হাওড়া, 31 মে: কিছুদিন আগে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছিল ৷ এবার সেই ইস্যুতেই শিবপুর কেন্দ্রের বিধায়কের বিরুদ্ধে তোলাবাজির রেট চার্ট-সহ পোস্টার পড়ল। মঙ্গলবার রাতে হাওড়া পৌরনিগমের মূল ভবনের গেটের বাইরে মন্ত্রীর নামে দু'টি ব্যানার দেখা গেল ৷
ব্যানারে লেখা 'শিবপুর কেন্দ্র বিধায়কের বেআইনি কাজের: প্রাইস লিস্ট' ৷ মনোজ তিওয়ারির বিরুদ্ধে ব্যানারটি লাগিয়েছে হাওড়া জেলা গণতান্ত্রিক নাগরিক বৃন্দ ৷ এই ব্যানারে সাতটি কাজের মূল্য তালিকা দেওয়া হয়েছে । 1. কাউকে বাড়ি থেকে উচ্ছেদ করলে দশ লক্ষ টাকা দিতে হবে । 2. কারও জমি দখল করলে 30 লক্ষ টাকা দিতে হবে । 3. বেআইনি বাড়ি তৈরি করলে প্রতি তলা বাবদ মন্ত্রীকে 10 লক্ষ টাকা দিতে হবে । 4. পৌরসভায় চাকরি দিলে মনোজ তিওয়ারি 5 লক্ষ টাকা নিয়ে থাকেন ৷
পাশাপাশি বলা হয়েছে, প্রেমিক-প্রেমিকাকে তাঁদের বাড়ি থেকে নিয়ে পালাতে চাইলে মন্ত্রী মনোজ তিওয়ারির পকেটে 50 লক্ষ টাকা দিতে হবে ৷ বাদ যায়নি সম্প্রতি বহু চর্চিত 100 দিনের কাজের কথাও ৷ ব্যানারে দাবি করা হয়েছে এর জন্য প্রতি মাসে 2 হাজার টাকা লাগবে ৷ শিবপুর কেন্দ্রে প্রতিটি বাজারে রাস্তা দখল করে দোকান দিলে প্রতিদিন 500 টাকা দিতে হবে মন্ত্রীকে ৷ যে সাতটি কাজের উল্লেখ এখানে আছে তার মধ্যে এটিরই মূল্য সবচেয়ে কম ৷
আরও পড়ুন: আবর্জনার ভ্যাট সরিয়ে পার্ক তৈরি করাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নারকেলডাঙায়
এই ব্যানার কারা লাগিয়েছে, তা দেখতে পাননি বলেই দাবি করেছেন পৌরনিগমে রাতে থাকা কর্মীরা ৷ ঘটনার কথা জানতে পেরে হাওড়া থানার আধিকারিকরা এসে ব্যানার দু'টি খুলে নিয়ে যান ৷ তবে এই ব্যানার বিতর্কে ফের শাসকদলের অভ্যন্তরে আবারও গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা প্রকাশ্যে এল শহরে ৷ রাজনৈতিক মহলের একাংশের দাবি, তৃণমূলের একটি গোষ্ঠী এই ব্যানার লাগিয়েছে।
2021 সালের বিধানসভা নির্বাচনের পর দু'বছর কেটে গিয়েছে ৷ হাওড়া শহরের দলীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর লড়াই নতুন করে সামনে আসছে ৷ শহরের দুই মন্ত্রীর লড়াইকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়েছে শাসকদল ৷ সম্প্রতি পৌরনিগমের কয়েকটি প্রকল্পের উদ্বোধন থেকে শুরু করে হাওড়া শহরের এক ব্যবসায়ীকে তোলাবাজির হুমকি দেওয়ার অভিযোগ ওঠে মন্ত্রী মনোজ তিওয়ারির-ঘনিষ্ঠদের বিরুদ্ধে ৷ এদিকে মন্ত্রীকে না-জানিয়েই কাজ করার অভিযোগ উঠেছে পৌরনিগমের বিরুদ্ধে ৷ বেশ কয়েকজন প্রাক্তন পৌর প্রতিনিধি নাম না-করে সামাজিক মাধ্যমে প্রকাশ্যেই মন্ত্রী মনোজ তিওয়ারির বিরুদ্ধে বিষোদ্গার করেন ৷
আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হাওড়া স্টেশন সংলগ্ন শৌচালয়ে তালা, অভিযোগ বিজেপির