ETV Bharat / state

ব্যবসায়িক শত্রুতার জেরে শালিমারে প্রোমোটার খুন, তদন্তে নেমে অনুমান পুলিশের - প্রোমোটার ধর্মেন্দর সিং খুন

গতকাল হাওড়ার শালিমারে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় প্রোমোটার ধর্মেন্দর সিংয়ের ৷

Police suspect that promoter was killed due to business animosity in Shalimar
Police suspect that promoter was killed due to business animosity in Shalimar
author img

By

Published : Dec 30, 2020, 5:34 PM IST

শালিমার, 30 ডিসেম্বর : ব্যবসায়িক শত্রুতার জেরেই হয়ত খুন হয়েছেন প্রোমোটার ধর্মেন্দর সিং । শালিমারের ঘটনায় তদন্তে নেমে এমনই মনে করছে পুলিশ । ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তাদের মধ্যে দু'জনকে পূর্ব বর্ধমানের মেমারি ও একজনকে হাওড়ার বি গার্ডেন থেকে পাকড়াও করা হয় ৷

গতকাল বিকেল চারটে নাগাদ শালিমার থেকে পরিচিত সমর মাঝির বাইকে চেপে ফিরছিলেন ধর্মেন্দর সিং । শালিমার তিন নম্বর গেটের কাছে তিনজন দুষ্কৃতী বাইকে চেপে এসে তাদের উদ্দেশে ছয় রাউন্ড গুলি চালায় ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় ধর্মেন্দর সিংয়ের ৷ অন্যজনের হাতে গুলি লাগে । হাওড়া সিটি পুলিশের ডিসি সেন্ট্রাল মহম্মদ সানা আখতার জানান, খুনের পর চন্দন চৌধুরি ও ভিকি সিং নামে দুই অভিযুক্ত ঝাড়খণ্ড পালিয়ে যাচ্ছিল । ফোনের টাওয়ার লোকেশন দেখে গতকাল এগারোটা নাগাদ মেমারি থেকে তাদের গ্রেপ্তার করা হয় । অন্য অভিযুক্ত দেবেন্দ্র মিশ্রকে হাওড়ার বি গার্ডেন এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় । পুলিশকে সে জানায়, চন্দন চৌধুরি গুলি চালিয়েছে ।

ব্যবসায়িক শত্রুতার জেরে শালিমারে প্রোমোটার খুন !

সঞ্জয় পালংদার নামে ধর্মেন্দর সিংয়ের ঘনিষ্ঠ এক প্রোমোটার জানান, এলাকায় বড় বড় হাউসিং প্রোজেক্টে ইমারতি দ্রব্য সাপ্লাই করতেন ধর্মেন্দর । প্রথমে একসঙ্গে কাজ শুরু করলেও পরে ধর্মেন্দর একাই কাজ করছিলেন । সেখান থেকেই বিবাদ শুরু । এদিকে ধর্মেন্দর সিং তৃণমূল নেতা ছিলেন । দলের নেতারা খুনের জন্য বিরোধীদের দিকে আঙুল তুলে ছিল । কিন্তু পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনও কোনও রাজনৈতিক যোগ পাওয়া যায়নি । তবে তদন্ত চলছে । খতিয়ে দেখা হচ্ছে সবদিক ৷

অন্যদিকে আজ সকাল থেকেই বি গার্ডেন গেট এলাকায় দোকানপাট বন্ধ ছিল । চারটি রুটের বাস চালানো হয়নি । কারণ গতকালের ঘটনার পর ধর্মেন্দর অনুগামীরা ভাঙচুর চালায় । বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ নতুন করে যাতে ঝামেলা না বাধে তার জন্য এলাকায় আজ পুলিশ পিকেট বসানো হয়েছে ।

শালিমার, 30 ডিসেম্বর : ব্যবসায়িক শত্রুতার জেরেই হয়ত খুন হয়েছেন প্রোমোটার ধর্মেন্দর সিং । শালিমারের ঘটনায় তদন্তে নেমে এমনই মনে করছে পুলিশ । ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তাদের মধ্যে দু'জনকে পূর্ব বর্ধমানের মেমারি ও একজনকে হাওড়ার বি গার্ডেন থেকে পাকড়াও করা হয় ৷

গতকাল বিকেল চারটে নাগাদ শালিমার থেকে পরিচিত সমর মাঝির বাইকে চেপে ফিরছিলেন ধর্মেন্দর সিং । শালিমার তিন নম্বর গেটের কাছে তিনজন দুষ্কৃতী বাইকে চেপে এসে তাদের উদ্দেশে ছয় রাউন্ড গুলি চালায় ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় ধর্মেন্দর সিংয়ের ৷ অন্যজনের হাতে গুলি লাগে । হাওড়া সিটি পুলিশের ডিসি সেন্ট্রাল মহম্মদ সানা আখতার জানান, খুনের পর চন্দন চৌধুরি ও ভিকি সিং নামে দুই অভিযুক্ত ঝাড়খণ্ড পালিয়ে যাচ্ছিল । ফোনের টাওয়ার লোকেশন দেখে গতকাল এগারোটা নাগাদ মেমারি থেকে তাদের গ্রেপ্তার করা হয় । অন্য অভিযুক্ত দেবেন্দ্র মিশ্রকে হাওড়ার বি গার্ডেন এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় । পুলিশকে সে জানায়, চন্দন চৌধুরি গুলি চালিয়েছে ।

ব্যবসায়িক শত্রুতার জেরে শালিমারে প্রোমোটার খুন !

সঞ্জয় পালংদার নামে ধর্মেন্দর সিংয়ের ঘনিষ্ঠ এক প্রোমোটার জানান, এলাকায় বড় বড় হাউসিং প্রোজেক্টে ইমারতি দ্রব্য সাপ্লাই করতেন ধর্মেন্দর । প্রথমে একসঙ্গে কাজ শুরু করলেও পরে ধর্মেন্দর একাই কাজ করছিলেন । সেখান থেকেই বিবাদ শুরু । এদিকে ধর্মেন্দর সিং তৃণমূল নেতা ছিলেন । দলের নেতারা খুনের জন্য বিরোধীদের দিকে আঙুল তুলে ছিল । কিন্তু পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনও কোনও রাজনৈতিক যোগ পাওয়া যায়নি । তবে তদন্ত চলছে । খতিয়ে দেখা হচ্ছে সবদিক ৷

অন্যদিকে আজ সকাল থেকেই বি গার্ডেন গেট এলাকায় দোকানপাট বন্ধ ছিল । চারটি রুটের বাস চালানো হয়নি । কারণ গতকালের ঘটনার পর ধর্মেন্দর অনুগামীরা ভাঙচুর চালায় । বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ নতুন করে যাতে ঝামেলা না বাধে তার জন্য এলাকায় আজ পুলিশ পিকেট বসানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.