মমতা বন্দ্যোপাধ্যায় শেম শেম : দিলীপ ঘোষ

আরও পড়ুন : হাওড়ায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় রিপোর্ট তলব কমিশনের

6 নম্বর জাতীয় সড়ক থেকে উলুবেড়িয়ায় প্রবেশের মুখে উলুবেড়িয়া-পশ্চিম কেবিনের কাছে রয়েছে ডোমপাড়া রেল‌ওয়ে ক্রসিং । শহরে প্রবেশের মুখে এই ক্রসিংয়ের গেটের জন্য ব্যাপক যানজট হয় । চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ । উলুবেড়িয়া শহরকে দু'ভাগে ভাগ করেছে দক্ষিণ-পূর্ব রেলের রেললাইন । দীর্ঘদিন ধরেই উলুবেড়িয়াবাসীর দাবি ছিল, উড়ালপুল তৈরি করতে হবে । মানুষের দাবি মেনে উলুবেড়িয়ার তৎকালীন সাংসদ প্রয়াত সুলতান আহমেদ ও তৎকালীন প্রয়াত বিধায়ক হায়দার আজিজ সফি'র উদ্যোগে এই উড়ালপুল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল।

পূর্ত দপ্তর সূত্রে খবর, 512 মিটার দৈর্ঘ্য ও 7.5 মিটার প্রস্থ এই উড়ালপুলের নির্মাণ কাজ সম্পূর্ণ হলেও এর 62 মিটার রেলের জমির উপরে। এর মধ্যে 32 মিটারের কাজ সম্পূর্ণ হলেও বাকি 30 মিটার অংশটি রেলে লাইনের উপরে রয়েছে । সেই অংশ সংযোগের ক্ষেত্রে রেলের পাওয়ার ব্লকের সময় নিয়ে সমস্যা ছিল । প্রায় এক বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও উড়ালপুল চালু করা যায়নি । অবশেষে 10 ঘণ্টা পাওয়ার ব্লকের দাবি মেনে নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল ।

হাওড়া গ্রামীণ জেলার ট্র্যাফিক DSP অনির্বাণ হোমরাজ জানান, উলুবেড়িয়া প্রবেশের মূল রাস্তা বন্ধ থাকায় একমাত্র বাইপাস রাস্তায় চাপ বাড়বে। সেজন্য যানজট মোকাবিলায় ও সাধারণ মানুষের নিরাপত্তার খাতিরে রাস্তায় সারা রাত পুলিশি নজরদারি থাকবে।

হাওড়া, 3 জুলাই: আগামী 6 জুলাই শনিবার রাত 10.30 মিনিট থেকে শুরু হবে উলুবেড়িয়া উড়ালপুল সংযুক্তিকরণের কাজ শুরু হবে । বিদ্যুৎ-সংযোগ ছিন্ন করে রেললাইনের উপরের অংশে উড়ালপুল সংযোগের কারণে আগামী 6 ও 7 জুলাই ট্রেন চলাচল ব্যাহত হবে । দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, উড়ালপুল সংযোগের কারণে বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন-সহ বহু লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে ।

রেল ও পূর্ত (সড়ক) দপ্তর সূত্রে জানা গেছে, পাঁচটি গার্ডারের সাহায্যে রেললাইনের উপরে থাকা উড়ালপুলের অংশটি জোড়া লাগানো হবে । দুটি দপ্তরের কর্মীরাই এ কাজ করবে । রেলের ওভারহেডে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করেই কাজ করতে হবে । গতকালই দক্ষিণ-পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল । বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী 6 ও 7 জুলাই উড়ালপুল জোড়ার জন্য 10 ঘণ্টা হাওড়ার খড়গপুর ডিভিশনে রেল চলাচল বন্ধ থাকবে । বাতিল করা হয়েছে, হাওড়া-তিরুচিরাপল্লি, হাওড়া-আদ্রা, রাঁচি-হাওড়া, হাওড়া-দিঘা এক্সপ্রেস ও পুরী-সাঁতরাগাছি এবং হাওড়া-পুরি প্যাসেঞ্জার ট্রেন। চক্রধরপুর-হাওড়া, পুরুলিয়া-হাওড়া ও ভদ্রক-হাওড়া ট্রেনের যাত্রাপথ কমানো হয়েছে । পাশাপাশি 31টি লোকাল বাতিল করা হয়েছে । কয়েকটি ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে । দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানান, যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে আমার কিছু স্পেশাল ট্রেন চালানোর বিষয়ে চিন্তাভাবনা করছি।

আরও পড়ুন : মূর্তি ভেঙে মূর্তি প্রেম, মমতা বন্দ্যোপাধ্যায় শেম শেম : দিলীপ ঘোষ

আরও পড়ুন : হাওড়ায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় রিপোর্ট তলব কমিশনের

6 নম্বর জাতীয় সড়ক থেকে উলুবেড়িয়ায় প্রবেশের মুখে উলুবেড়িয়া-পশ্চিম কেবিনের কাছে রয়েছে ডোমপাড়া রেল‌ওয়ে ক্রসিং । শহরে প্রবেশের মুখে এই ক্রসিংয়ের গেটের জন্য ব্যাপক যানজট হয় । চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ । উলুবেড়িয়া শহরকে দু'ভাগে ভাগ করেছে দক্ষিণ-পূর্ব রেলের রেললাইন । দীর্ঘদিন ধরেই উলুবেড়িয়াবাসীর দাবি ছিল, উড়ালপুল তৈরি করতে হবে । মানুষের দাবি মেনে উলুবেড়িয়ার তৎকালীন সাংসদ প্রয়াত সুলতান আহমেদ ও তৎকালীন প্রয়াত বিধায়ক হায়দার আজিজ সফি'র উদ্যোগে এই উড়ালপুল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল।

পূর্ত দপ্তর সূত্রে খবর, 512 মিটার দৈর্ঘ্য ও 7.5 মিটার প্রস্থ এই উড়ালপুলের নির্মাণ কাজ সম্পূর্ণ হলেও এর 62 মিটার রেলের জমির উপরে। এর মধ্যে 32 মিটারের কাজ সম্পূর্ণ হলেও বাকি 30 মিটার অংশটি রেলে লাইনের উপরে রয়েছে । সেই অংশ সংযোগের ক্ষেত্রে রেলের পাওয়ার ব্লকের সময় নিয়ে সমস্যা ছিল । প্রায় এক বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও উড়ালপুল চালু করা যায়নি । অবশেষে 10 ঘণ্টা পাওয়ার ব্লকের দাবি মেনে নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল ।

হাওড়া গ্রামীণ জেলার ট্র্যাফিক DSP অনির্বাণ হোমরাজ জানান, উলুবেড়িয়া প্রবেশের মূল রাস্তা বন্ধ থাকায় একমাত্র বাইপাস রাস্তায় চাপ বাড়বে। সেজন্য যানজট মোকাবিলায় ও সাধারণ মানুষের নিরাপত্তার খাতিরে রাস্তায় সারা রাত পুলিশি নজরদারি থাকবে।

Intro:উলুবেড়িয়া বাসির স্বপ্ন পূরণ হবে আর মাত্র ৩ দিনেই । তার পরেই জুড়তে চলেছে বহু প্রতীক্ষিত উলুবেড়িয়া উড়ালপুলের রেলের অংশ। রেল সুত্রে জানাগেছে, আগামী ৬ই জুলাই শনিবার রাত সাড়ে দশটায় শুরু হবে উড়ালপুলের রেলের অংশ জোড়ার কাজ। এই কাজ সম্পন্ন করার জন্য ৬ই জুলাই রাত সাড়ে দশটা থেকে পরদিন অর্থাৎ ৭ই জুলাই সকাল সাড়ে আটটা পর্যন্ত পাওয়ার কাট করা হবে রেলের পক্ষ থেকে। ফলত এই সময়ে ট্রেন চলাচল বন্ধ থাকবে হাওড়া দক্ষিণ পূর্ব রেল শাখার হাওড়া- খড়গপুর ডিভিশনে। বাতিল করা হয়েছে বেশ কিছু দুরপাল্লার এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি বহু লোকাল ট্রেন। এই কাজ সম্পন্ন করার জন্য শুরু হয়ে গিয়েছে জোরদার প্রস্তুতি। বড় ক্রেনগুলিকে রেল লাইনের কাছাকাছি নিয়ে আসার জন্য চলছে পাথর ও স্টোনচিপস দিয়ে রাস্তা তৈরির কাজ চলছে। মজুদ রাখা হয়েছে প্রচুর পরিমাণে বালির বস্তা। রেল ও পূর্ত (সড়ক) দফতর সুত্রে জানা গেছে পাঁচটি গাডারের সাহায্যে জোড়া লাগানো হবে উড়ালপুলের রেলের এই অংশটি। রেলের ইন্জিনিয়ারদের তত্বাবধানে এই কাজ সম্পন্ন করবে পূর্ত(সড়ক) দফতর। রেল ও পূর্ত (সড়ক) দফতরের শতাধিক কর্মী দ্বারা এই কাজ সম্পন্ন করা হবে। উল্লেখ্য ৬ নং জাতীয় সড়ক থেকে উলুবেড়িয়া শহরে ঢোকার গুরুত্বপূর্ণ পথের উপর উলুবেড়িয়া পশ্চিম কেবিনের কাছে রয়েছে ডোমপাড়া রেল‌ওয়ে ক্রসিং। উলুবেড়িয়া শহরে প্রবেশের মুখে এই ক্রসিং এর গেট পড়ে থাকার সময় সৃষ্টি হয় ব্যাপক যানজটের।চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। উলুবেড়িয়া শহরকে দুই ভাগে ভাগ করেছে দক্ষিণ পূর্ব রেলের এই রেল লাইন। একদিকে রয়েছে ৬ নং জাতীয় সড়ক। Body:৬ নং জাতীয় সড়কের অপর প্রান্তে অবস্থিত উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হসপিটাল, উলুবেড়িয়া মহকুমা আদালত সহ সমস্ত সরকারী দফতর থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পোঁছাতে পার করতে হয় এই ক্রসিং এর গেট। পাশাপাশি হাওড়া জেলার দুটি অন্যতম পর্যটন কেন্দ্র ৫৮ গেট ও গাদিয়াড়া যাওয়ার পথেও পড়ে এই ক্রসিং। চরম সমস্যায় পড়েন মরনাপন্ন রোগী, ছাত্র ছাত্রী, অফিস যাত্রী, পর্যটক থেকে শুরু করে সাধারণ যাত্রীরা। দীর্ঘদিন ধরেই শহরবাসীর দাবি ছিল এই পথে একটি উড়ালপুল তৈরীর। মানুষের দাবী মেনে তৎকালীন উলুবেড়িয়ার সাংসদ প্রয়াত সুলতান আহমেদ ও তৎকালীন প্রয়াত বিধায়ক হায়দার আজিজ সফি'র উদ্যোগে এই উড়ালপুল নির্মানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। উড়ালপুল তৈরীর ব্যায় ধার্য করা হয়েছিল ৩০ কোটি ৬২ লক্ষ টাকা। যদিও বর্তমানে উড়ালপুলটির নির্মাণ ব্যায় বেড়ে দাঁড়িয়েছে ৩৪ কোটি টাকা।পূর্ত দফতর সূত্রে খবর ৫১২ মিটার দৈর্ঘ্য ও  সাড়ে ৭ মিটার প্রস্থ এই উড়ালপুলের অধিকাংশ অংশের নির্মাণ কাজ সম্পূর্ন হওয়ার পাশাপাশি ৬২ মিটার রেলের জায়গার উপরে থাকা উড়ালপুলের ৩২ মিটারের কাজ সম্পূর্ন হলেও বাকি ৩০ মিটার যে অংশটি রেলে লাইনের উপরে আছে সেই অংশটি জোড়ার ক্ষেত্রে রেলের পাওয়ার ব্লকের সময় নিয়ে সমস্যা দেখা দেওয়ায় প্রায় এক বছরের বেশী সময় অতিক্রান্ত হয়ে গেলেও উড়ালপুলটি চালু করা যায়নি। অবশেষে ১০ ঘন্টা সময়ের দাবি মেনে নেওয়া হয় রেলের পক্ষ থেকে। ঠিক হয় ৬ই জুলাই উড়ালপুলের রেলের অংশ জোড়ার কাজ সম্পন্ন করা হবে। মঙ্গলবার রেলের তরফ থেকে বিঞ্জপ্তি জারি করে জানানো হয়েছে ৬ই জুলাই রাত সাড়ে দশটা থেকে ৭ ই জুলাই উড়ালপুল জোড়ার কাজ সম্পন্ন করার জন্য ১০ ঘন্টা দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার ট্রেন চলাচল বন্ধ থাকবে। সেই কারনে বাতিল করা হয়েছে হাওড়া-তিরুচিরাপল্লী, হাওড়া - আদ্রা, রাঁচি- হাওড়া, হাওড়া- দীঘা এক্সপ্রেস ও পুরী- সাত্রাগাছি এবং হাওড়া- পুরী প্যাসেঞ্জার ট্রেন। চক্রধরপুর - হাওড়া, পুরুলিয়া- হাওড়া ও ভদ্রক - হাওড়া ট্রেনের যাত্রাপথ কমানো হয়েছে। পাশাপাশি ৩১ টি লোকাল ট্রেন‌ বাতিল করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি ট্রেন বিলম্বে চলার পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানান যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে আমার কিছু স্পেশাল স্যাটেল ট্রেন চালানোর বিষয়ে চিন্তাভাবনা করছি। হাওড়া গ্রামীণ জেলার ট্রাফিক ডি এস পি অনির্বাণ হোমরাজ বলেন উলুবেড়িয়া প্রবেশের মূল রাস্তা বন্ধ থাকায় একমাত্র বাইপাস রাস্তার উপর চাপ বাড়বে। সেই কারনেই যানজট আটকাতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় এই রাস্তায় সারা রাত পুলিশ মোতায়েন থাকবে।Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.