ETV Bharat / state

Beldanga Girls Rescued: বিটিএস পপ-তারকাদের দেখতে দক্ষিণ কোরিয়া যাওয়ার পরিকল্পনা! নাবালিকাদের বাড়ি ফেরাল পুলিশ - Girl Rescue

প্রিয় পপ-তারকার সঙ্গে দেখা করতে ঘরছাড়া সপ্তম শ্রেণির তিন ছাত্রী ৷ সুদূর দক্ষিণ কোরিয়ার সিওলে পাড়ি দেওয়ার পরিকল্পনা ছিল তাদের ৷ অবশেষে, ঘরছাড়া তিন নাবালিকাকে শালিমার জিআরপি ও সাঁতরাগাছি থানার পুলিশ বাড়ি পাঠালো পড়ুয়াদের।

Etv Bharat
বিটিএস তারকাদের সঙ্গে দেখা করতে ঘরছাড়া বাংলার নাবালিকা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 7:47 PM IST

Updated : Sep 15, 2023, 10:46 PM IST

হাওড়া, 15 সেপ্টেম্বর: অলীক স্বপ্ন নিয়ে মুর্শিদাবাদের বেলডাঙার বাড়ি থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়ার সিওল যেতে চেয়েছিল তিন নাবালিকা ছাত্রী। চোখে একটাই স্বপ্ন কোরিয়ান পপ তারকা আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জাঙ্গকুক-কের সঙ্গে সাক্ষাৎ করবে ৷ প্রত্যেকেই দক্ষিণ কোরিয়া বিখ্যাত ব্যাংটান বয়েস বা বিটিএস ব্যান্ডের পপ তারকা । ভাগ্যিস নাবালিকাদের স্বপ্নে বাধা দিল পুলিশ । নিখোঁজ সপ্তম শ্রেণির এই তিন ছাত্রীকে হাওড়ার শালিমার থেকে উদ্ধার করেছে পুলিশ। তিন জনেরই বাড়ি বেলডাঙায়। শালিমার জিআরপি ও সাঁতরাগাছি থানার পুলিশ নিরাপদে ওই ছাত্রীদের বাড়ি পাঠিয়েছে বলে জানা গিয়েছে ৷

কলকাতা থেকে সিওল-র উড়ানপথে দূরত্ব প্রায় চার হাজার কিলোমিটারেরও বেশি। সেই দক্ষিণ কোরিয়ারই একটি জনপ্রিয় ব্যান্ড জাঁকিয়ে বসেছে নাবালিকাদের মনে ৷ প্রিয় পপ তারকাদের সামনে থেকে দেখার অদ্ভুত ইচ্ছা শুনে চোখ কপালে ওঠে পুলিশদেরও ৷ বিদেশী ব্যান্ড-প্রীতির কোনো পড়ুয়ার জীবনে ‘খ্যাপামি’র পর্যায়ে পৌঁছলে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে বলেই মানছেন তদন্তকারীরাও। কেউ ভালোবেসে ওই ব্যান্ডের গান শুনছে। তাঁদের নকল করতে চাইছে। পৌঁছতে চাইছে ব্যান্ড-তারকাদের কাছে। কেউ আবার সহপাঠী বা বন্ধুদের কাছে যাতে পিছিয়ে পড়তে না-হয় সেই কারণেই ‘কুলীন’ হতে চাইছে। দু'য়ের যে কারণেই হোক না কেন, সমস্যা একই রকমের গুরুতর বলেই মানছেন পুলিশকর্তারা।

Beldanga Girl Rescue
নাবালিকাদের বাড়ি ফেরাল পুলিশ

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তিন নাবালিকাকে মুম্বইয়ে নিয়ে গিয়ে গান গাওয়া ও অভিনেত্রী হওয়ার প্রলোভন দিয়েছিলেন কোনও এক ব্যক্তি। পরে তদন্তকারীরা জানতে পারেন বিটিএস-এর টানেই স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়েছিলেন তিন নাবালিকা। তাদের গন্তব্য ছিল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল।

সূত্রের খবর, তিন জন প্রথমে মুর্শিদাবাদ থেকে ট্রেন ধরে কলকাতায় পৌঁছয়। সেখানে সল্টলেকের একটি জায়গায় তিন দিন আত্মগোপন করে থাকে। মোবাইল ছিল ওদের সঙ্গে। সেই মোবাইল ব্যবহার করেই শালিমার থেকে ট্রেনে মুম্বই যাওয়ার টিকিট কাটে ওরা। এরপরে মুম্বই থেকে বিমানে করে সিওল যাওয়ার পরিকল্পনা ছিল। অন্যদিকে সন্তানের নিখোঁজ হওয়ার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন পরিবারের লোকেরা ৷

আরও পড়ুন: বেহরামপুরে মহিলাকে শ্বাসরোধ করে খুন ! দেহ টুকরো করে নদীতে ফেলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

সমাজের বিভিন্ন প্রান্তে এই ধরণের ঘটনাতে যথেষ্ট উদ্বিগ্ন মনোরোগবীদরাও। মনোরোগ বিশেষজ্ঞদের মতে, কৈশোরের বয়ঃসন্ধিকালে সকলের মনের মধ্যে বহু ঝড়ঝাপটা চলে। সহজেই যে কোনও জিনিসের প্রতি অল্পবয়সীরা আকৃষ্ট হয় । যা কিনা তাদেরকে হিস্টিরিয়ার দিকে ঠেলে দেয়। এই বিষয়ে অভিভাবকদের আরও সচেতন ও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন মনোরোগবীদরা। কোনও সমস্যার ক্ষেত্রে বাচ্চাদেরও মনোরোগবিদের কাছে আনার পরামর্শ দিচ্ছেন তারা।

হাওড়া, 15 সেপ্টেম্বর: অলীক স্বপ্ন নিয়ে মুর্শিদাবাদের বেলডাঙার বাড়ি থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়ার সিওল যেতে চেয়েছিল তিন নাবালিকা ছাত্রী। চোখে একটাই স্বপ্ন কোরিয়ান পপ তারকা আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জাঙ্গকুক-কের সঙ্গে সাক্ষাৎ করবে ৷ প্রত্যেকেই দক্ষিণ কোরিয়া বিখ্যাত ব্যাংটান বয়েস বা বিটিএস ব্যান্ডের পপ তারকা । ভাগ্যিস নাবালিকাদের স্বপ্নে বাধা দিল পুলিশ । নিখোঁজ সপ্তম শ্রেণির এই তিন ছাত্রীকে হাওড়ার শালিমার থেকে উদ্ধার করেছে পুলিশ। তিন জনেরই বাড়ি বেলডাঙায়। শালিমার জিআরপি ও সাঁতরাগাছি থানার পুলিশ নিরাপদে ওই ছাত্রীদের বাড়ি পাঠিয়েছে বলে জানা গিয়েছে ৷

কলকাতা থেকে সিওল-র উড়ানপথে দূরত্ব প্রায় চার হাজার কিলোমিটারেরও বেশি। সেই দক্ষিণ কোরিয়ারই একটি জনপ্রিয় ব্যান্ড জাঁকিয়ে বসেছে নাবালিকাদের মনে ৷ প্রিয় পপ তারকাদের সামনে থেকে দেখার অদ্ভুত ইচ্ছা শুনে চোখ কপালে ওঠে পুলিশদেরও ৷ বিদেশী ব্যান্ড-প্রীতির কোনো পড়ুয়ার জীবনে ‘খ্যাপামি’র পর্যায়ে পৌঁছলে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে বলেই মানছেন তদন্তকারীরাও। কেউ ভালোবেসে ওই ব্যান্ডের গান শুনছে। তাঁদের নকল করতে চাইছে। পৌঁছতে চাইছে ব্যান্ড-তারকাদের কাছে। কেউ আবার সহপাঠী বা বন্ধুদের কাছে যাতে পিছিয়ে পড়তে না-হয় সেই কারণেই ‘কুলীন’ হতে চাইছে। দু'য়ের যে কারণেই হোক না কেন, সমস্যা একই রকমের গুরুতর বলেই মানছেন পুলিশকর্তারা।

Beldanga Girl Rescue
নাবালিকাদের বাড়ি ফেরাল পুলিশ

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তিন নাবালিকাকে মুম্বইয়ে নিয়ে গিয়ে গান গাওয়া ও অভিনেত্রী হওয়ার প্রলোভন দিয়েছিলেন কোনও এক ব্যক্তি। পরে তদন্তকারীরা জানতে পারেন বিটিএস-এর টানেই স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়েছিলেন তিন নাবালিকা। তাদের গন্তব্য ছিল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল।

সূত্রের খবর, তিন জন প্রথমে মুর্শিদাবাদ থেকে ট্রেন ধরে কলকাতায় পৌঁছয়। সেখানে সল্টলেকের একটি জায়গায় তিন দিন আত্মগোপন করে থাকে। মোবাইল ছিল ওদের সঙ্গে। সেই মোবাইল ব্যবহার করেই শালিমার থেকে ট্রেনে মুম্বই যাওয়ার টিকিট কাটে ওরা। এরপরে মুম্বই থেকে বিমানে করে সিওল যাওয়ার পরিকল্পনা ছিল। অন্যদিকে সন্তানের নিখোঁজ হওয়ার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন পরিবারের লোকেরা ৷

আরও পড়ুন: বেহরামপুরে মহিলাকে শ্বাসরোধ করে খুন ! দেহ টুকরো করে নদীতে ফেলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

সমাজের বিভিন্ন প্রান্তে এই ধরণের ঘটনাতে যথেষ্ট উদ্বিগ্ন মনোরোগবীদরাও। মনোরোগ বিশেষজ্ঞদের মতে, কৈশোরের বয়ঃসন্ধিকালে সকলের মনের মধ্যে বহু ঝড়ঝাপটা চলে। সহজেই যে কোনও জিনিসের প্রতি অল্পবয়সীরা আকৃষ্ট হয় । যা কিনা তাদেরকে হিস্টিরিয়ার দিকে ঠেলে দেয়। এই বিষয়ে অভিভাবকদের আরও সচেতন ও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন মনোরোগবীদরা। কোনও সমস্যার ক্ষেত্রে বাচ্চাদেরও মনোরোগবিদের কাছে আনার পরামর্শ দিচ্ছেন তারা।

Last Updated : Sep 15, 2023, 10:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.